1. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
A. জবাবদিহি
B. মিথস্ক্রিয়া
C. একত্রিত
D. গৌরবিত
2. “বাবা” কোন ভাষা থেকে আগত শব্দ?
A. সংস্কৃত
B. হিন্দি
C. অহমিয়া
D. তুর্কি
3. “Null and Void" এর বাংলা পরিভাষা কোনটি?
A. বাতিল
B. পালাবদল
C. মামুলি
D. নিরপেক্ষ
4. কোনটি শুদ্ধ বানান?
A. স্বায়ত্ত্বশাসন
B. সায়ত্তশাসন
C. সায়ত্ত্বশাসন
D. স্বায়ত্তশাসন
5. “গিন্নি” কোন শ্রেণির শব্দ?
A. দেশি
B. বিদেশী
C. তদ্ভব
D. অর্ধ-তৎসম
6. “শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
A. শ্রৎ+ধা+অ+আ
B. শ্রৎ+ধা+আ
C. শ্র+ধা+আ
D. শ্রু+ধা+আ
7. পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?
A. তৎপুরুষ
B. কর্মধারয়
C. অব্যয়ীভাব
D. বহুব্রীহি
8. “সূর্য” শব্দের সমার্থক শব্দ কোনটি ?
A. অর্ণব
B. অর্ক
C. প্রসূন
D. পল্লব
9. “হ্ম” যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
A. হ্+ম
B. ক্+ম
C. ষ্+ম
D. ম্+হ
10. সদ্যোজাত” শব্দটি কিভাবে গঠিত হয়েছে?
A. সৎ + জাত
B. সদ্যো + জাত
C. সদ্য + জাত
D. সদ্যজ + জাত
11. “ব্যক্ত” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
A. ত্যক্ত
B. গ্রাহ্য
C. দৃঢ়
D. গূঢ়
12. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত слово কোনটি?
A. চামার
B. ধারালো
C. মোড়ক
D. পোষ্টাই
13. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
A. আকাঙ্ক্ষা
B. যোগ্যতা
C. আসক্তি
D. আসত্তি
14. গঠনরীতিতে “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য মূলত—
A. পদাবলি
B. ধামালি
C. গ্রেমগীতি
D. নাটগীতি (নাট্যগীতি)
15. “সন্ধ্যাভাষা” কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
A. চর্যাপদ
B. পদাবলি
C. মঙ্গলকাব্য
D. রোমান্সকাব্য
16. দৌলত উজির বাহরাম খান কোন কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?
A. ফরিদপুর
B. সিলেট
C. কৃষ্ণনগর
D. চট্টগ্রাম
17. “চন্দ্রাবতী” কী?
A. নাটক
B. কাব্য
C. পদাবলী
D. পালাগান
18. বিদ্যাপতি” কোন রাজসভার কবি ছিলেন?
A. রোসাঙ্গ
B. কৃষ্ণনগর
C. বিক্রমপুর
D. মিথিলা
19. Choose the correct sentence?
A. He refrained to take any drastic action
B. He refrained to taking any drastic action
C. He refrained i taking any drastic actions
D. He refrained from taking any drastic action
20. Which word is closest in meaning to "Franchise"?
A. tutility
B. Frankness
C. Privilege
D. superficial
21. "Once in a blue moon" means ---
A. always
B. very rarely
C. nearly
D. hourly
22. "Jecobean Period" of English Literature refers to ---
A. 1558-1603
B. 1625-1649
C. 1603-1625
D. 1649-1660
23. A retired officer lives next door. Here "retired" word is used as a/an :
A. Gerund
B. adverb
C. Preposition
D. participle
24. Choose the appropriate preposition in the blank of the following sentence : Eight men were concerned --- the plot.
A. at
B. with
C. In
D. For
25. Fill in the gap with the right tense : When water --- it turns into ice.
A. will freeze
B. freezes
C. would freeze
D. froze
26. Which one is the correct antonym of "frugal"?
A. Extraordinary
B. Spendthrift
C. economical
D. authentic
27. Choose the meaning of the idiom --- "Take the bull by the horns."
A. To challenge the enemy with courage
B. Force the enemy to submit
C. Out of one's wit
D. Surrender before the enemy
28. Fill in the blank with the correct quantifier. I still have --- money.
A. a few
B. quite a few
C. many
D. a little
29. Select the right compound structure of the sentence : "Though he is poor, he is honest"
A. He is poor and honest
B. As he is poor, he is honest
C. He is poor but honest
D. Since he is poor, he is honest
30. Where do the following lines occur in? "Alone, alone, all, all alone, Alone on a wide,k wide sea ......"
A. The Rime of the Ancient Mariner
B. Kubla khan
C. The Nightingle
D. The Dungeon
31. "For God's sake hold your tongue, and let me love." This line is written by ----
A. Emily Dickinson
B. T.S Eliot
C. Mathew Arnold
D. John Donne
32. Fill in the blank : Tourists ---- their reservations well in advance if they want to fly to Cox's Bazar.
A. better to had get
B. had better to get
C. had better got
D. had better get
33. The sun went down. The "down" word is used here as a/an :
A. Preposition
B. adverb
C. noun
D. conjuction
34. Identify the right passive voice of "It is impossible to do this".
A. Doing this is impossible
B. This is impossible to be done
C. This is must be done
D. This can't be done
35. Of the following authors, who wrote an epic?
A. John Milton
B. Jane Mansfield
C. William Cowper
D. William Shakespeare
36. The literary term "euphemism" means---
A. vague idea
B. in offensive expression
C. a sonnet
D. wise saying
37. Reading is an excellent habit, Here, the "Reading" word is a -----
A. verbal noun
B. Praticiple
C. verb
D. Greund
38. Which one of the following words is an example of a distributive pronoun?
A. such
B. Either
C. that
D. any
39. Who is not a Victorian poet?
A. Mathew Arnold
B. Alexander Pope
C. Robert Browning
D. Alfred Tennyson
40. A speech of too many words is called---
A. a big speech
B. maiden speech
C. An unimportant speeech
D. a verbose speech
41. "Strike while the iron is hot" is an example of ----
A. Noun clause
B. Adjective clause
C. Adverbial clause
D. Subordinate clause
42. The play "The Spanish Tragedy" is written by----
A. Thomas Kyd
B. Christopher Marlowe
C. Shakespeare
D. Ben Jonson
43. Who among the following Indian English writers is a famous novelist?
A. Gayatri Chakravorty Spivak
B. R.K. Narayan
C. Nissim Ezekiel
D. Kamala Das
44. The word "Panegyric" means
A. Criticism
B. elaborate prasie
C. curse
D. high sound
45. Select the correctly spelt word :
A. Heterogeneous
B. hetarogeneous
C. Hetrogeneous
D. hetroganeous
46. Which period is known as "The golden age of English literature ?
A. The Victorian age
B. The Elizabethen age
C. The Restoration age
D. The Eighteenth century
47. Which one in the correct indirect narration? "Why have you beaten my dog"? he said to me.
A. He demanded me why had I beaten his dog
B. He asked me why I have had beaten his dog
C. He enquired me why had I had beaten his dog
D. He demanded of me why I had beaten his dog
48. Who is the author of "Man and Superman"?
A. G.B. Shaw
B. Thomas Hardy
C. Ernest Hemingway
D. Charles Dickens
49. The most famous satirist in English literature is ---
A. Jonathan Swift
B. Alexander Popy
C. Joseph Addison
D. Richard Steel
50. "Among" is a preposition that is used when ----- people are involved.
A. Two
B. more than two
C. two or more than two
D. four only
51. নিচের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
A. আকবর
B. বাবর
C. শাহজাহান
D. হুমায়ুন
52. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের---
A. ফেব্রুয়ারিতে
B. মে মাসে
C. জুলাই মাসে
D. আগস্টে
53. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনবার্সন মন্ত্রী কে ছিলেন?
A. ক্যাপ্টেন এম মনসুর আলী
B. তাজউদ্দীন আহমদ
C. এ. এইচ. এম কামারুজ্জামান
D. খন্দকার মোশতাক আহমদ
54. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
A. দ্বি-জাতি তত্ত্ব
B. সামাজিক চেতনা
C. অসাম্প্রদায়িকতা
D. বাঙ্গালী জাতীয়তাবাদ
55. জুম চাষ হয়---
A. বরিশালে
B. ময়মনসিংহে
C. খাগড়াছড়িতে
D. দিনাজপুরে
56. চাকমা জনগোষ্ঠীর লোকসংখা সর্বাধিক---
A. রাঙ্গামাটি জেলায়
B. খাগড়াছড়ি জেলায়
C. বান্দরবান জেলায়
D. সিলেট জেলায়
57. বাংলাদেশের প্রথম আদমশুমারী হয়----
A. ১৯৭৯ সালে
B. ১৯৭২ সালে
C. ১৯৭৩ সালে
D. ১৯৭৪ সালে
58. বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান----
A. নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
B. অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
C. ক্রমহ্রাসমান
D. অপরিবর্তিত থাকছে
59. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক ----
A. বাংলাদেশ কৃষি ব্যাংক
B. সোনালী ব্যাংক
C. অগ্রণী ব্যাংক
D. রূপালী ব্যাংক
60. বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
A. ধারা ২৬
B. ধারা ২৭
C. ধারা ২৮
D. ধারা ২৯
61. বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে)----
A. 26
B. ২৭
C. 29
D. 30
62. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য---
A. 7.00%
B. ৭.১২%
C. ৭.৩০%
D. ৭.৪০%
63. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল---
A. 5.92%
B. ৬.০%
C. ৬.৪১%
D. ৬.৪৩%
64. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় ----
A. ফার্নেস অয়েল
B. কয়লা
C. প্রাকৃতিক গ্যাস
D. ডিজেল
65. সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল---
A. ৩ বছর
B. ৪ বছর
C. ৫ বছর
D. ৬ বছর
66. কোন ব্যক্তি কোনো এলাকাতেই ভোটার নয়, সংসদ নির্বাচনে----
A. নির্বাচন কমিশনের অনুতিক্রমে প্রার্থী হতে পারবেন
B. আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
C. সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
D. কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
67. কোনটি স্থানীয় সরকার নয়?
A. পৌরসভা
B. পল্লী বিদ্যুৎ
C. সিটি কর্পোরেশন
D. উপজেলা পরিষদ
68. আইন প্রণয়নের ক্ষমতা----
A. আইন মন্ত্রণালয়ের
B. রাষ্ট্রপতির
C. স্পীকারের
D. জাতীয় সংসদের
69. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকারের বাইরে, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করে----
A. রাজনৈতিক দল
B. সুশীল সমাজ
C. বিচার বিভাগ
D. প্রশাসন বিভাগ
70. রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বী শক্তির মাঝখানে অবস্থানকারী দেশকে বলা হয়:
A. স্থলবেষ্টিত রাষ্ট্র
B. নিরপেক্ষ রাষ্ট্র
C. বাফার রাষ্ট্র
D. জিরো সাম্যপূর্ণ রাষ্ট্র
71. পিং পং এর অর্থ হচ্ছে:
A. ভলিবল
B. টেবিল টেনিস
C. বাস্কেটবল
D. লন টেনিস
72. ভারত-চীন-জাপান থেকে সর্বাধিক আমদানি হয়:
A. ভারতে
B. চীন থেকে
C. জাপান থেকে
D. সিঙ্গাপুর থেকে
73. নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?
A. রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
B. শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
C. দক্ষ জনশক্তি তৈরি করা
D. রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
74. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
A. ১৯৯৩
B. ১৯৯৭
C. ১৯৯৯
D. ২০০১
75. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
A. বিকন অন্বেষা
B. ব্র্যাক অন্বেষা
C. নোয়া ১৮
D. নোয়া ১৯
76. বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
A. Permanent Court of Justice
B. International Tribunal for the law of the Sea
C. International Court of Justice
D. Permanent Court of Arbitration
77. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে----
A. ভারতে থেকে
B. চীন থেকে
C. জাপান থেকে
D. সিঙ্গাপুর থেকে
78. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে :
A. দুবাই
B. সিউল
C. কাতার
D. বার্লিন
79. ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে :
A. 5
B. 3
C. ৪
D. 2
80. নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে:
A. নয়া উদারতাবাদ
B. গঠনবাদ
C. বাস্তববাদ
D. নব্য মার্কসবাদ
81. সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস.ডি.আই) এর জনপ্রিয় নাম ছিল :
A. থাড
B. শয়তানের সম্রাজ্যে আক্রমণ
C. তারকা যুদ্ধ
D. ম্যাড
82. ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
A. ১৯৩
B. ১৬৮
C. ১৯৯
D. ১৯৬
83. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় :
A. ১৯৬২ সনে
B. ১৯৮৬ সনে
C. ১৯৭৮ সনে
D. ১৯৮২ সনে
84. গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে :
A. এ্যডি ক্যালভো
B. ডোনাল্ড ডাক
C. রন ব্লম
D. গ্লেন বেক
85. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন :
A. কার্ল মার্কস
B. ফ্লেডরিক এঙ্গেলস
C. ভি. আই. লেনিন
D. মাও সে তুং
86. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় :
A. স্থলবেষ্টিত রাষ্ট্র
B. নিরপেক্ষ রাষ্ট্র
C. বাফার রাষ্ট্র
D. জিরো সাম রাষ্ট্র
87. পিং পং এর অর্থ হচ্ছে :
A. ভলিবল
B. টেবিল টেনিস
C. বাস্কেট বল
D. লন টেনিস
88. বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছে :
A. চীন
B. জাপান
C. ভারত
D. আসিয়ান
89. কোনটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়?
A. আই.এল.ও
B. হু (WHO)
C. ASEAN (আশিয়ান)
D. উপরের সবকটি
90. সার্কের সদর দপ্তর কোথায়?
A. ঢাকা
B. নয়াদিল্লী
C. কলম্বো
D. কাঠমান্ডু
91. ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়েছে?
A. UNO
B. NAM
C. GAT
D. ASEAN
92. নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?
A. প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
B. পরিবেশ সংরক্ষণ
C. মানবাধিকার সংরক্ষণ
D. ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
93. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
A. ভারতীয় জনতা পার্টি
B. কমুনিস্ট পার্টি
C. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
D. বহুজন সমাজ পার্টি
94. "Imperialism, the Highest Stage of Capitalism" বইটি কার লেখা?
A. টমাস হবসন
B. ভি. আই লেনিন
C. কার্ল মার্কস
D. এন্টোনিও গ্রামসি
95. প্রাকৃতিক আইনের উদ্ভব হয় :
A. থমাস হবসন, হুগো ও জন লক-এর লেখনী থেকে
B. ম্যাগনা কার্টা থেকে
C. গ্রিক, খ্রিস্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
D. কনফুসিয়ানিজম থেকে
96. ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
A. মন্ট্রিয়েল প্রটোকল
B. ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
C. IPCC চুক্তি
D. কোনোটিই নয়
97. বাংলাদেশের এফ. সি. ডি. আই প্রকল্পের উদ্দেশ্য:
A. বন্যা নিয়ন্ত্রণ
B. পানি নিষ্কাশন
C. পানি সেচ
D. উপরের তিনটি (ক, খ ও গ)
98. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
A. ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
B. ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
C. উপক্রান্তীয় জলবায়ু
D. আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
99. নিচের কোন জেলাতে প্লাস্টোসিন চত্বরভূমি রয়েছে?
A. চাঁদপুর
B. পিরোজপুর
C. মাদারীপুর
D. গাজীপুর
100. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?
A. সাভানা
B. তুন্দ্রা
C. প্রেইরি
D. সাহেল
Sponsored
Sponsored