পড়াশোনা মোড
বাংলা ব্যাকরণ:পদ
Bengali Lesson • 20 টি প্রশ্ন
প্রশ্ন 01
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
1) নাম পদ
2) যৌগিক শব্দ
3) কৃদন্ত পদ
4) প্রাতিপদিক
প্রশ্ন 02
'সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে '।এই বাক্যে 'সুন্দর ' শব্দটি কোন পদ?
1) বিশেষ্য
2) বিশেষণ
3) সর্বনাম
4) বিশেষণের বিশেষণ
প্রশ্ন 03
'লাজ' কোন ধরণের শব্দ?
1) বিশেষ্য
2) বিশেষণ
3) ক্রিয়া
4) সর্বনাম
প্রশ্ন 04
চাউল,চিনি,পানি এগুলো কী বাচক বিশেষ্য?
1) বস্তুবাচক
2) সমষ্টিবাচক
3) ব্যাক্তিবাচক
4) জাতিবাচক
প্রশ্ন 05
'অতিশয় মন্দ কথা' কী ধরণের বিশেষণ?
1) বাক্যের বিশেষণ
2) অব্যয়ের বিশেষণ
3) বিশেষণের বিশেষণ
4) বিশেষণের অতিশায়ন
প্রশ্ন 06
'আ মরি বাংলা ভাষা' এখানে 'আ' দ্বারা কী প্রকাশ হয়েছে?
1) আনন্দ
2) আশা
3) আবেগ
4) আনুগত্য
Sponsored
প্রশ্ন 07
'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে '-এ বাক্যে 'দেখাচ্ছে ' কোন ক্রিয়া?
1) প্রযোজক
2) দ্বিকর্মক
3) সমাপিকা
4) প্রযোজ্য
প্রশ্ন 08
'ছেলেটি গোল্লায় গেছে' বাক্যে ক্রিয়াপদটি কোন ধরণের?
1) যৌগিক ক্রিয়া
2) প্রযোজক ক্রিয়া
3) মিশ্র ক্রিয়া
4) দ্বিকর্মক ক্রিয়া
প্রশ্ন 09
'ঘটনাটি শুনে রাখ' এখানে 'শুনে রাখ' কোন ধরণের ক্রিয়া পদ?
1) মিশ্র
2) যৌগিক
3) প্রযোজক
4) সমধাতুজ
প্রশ্ন 10
"কি হেতু এসেছ তুমি,কহ বিস্তারিয়া"-হেতু অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
1) প্রসঙ্গ
2) ব্যাপার
3) নিমিত্ত
4) প্রার্থনা
প্রশ্ন 11
গমন,ভোজন,দর্শন কী বাচক বিশেষ্য?
1) বস্তুবাচক
2) সমষ্টিবাচক
3) গুণবাচক
4) ভাববাচক
প্রশ্ন 12
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
1) ধন অপেক্ষা মান বড়
2) তোমাকে দিয়ে কিছু হবে না
3) ঢং ঢং ঘণ্টা বাজে
4) লেখা পড়া কর,নতুবা ফেল করবে
Sponsored
প্রশ্ন 13
'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ' বাক্যে- 'মরিমরি' কোন শ্রেণির অব্যয়?
1) সমুচ্চয়ী
2) অনন্বয়ী
3) পদান্বয়ী
4) অনুকার
প্রশ্ন 14
'তোমার নাম কী?' -এখানে 'কী' কোন প্রকারের পদ?
1) প্রশ্নবাচক
2) অব্যয়
3) সর্বনাম
4) বিশেষণ
প্রশ্ন 15
'তুমি না বলছিলে আগামীকাল আসবে'-এখানে 'না' এর ব্যবহার কি অর্থে?
1) না বাচক
2) হ্যাঁ বাচক
3) প্রশ্নবোধক শব্দ
4) বিস্ময়সূচক
প্রশ্ন 16
'না' কোন জাতীয় শব্দ?
1) বিশেষ্য
2) বিশেষণ
3) সর্বনাম
4) অব্যয়
প্রশ্ন 17
'লোকটি দরিদ্র কিন্তু সৎ' এই বাক্যে 'কিন্তু' কী ধরণের অব্যয়?
1) সংযোজক
2) সংকোচক
3) বিয়োজক
4) কোনটিই নয়
প্রশ্ন 18
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান'- এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
1) অবস্থাবাচক শব্দ
2) বাক্যলঙ্কার শব্দ
3) ধ্বন্যাত্মক শব্দ
4) দ্বিরুক্ত শব্দ
Sponsored
প্রশ্ন 19
আমি,আমরা-এগুলো কোন সর্বনাম পদ?
1) ব্যতিহারিক
2) সাকুল্যবাচক
3) আত্নবাচক
4) ব্যাক্তিবাচক
প্রশ্ন 20
সংযোগজ্ঞাপক সর্বনাম পদ?
1) তাবৎ
2) কিছু
3) স্বয়ং
4) যে
Sponsored
ভুল সংশোধন রিপোর্ট
নিচে সঠিক প্রশ্ন ও অপশনগুলো লিখে সাবমিট করুন।