1. বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
- যুক্তরাষ্ট্র ✓
- যুক্তরাজ্য
- সৌদি আরব
- ইরান
2. UNHCR এর সদর দপ্তর কোথায়?
- জেনেভা ✓
- ভিয়েনা
- ভেনেজুয়েলা
- অস্ট্রিয়া
3. ফিফা বিশ্বকাপ–২০২২ কোথায় অনুষ্ঠিত হয়?
- কাতার ✓
- বাহরাইন
- দুবাই
- আবুধাবি
4. পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কী?
- গোয়ালন্দ
- চাঁদপুর ✓
- ভোলা
- বরিশাল
5. জাপানের সংসদের নাম কী?
- ডায়েট ✓
- কায়েট
- লোকসভা
- ন্যাশনাল এ্যাসেম্বলি
6. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় কী তারিখে?
- ২০ অক্টোবর, ২০১৭
- ২৫ অক্টোবর, ২০১৭
- ৩০ অক্টোবর, ২০১৭ ✓
- ৩১ অক্টোবর, ২০১৭
7. ক্রেমলিন কী?
- মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন
- রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ✓
- ব্রিটেনের প্রধানমন্ত্রী বাসভবন
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বাসভবন
8. আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?
- ৮ ফেব্রুয়ারি
- ৮ মার্চ ✓
- ৮ এপ্রিল
- ৮ আগস্ট
9. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?
- শেখ মুজিবুর রহমান
- এম. মনসুর আলী
- তাজউদ্দিন আহমেদ ✓
- আতাউর রহমান খান
10. “মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা”– গানের রচয়িতা কে?
- অতুল প্রসাদ সেন ✓
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- কবি জসীম উদ্দীন
11. বাংলাদেশের একমাত্র মৎস গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- ঢাকা
- ফরিদপুর
- ময়মনসিংহ ✓
- খুলনা
12. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকুরীরত ছিলেন?
- সেনাবাহিনী ✓
- নৌবাহিনী
- বিমান বাহিনী
- পুলিশ বাহিনী
13. বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
- জেলা পরিষদ
- উপজেলা পরিষদ ✓
- ইউনিয়ন পরিষদ
- গ্রাম পরিষদ
14. “ছিয়াত্তরের মন্বত্তর” বলা হয় বাংলা কোন সনকে?
- ১১৭৬ ✓
- ১৭৭০
- ১৭৭৬
- ১১৭০
15. বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?
- ৩৩০
- ৩৪০
- ৩৫০ ✓
- ৩৬০
16. OPEC এর সচিবালয় কোথায় অবস্থিত?
- ভিয়েনা ✓
- লিবিয়া
- কাতার
- কুয়েত
17. বাতাসে ওজনে স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ?
- সি এফ সি ✓
- মিথেন
- কার্বন ডাই-অক্সাইড
- নাইট্রোজেন
18. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত দুই নারী কে?
- তারামন বিবি ও ময়মুনা বিবি
- সিতারা বেগম ও ময়মুনা বিবি
- তারামন বিবি ও সিতারা বেগম ✓
- মনসুরা বিবি ও তারামন বিবি
19. মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়?
- ১৯৭০
- ১৯৬৯ ✓
- ১৯৬৮
- ১৯৬৬
20. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?
- ভারত
- চীন
- রাশিয়া ✓
- যুক্তরাষ্ট্র
21. ‘মহাস্থানগড়’ কোন নদীর তীরে অবস্থিত?
- কপোতাক্ষ
- যমুনা
- পদ্মা
- করতোয়া ✓
22. ৩√৩ এর ৩ ভিত্তিক লগ কত?
- √3
- 2/3
- 3/2
- 3/2 ✓
23. দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪:৫ হলে ক্ষেত্রফলের অনুপাত কত?
- ১৬:২৫ ✓
- ১৬:৫
- ৪:২৫
- ২৫:১৬
24. পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ, ৬ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল—বর্তমান অনুপাত?
- ৪:১ ✓
- ১:৪
- ২:৩
- ৩:২
25. সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত?
- ৩০°
- ৬০° ✓
- ৯০°
- ১৮০°
26. কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b, অতিভুজ c হলে কোনটি সঠিক?
- a² = b² + c²
- b² = c² + a²
- c² = a² + b² ✓
- কোনটিই নয়
27. ২৫৩° কোণকে কি কোণ বলে?
- সূক্ষ্মকোণ
- স্থূলকোণ
- পূরককোণ
- প্রবৃদ্ধ কোণ ✓
28. (3x)° + 3(x)° = কত?
- 1
- 2
- 3
- 8 ✓
29. (a + b), a²−b², a³−b³ এর গ.সা.গু কত?
- 0
- 1 ✓
- a−b
- a+b
30. −4a² + 23a + 6 এর উৎপাদক কোনটি?
- (6−a)(4a−1)
- (a−6)(4a+1)
- (a−b)(4a−1)
- (6−a)(4a+1) ✓
31. এক বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে এর ক্ষেত্রফল কত?
- 24
- 8
- 16 ✓
- 32
32. √2/6 + 2 = কত?
- 3+2
- 3−2
- √3−√2 ✓
- 3+0
33. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
- 4
- 9 ✓
- 12
- 16
34. x + 1/x = 4 হলে X/x² − 3x + 1 এর মান কত?
- 4
- 3
- 2
- 1 ✓
35. log₂64 + log₂8 এর মান কত?
- 2
- 7
- 9 ✓
- 128
36. a³³³ = কত?
- a³
- a¹³³
- a
- 1
37. x² + y² = 18 এবং xy = 7 হলে (x−y)² এর মান কত?
- 8 ✓
- 5
- 6
- 7
38. প্রথম p টি বিজোড় সংখ্যার যোগফল কত?
- p² − 1
- p² ✓
- p² + 1
- কোনটিই নয়
39. একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রি করা হলে বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো—ক্রয়মূল্য কত?
- ৩০০ টাকা ✓
- ৪০০ টাকা
- ৩৫০ টাকা
- ৩৭৫ টাকা
40. ৬x1/4% হার সুদে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হতে কত সময় লাগবে?
- ২ বছর
- ২½ বছর
- ৩ বছর ✓
- ৪ বছর
41. ১৬ জন শ্রমিক ৩ ঘণ্টায় কাজ শেষ করলে ৫ জন শ্রমিকের সময় কত?
- ১৫ ১/৬ ঘণ্টা
- ১৫ ঘণ্টা
- ৭ ৩/৫ ঘণ্টা
- ৯x৩/৫ ঘণ্টা ✓
42. ঘণ্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে?
- x/y ঘণ্টা ✓
- yx ঘণ্টা
- xy ঘণ্টা
- কোনটাই নয়
43. দুই সংখ্যার অনুপাত ৭:৮ এবং ল.সা.গু ২৮০ হলে গ.সা.গু কত?
- 4
- 5 ✓
- 6
- 7
44. ৫ সংখ্যার গড় ৪০; সাথে ৩ সংখ্যা যোগ করলে তাদের গড় ২২—মোট ৮ সংখ্যার গড় কত?
- ৩৩.২
- ৩৩.৫০
- ৩৩.২৫ ✓
- কোনটিই নয়
45. The principal along with his students _____ planting trees for two hours.
- have been
- has been ✓
- is
- are
46. I have applied for the post of a Lecturer _____ English.
- at
- of
- for
- in ✓
47. The synonym of ‘scanty’ is –
- Ample
- Copious
- meagre ✓
- Abundant
48. The right antonym for ‘annihilate’ is –
- destroy
- obliterate
- establish ✓
- extinguish
49. The word ‘permissive’ means –
- Polite
- law-abiding
- liberal ✓
- submissive
50. Select the meaning of the word ‘stagflation’.
- controlled prices
- economic slow down ✓
- a disintegrating government
- cultural dullness
51. Identify the correct sentence –
- He is better and superior than me.
- He is better and superior to me . ✓
- He is better and superior to me.
- He is suprior than and better to me.
52. He ___ to see us if he had been able to do.
- would come
- would have come ✓
- may had come
- would may come
53. The idiom ‘put up with’ means –
- stay together
- tolerate ✓
- keep trust
- protect
54. Price for bicycles can run ___ Tk. 2,000.
- as high as ✓
- so high as
- as high to
- as high for
55. He fathered the plan. Here ‘father’ is –
- a noun
- an adjective
- a verb ✓
- an adverb
56. Choose the correct sentence:
- A few of the three boys got a prize.
- Each of the three boys got a prize. ✓
- Every of the three boys got a prize.
- All of the three boys got a prize.
57. Identify the correct passive form of “He made me laugh.”
- I was made laugh by him
- I was made to laugh by him ✓
- I was made laughing with him.
- I was made laughing by him
58. ‘Call to mind’ means –
- fantasize
- attend
- remember ✓
- request
59. He prohibited me –
- to do it
- do it
- in doing it
- from doing it ✓
60. The right synonym for ‘initiative’ is –
- apathy
- enterprise ✓
- indolence
- activity
61. ‘A rolling stone gathers no moss.’ Here ‘rolling’ is –
- a verb
- an adjective
- a participle ✓
- a gerund
62. Slow and steady ___ the race.
- win
- wins ✓
- has won
- won
63. The verb form of ‘deceit’ is –
- deceitful
- deceitfully
- decisive
- deceive ✓
64. ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল’– সেরা অনুবাদ:
- The authorities blame him.
- The authority took him to task. ✓
- The authorities took him to book.
- The authority gave reins to him.
65. ___ Mount Everest is the highest peak in the Himalayas.
- a
- an
- the
- (no article) ✓
66. Nasim will discuss the issue with Rafiq ___ phone.
- in
- over
- by ✓
- on
67. Choose the correct sentence:
- I have many works to perform.
- I have much works to perform.
- I have much work to perform. ✓
68. মৌলিক শব্দ কোনটি?
- শ্রবণ
- পাঠক
- পরিষ্কার
- কালো ✓
69. “সুন্দর মানুষকে নিজের দিকে টানে”– বাক্যে ‘সুন্দর’ কোন পদ?
- বিশেষ্য ✓
- বিশেষণ
- সর্বনাম
- অব্যয়
70. ‘নীরোগ’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
- নীঃ + রোগ
- নিঃ + রোগ ✓
- নির + য়োগ
71. ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারার অর্থ?
- ষড়যন্ত্র
- সন্দেহজনক আচরণ
- ঢাক জোরে বাজানো
- লুকোচুরি ✓
72. ‘ডাক্তার সাহেবের হাতযশ ভালো’– বাক্যে ‘হাত’ ব্যবহৃত হয়েছে–
- অধিকার অর্থে
- যশ অর্থে
- অভ্যাস অর্থে
- নিপুণতা অর্থে ✓
73. ‘প্রসূন’ শব্দের প্রতিশব্দ–
- ভ্রমর
- পত্র
- ফল
- পুষ্প ✓
74. “I cannot spare an instant”– সঠিক বাংলা অনুবাদ–
- আমার তিলমাত্র সময় নেই ✓
- আমার এক তিল সময় আছে
- আমি এক মূহূর্ত অপব্যয় করতে পারি না
- উপরের কোনোটিই নয়
75. ‘নির্মোক’ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
- পশুর খোলস
- নির্মোহ লোক
- নিমোক রাখার পাত্র
- সাপের খোলস ✓
76. “আমার গানের মালা আমি করব কারে দান।”– বাক্যে ‘কারে’ শব্দটির কারক ও বিভক্তি?
- কৰ্ত্যায় সপ্তমী
- কর্মে সপ্তমী ✓
- করণে সপ্তমী
- অপাদানে সপ্তমী
77. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
- প্রাতিপদিক ✓
- সাধিত শব্দ
- নামপদ
- ক্রিয়াপদ
78. সাধু ও চলিত রীতেতে অভিন্নরূপে ব্যবহৃত হয়–
- অব্যয় পদ ✓
- সম্বোধন পদ
- সর্বনাম পদ
- ক্রিয়া পদ
79. নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
- ধূসর পাণ্ডুলিপি
- কবিতার কথা ✓
- ঝরা পালক
- দুর্দিনের যাত্রী
80. ‘ঙ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো–
- উম্য
- উমো
- ইয়ো
- উয়ো ✓
81. ‘টপ্পা’ কী?
- এক ধরনের গান ✓
- নাচের মুদ্রা
- বাদ্যযন্ত্র
- বিশেষ ধরনের খেলা
82. ‘লালসালু’ উপন্যাসের রচনাকাল কোনটি?
- ১৯৪৩
- ১৯৪৮ ✓
- ১৯৫২
- ১৯৭০
83. কোন বানানটি শুদ্ধ?
- সচ্ছল ✓
- সচ্ছ্বল
- স্বচ্ছল
- স্বচ্ছ্বল
84. ‘শিকার’ শব্দের অর্থ–
- গাছের ফুল
- মেনে নেয়া
- জলকণা ✓
- রাজস্ব
85. রত্ন→রতন হওয়ার সন্ধি সূত্র–
- স্বরভক্তি ✓
- স্বরসঙ্গতি
- অভিশ্রুতি
- অপিনিহিতি
86. ‘মনীষা’ শব্দের বিপরীত শব্দ–
- নির্বোধ ✓
- প্রজ্ঞা
- স্থিরতা
- মনস্বিতা
87. ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?
- চণ্ডীদাস
- জ্ঞানদাস
- বিদ্যাপতি ✓
- গোবিন্দদাস
88. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
- কোলন–ড্যাশ ✓
- ড্যাশ
- কোলন
- সেমিকোলন
89. গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন–
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রামরাম বসু
- রামনারায়ণ তর্করত্ন
- রাজা রামমোহন রায় ✓
90. ‘প্রাকৃত’ শব্দের ভাষাগত অর্থ–
- মূর্খদের ভাষা
- পণ্ডিতদের ভাষা
- জনগণের ভাষা ✓
- লেখকদের ভাষা
91. G7 এর একমাত্র এশীয় দেশ কোনটি?
- চীন
- বার্মা
- ভারত
- জাপান ✓
92. সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?
- আফ্রিকা
- এশিয়া
- মেক্সিকো ✓
- অস্ট্রেলিয়া
93. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
- ইন্টারকম
- ইন্টারনেট ✓
- ই-মেইল
- ইন্টারস্পীড
94. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
- লিরা
- ক্রোনা
- বাথ ✓
- রিংগিত
95. আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7 হলে চিনি শতকরা কত?
- ৩০% ✓
- ৪০%
- ৪২.৮৬%
- ৭০%
96. x − 3 − 0.001 = 0 হলে x² এর মান কত?
- ১১০০
- ১১০
- ১০
- ১০০
97. Which one is a correct sentence?
- Every students are present today.
- Ten kilometers are too far to walk.
- Two-third of the students got degrees.
- All the information is correct. ✓
98. Walk fast lest you ___ miss the bus.
- will
- can
- could
- should ✓
99. ‘Epicurism’ এর যথার্থ পরিভাষা–
- নিয়তিবাদ
- অস্তিত্ববাদ
- ভোগবাদ ✓
- পরিবেশবাদ
100. ‘অনেক’ শব্দটি–
- অলুক তৎপুরুষ
- উপপদ তৎপুরুষ
- নঞ তৎপুরুষ ✓
- নিত্য সমাস
Sponsored
Sponsored