1. কোনটি “ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ?
– ক্ষুধা + আর্ত
– ক্ষুৎ + ঋর্ত
– ক্ষুধ + আর্ত
– ক্ষুধা + ঋত ✓
2. নিচের কোন শব্দটি ভুল?
– স্বায়ত্তশাসন
– শ্রদ্ধাঞ্জলি
– অভ্যন্তরীণ
– মুহর্মুহূ ✓
3. “শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ কোনটি?
– চাঁদ ✓
– খরগোস
– সমুদ্র
– সূর্য
4. “উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা কে?
– রশীদ করিম ✓
– শওকত ওসমান
– জহির রায়হান
– শহীদুল্লা কায়সার
5. “আদালত” শব্দটি কোন ভাষার শব্দ?
– আরবি ✓
– বাংলা
– পর্তুগিজ
– ফারসি
6. “বজ্রে তোমার বাজে বাঁশী?” – কোন কারকে কোন বিভক্তি?
– কর্তায় শূন্য
– অপাদানে ৭মী ✓
– অধিকরণে ৭মী
– করণে ১মা
7. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
– জাহান্নাম হইতে বিদায় ✓
– জননী
– কর্ণফুলী
– সূর্য দীঘল বাড়ি
8. তালব্যবর্ণ কোনগুলো?
– এ, ঐ
– ই, ঈ ✓
– উ, ঊ
– ও, ঔ
9. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
– আভাস
– অজানা ✓
– গরমিল
– বেমালুম
10. শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
– লাহোর
– দিল্লী
– আগ্রা
– ইয়াংগুন ✓
11. “নির্মল” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
– অনির্মল
– পঙ্কিল ✓
– অপরিস্কার
– নোংরা
12. নিচের কোন বানানটি শুদ্ধ?
– মূহর্ত
– মুহূর্ত ✓
– মুহুর্ত
– মুহর্ত
13. “কর্ম সম্পাদনে পরিশ্রমী” – কোনটি সংক্ষিপ্ত রূপ?
– কর্মনিষ্ঠ
– কর্মোদ্যমী
– কর্মঠ ✓
– কর্মী
14. “আটকপালে” এর অর্থ কোনটি?
– জ্ঞানী
– কারারুদ্ধ
– হতভাগ্য ✓
– সৌভাগ্যবান
15. কোনটি বাংলা ধাতু?
– কৃ
– মাগ্
– গম্
– কাট্ ✓
16. “জায়া ও পতি” সমাস করলে কি হয়?
– স্বামী-স্ত্রী
– পতি-পত্নী
– দম্পতি ✓
– জায়া-পতি
17. কোন বানানটি শুদ্ধ?
– সুশ্রুষা
– শুশ্রূষা ✓
– সুশ্রুসা
– শুশ্রুষা
18. “গবেষণা”-এর সন্ধি-বিচ্ছেদ কি হবে?
– গবে + ষণা
– গো + এষণা ✓
– গ + এষণা
– গব + এষণা
19. “জঙ্গম”-এর বিপরীতার্থক শব্দ কি?
– স্থাবর ✓
– অরণ্য
– সমুদ্র
– পর্বতই
20. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
– সৌদিআরব
– লেবানন
– ইরাক ✓
– ইরান
21. ইতিহাসের জনক বা পিতা কে?
– হেরোডোটাস ✓
– এরিস্টটল
– টয়েনবি
– ইউসিডাইজিস
22. ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনও “ইউরো” গ্রহণ করেনি?
– জার্মানি
– অস্ট্রিয়া
– ইংল্যান্ড ✓
– ফ্রান্স
23. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
– প্রফেসর আব্দুস সালাম
– ইয়াসির আরাফাত
– নাগীব মাহফুজ
– আনোয়ার সাদাত ✓
24. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
– ৬৭৬ জন ✓
– ৬৮ জন
– ১৭৫ জন
– ৪২৬ জন
25. “হ্যারি পটার” কি?
– একটি শিশুতোষ বই ✓
– একজাতীয় গুচ্ছবোমা
– এক ধরনের খেলনা
– একজাতীয় ধাতব পাত্র
26. সুইডেনের মুদ্রার নাম কি?
– পাউন্ড
– ডলার
– ক্রোনা ✓
– গিলো
27. “গ্রীনল্যান্ড” এর মালিকানা কোন দেশের?
– ডেনমার্ক ✓
– ইংল্যান্ড
– সুইডেন
– নেদারল্যান্ড
28. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
– ফ্লোরিডা
– পা
– জিব্রাল্টার
– বেরিং ✓
29. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে?
– 115
– 120
– 110
– 117 ✓
30. CNG-এর অর্থ:
– কার্বনযুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল
– সীমামুক্ত পেট্রোল
– কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস ✓
– নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
31. SIM সংক্ষিপ্ত রূপ?
– Simple Identity Module
– Subscriber Identity Module ✓
– Simple Identification Module
– Subscriber Identification Module
32. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
– উবুন্টু
– এমএস ওয়ার্ড
– ওরাকল
– এমএস উইন্ডোজ ✓
33. “To read between the lines” Means–
– To read carefully
– To grasp the hidden meaning ✓
– To concentrate
– To suspect
34. Fill in the blank: You should _____ swimming.
– Take up ✓
– Take off
– Start up
– Get off
35. Which one is the correct sentence?
– Neither roads are led to the railway station.
– Neither of the roads leads to the railway station.
– Neither of the roads are leading to the railway station.
36. Which is adjective?
– Special ✓
– Laugh
– Crime
– Miser
37. “Paradise Lost” Attempted to –
– Explain why good and evil are necessary
– Justify the ways of man to God
– Justify the ways of God to man ✓
– Show that Satan and God have equal power
38. “Duchess” is Feminine of ____
– Earl
– Dramatist
– Dutchman
– Duke ✓
39. Choose the correct sentence.
– He lives here for five months
– He is living here for five months
– He has been living here for five months ✓
– He live here for five months
40. “Salt of life” Stands for –––
– Sorrows of life
– Saline water
– Sodium chloride
– Valuable things ✓
41. Which word is not a Noun?
– Defame ✓
– Indemnity
– Articulation
– Simulation
42. Which one is correct: He said to me “May you be happy”?
– He told that I might be happy
– He reported that I might be happy
– He said that I might he happy
– He wished that I might be happy ✓
43. Article is used based on –––
– Stress
– Spelling
– Sound
– Pronunciation ✓
44. Fill in the blank: He had written the book before he _____
– has retired
– will be retired
– retired ✓
– had retired
45. Correct passive form of “I have to do it” ––
– It has to be done to me
– It has to be done by me ✓
– It is to be done by me
– Let it be done by me
46. Choose the correct spelled word.
– Suname
– Sunamee
– Tsunami ✓
– Sunami
47. What is the Antonym of “Hybrid”?
– Simple
– Productive
– Purebred ✓
– Raised
48. Fill in the blank: The climate is congenial _____ health.
– to ✓
– for
– with
– on
49. Choose the correct sentence.
– He speakes English like English.
– He is speakes the English like English.
– He speakes English like the English. ✓
– He speakes the English like the English.
50. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম চারটির গড় ৫২, শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যা কত?
– ৫০
– ৬২
– ৬৪ ✓
– ৬০
51. ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কতদিনে সম্পন্ন করতে পারবে?
– ২৯ দিনে
– ৩০ দিনে ✓
– ২৭ দিনে
– ২৮ দিনে
52. ৩ সে.মি., ৪ সে.মি. ও ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?
– ৬ সে.মি. ✓
– ৭ সে.মি.
– ৭.৫ সে.মি.
– ৬.৫ সে.মি.
53. ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?
– 40%
– 25%
– 80%
– 75% ✓
54. ৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
– 12.0 ✓
– 4.0
– 14.0
– ১৬.০
55. a + b = 5 ও a – b = 3 হলে ab এর মান কত?
– 8
– 5
– 2
– 4 ✓
56. টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
– 15%
– ২০%
– 25% ✓
– ১০%
57. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
– 5050 ✓
– ৫০০১
– ৪৯৯৯
– ৫৫০১
58. কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
– সমদ্বিখণ্ডক
– অভিভুজ
– লম্ব
– মধ্যমা ✓
59. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া দেওয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
– ১৮০ মিটার ✓
– ২০০ মিটার
– ২২৫ মিটার
– ১৬০ মিটার
60. ০.১ এর বর্গমূল কত?
– 0.25
– কোনোটিই নয় ✓
– 0.1
– 0.01
61. ৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩.৫% লাভ হবে?
– ৫১২.৫০
– ৫১৭.৫০ ✓
– ৫১৫.৫০
– ৫১০.০০
62. কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
– ৭%
– ৬%
– ৪%
– ৫% ✓
63. ক-এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?
– ২০ টাকা
– ১৫ টাকা
– ১০ টাকা ✓
– ৩০ টাকা
64. a : b = 4 : 7 ও b : c = 5 : 6 হলে a : b : c কত?
– 4 : 7 : 5
– 4 : 7 : 6
– 20 : 35 : 42 ✓
– 20 : 44 : 35
65. ১ ঘণ্টা ২০ মিনিট ৪ ঘণ্টার কত অংশ?
– ১৪ অংশ
– ৩৪ অংশ
– ১/৩ অংশ
– ২/৩ অংশ
66. ১ থেকে ১০০ পর্যন্ত উপাত্তকে ১০টি শ্রেণিতে ভাগ করলে ৮ম নম্বর শ্রেণিটি কোনটি হবে?
– ৮১-৯০ ✓
– ৮০-৯০
– ৮৯-৯৯
– ৮০-৯১
67. যদি x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত?
– 2 ✓
– ০
– 12
– 1
68. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
– বর্ণ
– শব্দ
– অক্ষর
– ধ্বনি ✓
69. “He was taken to task” – এর বাংলা হবে–
– সে কাজ নিয়েছিল
– তাকে তিরস্কার করা হয়েছিল ✓
– তাকে কাজ দেয়া হয়েছিল
– তাকে কাজের জন্য বলা হয়েছিল
70. “The baby is always smiling” এর বাংলা অনুবাদ হলে–
– শিশুটি সবসময় হাসছে
– শিশুটি সবসময় হাসে
– শিশুটির মুখ হাসিতে ভরা
– শিশুটির মুখে হাসি লেগেই আছে ✓
71. “মৃতের মত অবস্থা যার––”
– মৃতবৎ ✓
– আনমনা
– জীবন্মৃত
– মুমূর্ষু
72. “উয়ারী-বটেশ্বর” কোথায় অবস্থিত?
– নরসিংদী ✓
– নারায়ণগঞ্জ
– মুন্সীগঞ্জ
– দাউদকান্দি
73. “সবুজ গ্রহ” বলা হয় কাকে?
– মঙ্গল
– ইউরেনাস ✓
– বুধ
– পৃথিবী
74. কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?
– কী বোর্ড
– মনিটর ✓
– বারকোড
– ওএমআর
75. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র কত তারিখে পাঠিত হয়?
– ১০ এপ্রিল, ১৯৭১
– ১৭ এপ্রিল, ১৯৭১ ✓
– ৭ মার্চ, ১৯৭১
– ২৬ মার্চ, ১৯৭১
76. Which one is Reflexive Pronoun?
– each
– Myself ✓
– Who
– he
77. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ,সা.গু কত?
– ৩২
– ১২
– ১৬ ✓
– ২৪
78. শতকরা বার্ষিক ১৫% সুদে ৮,০০০ টাকায় ৬ মাসের সুদ কত?
– ৬০০ টাকা ✓
– ৭০০ টাকা
– ৮০০ টাকা
– ৫০০ টাকা
79. নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো–
– পারমাণবিক জ্বালানি
– পীট কয়লা
– ফুয়েল সেল
– সূর্য ✓