Exam

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(P22) – বিগত এমসিকিউ পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

“জাহান্নাম হইতে বিদায়” শওকত ওসমান রচিত একটি–
☐ নাটক
☐ প্রবন্ধ
✓ উপন্যাস
☐ ছোটগল্প

মুনীর চৌধুরী রচিত ‘কেউ কিছু বলতে পারে না’—একটি–
☐ উপন্যাস
☐ গল্প
☐ প্রবন্ধ
✓ অনুবাদ নাটক

কোন বানানটি শুদ্ধ?
☐ তেজস্ক্রীয়তা
☐ তেজষ্ক্রিয়তা
✓ তেজস্ক্রিয়তা
☐ তেজোক্রিয়তা

কোনটি শুদ্ধ বানান?
☐ রৌদ্রকরজ্জল
☐ রৌদ্রকরোজ্বল
✓ রৌদ্রকরজ্জ্বল
☐ রৌদ্রকরোজ্জল

“টাকায় টাকা হয়” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
✓ কর্তায় ৭মী
☐ করণে ৭মী
☐ অপাদানে ৭মী
☐ অধিকরণে ৭মী

“আজকে নগদ কালকে ধার” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
☐ কর্তায় ২য়
☐ কাজে ২য়
☐ অপাদানে ২য়
✓ অধিকরণে ২য়া

‘খাসমহল’ = খাস যে মহল, কোন সমাস?
☐ অব্যয়ীভাব
☐ তৎপুরুষ
✓ কর্মধারয়
☐ বহুব্রীহি

‘তেপান্তর’ = তিন প্রান্তের সমাহার, কোন সমাস?
☐ তৎপুরুষ
☐ কর্মধারয়
✓ দ্বিগু
☐ দ্বন্দ্ব

‘যা দীপ্তি পাচ্ছে’ এক কথায় কী হবে?
☐ সন্দীপন
☐ দীপ্তিমান
☐ আলোকিত
✓ দেদীপ্যমান

“যে বস্তি থেকে উৎখাত হয়েছে” এক কথায় কী হবে?
✓ উদ্বাস্তু
☐ বস্তিহীন
☐ সর্বহারা
☐ কাঙ্গাল

‘দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
☐ দু + লোক
☐ দুল + অক
✓ দিব + লোক
☐ দ্যু + অক

‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
☐ সরোজ
✓ মহীধর
☐ বৈভব
☐ উদক

“নিমগ্ন” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
✓ উদাসীন
☐ জাগরিত
☐ অপকর্ষ
☐ নিষ্টেজ

‘নির্মম’—কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
☐ ইঁদুর কপালে
☐ অন্তর টিপুনী
☐ বিষের পুটুলি
✓ মাছের মা

কোন বানানটি শুদ্ধ?
☐ Mustach
☐ Moustach
✓ Moustache
☐ Mustaehe

He has no control _ himself বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
☐ in
☐ at
✓ over
☐ on

He is callous _ his studies বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
☐ on
✓ to
☐ for
☐in

কোন বাক্যটি শুদ্ধ?
✓ Did he take leave of you?
☐ Did he take your leave?
☐ Did he take leave from you?
☐ Did he take leave off you?

কোনটি ‘Sober’ শব্দের সমার্থক শব্দ?
☐ Informal
✓ Sedate
☐ Ominary
☐ Boisterous

‘Opinion’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
☐ Fact
☐ Misgiving
☐ Knowledge
✓ belief

‘You should keep your promise.’ বাক্যটির Passive form হবে–
✓ Your promise should be kept by you.
☐ Your promise is to be kept by you.
☐ Your promise should keep by you.
☐ Your promise should kept by you.

‘Am I wanted by you?’ বাক্যটির Active form হবে–
☐ Did you want me?
✓ Do you want me?
☐ Are you wanted me?
☐ Have you wanted me?

কোনটি Collective Noun?
☐ Boy
☐ Books
✓ Library
☐ Mouth

‘Slave’ শব্দটির Abstract Noun হবে–
✓ Slavery
☐ Slave
☐ Slaverer
☐ Slaves

Anwar said, “I have done the sum.” বাক্যটির Indirect Speech হবে–
☐ Anwar said that I have done the sum.
☐ Anwar said that I had done the sum.
✓ Anwar said that he had done the sum.
☐ Anwar said that he has done the sum.

He asked me where I had gone the previous day. বাক্যটির Direct Speech হবে–
✓ He said to me, “Where did you go yesterday?”
☐ He asked me, “Where have you gone yesterday?”
☐ He asked me, “Where had you gone previous day?”
☐ He said to me, “Where did you go previous day?”

‘At home’ এর অর্থ–
✓ Familiar with
☐ Try to make a home
☐ One who has lost home
☐ Home made of bricks

একটি কলম ১৯০ টাকায় বিক্রি করাতে ৫% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত?
☐ ১৯৫ টাকা
✓ ২০০ টাকা
☐ ২১০ টাকা
☐ ২২০ টাকা

একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
☐ 70%
☐ 75%
✓ 80%
☐ 85%

দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
☐ ৭ ও ১১
☐ ১০ ও ১৪
✓ ১০ ও ১৬
☐ ১২ ও ১৮

বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদ—আসলে ৪৭৬ টাকা হবে?
✓ ৪%
☐ ৫%
☐ ৬%
☐ ৪১২%

পিতা ও দুই পুত্রের গড় বয়স ২৪ বছর। তিন বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর। পিতার বর্তমান বয়স কত?
☐ ৩২ বছর
☐ ৩৩ বছর
☐ ৩৪ বছর
✓ ৩৬ বছর

নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
☐ ৩/৪
☐ ৫/৯
☐ ৭/১২
☐ ১১/১৮

(০.০১)২ – এর মান কোন ভগ্নাংশটির সমান?
☐ ১/১০
☐ ১/১০০
☐ ১/১০০০০
☐ ১/১০০০০০

যদি (x – 5)(a + x) = x2 – 25 হয়, তবে a- এর মান কত ?
☐ –5
✓ 5
☐ 25
☐ –25

9×2 – 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্ণ হবে?
☐ 25
☐ 36
☐ 49
✓ 16

সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি–
✓ সূক্ষকোণ
☐ স্থূলকোণ
☐ পূরককোণ
☐ সরলকোণ

লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে সময় লাগবে–
☐ ৩১২ ঘন্টা
☐ ৪ ঘন্টা
☐ ৪১২
☐ ৫ ঘন্টা

কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবার তাদের কত দিন চলবে?
✓ ২৫ দিন
☐ ২৪ দিন
☐ ২০ দিন
☐ ২২ দিন

কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে। মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?
✓ ২ জন
☐ ৪ জন
☐ ৬ জন
☐ ৮ জন

দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
✓ লালমনিরহাট
☐ কুড়িগ্রাম
☐ নীলফামারী
☐ পঞ্চগড়

সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?
☐ রায়মঙ্গল
✓ বলেশ্বর
☐ মাতামুহুরী
☐ রূপসা

হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
☐ চট্টগ্রাম
☐ টেকনাফ
✓ কক্সবাজার
☐ বান্দরবান

“আনন্দবিহার” কোথায় অবস্থিত?
☐ ঢাকার মালিবাগে
✓ কুমিল্লার ময়নামতীতে
☐ দিনাজপুরের ফুলবাড়িতে
☐ চট্টগ্রামের রাউজানে

লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?
☐ শায়েস্তা খান
☐ মুর্শিদকুলি খান
☐ সুবাদার ইসলাম খান
✓ যুবরাজ মোহাম্মদ আযম

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন–
✓ বাদশা আকবর
☐ বিজয় সেন
☐ লক্ষ্মণ সেন
☐ ইলিয়াস শাহ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
☐ ১৯৯৮ সালে
☐ ২০০০ সালে
✓ ২০০১ সালে
☐ ২০০২ সালে

সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
✓ মেসোপটেমিয়ায়
☐ পারস্যে
☐ মিশরে
☐ রাশিয়ায়

রক্তশূন্যতা বলতে বুঝায়–
☐ রক্তের পরিমাণ কমে যাওয়া
✓ হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া
☐ রক্তরসের পরিমাণ কমে যাওয়া
☐ অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া

সিস্টোলিক চাপ বলতে বুঝায়–
✓ হৃৎপিণ্ডের সংকোচন চাপ
☐ হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
☐ হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
☐ কোনোটিই নয়

বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?
✓ পাখি
☐ পানি
☐ বাতাস
☐ এর কোনোটিই নয়

নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়?
☐ পটাশ
☐ টিএসপি
✓ ইউরিয়া
☐ এর কোনোটিই নয়

তেল বা চর্বি হচ্ছে এক ধরনের–
☐ অ্যালকোহল
☐ অ্যালডিহাইড
☐ ডিটারজেন্ট
✓ এস্টার

কোনটি অপুষ্পক উদ্ভিদ?
☐ আম
✓ অ্যাগারিকাস
☐ শিমুল
☐ পেয়ারা

কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়?
☐ অক্সিজেন
✓ কার্বন ডাই-অক্সাইড
☐ নাইট্রোজেন
☐ হাইড্রোজেন

নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?
☐ অ্যাথলিটস ফুট
☐ টিটেনাস
☐ দাদ
✓ কুষ্ঠ

উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ঐ উচ্চতায়–
☐ বায়ুর চাপ বেশি
✓ বায়ুর চাপ কম
☐ সূর্য তাপের প্রখরতা বেশি
☐ কোনোটিই নয়

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র–
☐ কোনোটিই নয় ক্রনোমিটার
☐ ওডোমিটার
✓ ট্যাকোমিটার
☐ অলটিমিটার

পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?
☐ ১:১৬
✓ 1:2
☐ 2:1
☐ ১৬:১

কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত?
☐ ২৮
☐ ৩২
☐ ৪০
✓ ৪৪

মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?
✓ ভূ-পৃষ্ঠে
☐ ভূ-কেন্দ্রে
☐ ভূ-পৃষ্ঠ থেকে ৬০০ মিটার উপরে
☐ ভূ-পৃষ্ঠ থেকে ৬০০ মিটার নিচে

পানি বরফে পরিণত হলে কি ঘটবে?
☐ ঘনত্ব বেড়ে যাবে
✓ আয়তন বেড়ে যাবে
☐ ভর কমে যাবে
☐ আয়তনের পরিবর্তন ঘটবে না

২০১২ সালের এশিয়া কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ কত রানে পাকিস্তানের কাছে হারে?
✓ ২ রান
☐ ৩ রান
☐ ৫ রান
☐ ৭ রান

কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
☐ ২ বছর
☐ ৩ বছর
✓ ৪ বছর
☐ ৫ বছর

গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
✓ এশিয়া
☐ উত্তর আফ্রিকা
☐ দক্ষিণ আফ্রিকা
☐ চীন

কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
☐ জর্ডান
✓ ইরাক
☐ কুয়েত
☐ মিশর

হোয়াইট হাউজ যে শহরে অবস্থিত–
☐ নিউইয়র্কে
✓ ওয়াশিংটনে
☐ শিকাগোতে
☐ হনলুলুতে

বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত?
☐ ইতালিতে
☐ পর্তুগালে
✓ স্পেনে
☐ ফ্রান্সে

‘পাবলো পিকাসো’ কে ছিলেন?
✓ চিত্রশিল্পী
☐ সঙ্গীত শিল্পী
☐ দার্শনিক
☐ সাহিত্যিক

আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
☐ হেগ
☐ লন্ডন
✓ জেনেভা
☐ ওয়াশিংটন

বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
☐ বান্দরবান
☐ রাঙামাটি
✓ নারায়ণগঞ্জ
☐ এর কোনোটিই নয়

“এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাঠির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে।” পঙ্ক্তিটি কোন কবির রচনা?
✓ জসীমউদ্দীন
☐ সুফিয়া কামাল
☐ সত্যেন্দ্রনাথ দত্ত
☐ আবদুল কাদির

কোন বানানটি শুদ্ধ?
✓ guillotine
☐ gillotine
☐ Guilotine
☐ Giullotine

কোন বাক্যটি শুদ্ধ?
☐ Anis copied the answer word by word
☐ Anis copied the answer word with @ Library Mouth word
✓ Anis copied the answer word for word
☐ Anis copied the answer word in

দুইটি রাশির অনুপাত ৪:৭। পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?
☐ ২৪
✓ ২৮
☐ ৩০
☐ ৩৫

কোনো ত্রিভূজের তিন কোণের সমদ্বিখণ্ডিকগুলো যে বিন্দুতে মিলিত করে তাকে বলে–
☐ভরকেন্দ্র
☐ পরিকেন্দ্র
✓ অন্তঃকেন্দ্র
☐ লম্ববিন্দু

‘খাসিয়া উপজাতি’ কোন জেলায় অধিক বাস করে?
☐ রাঙ্গামাটি
✓ সিলেট
☐ ময়মনসিংহ
☐ বান্দরবান

নিচের কোনটি যকৃতের রোগ?
☐ কলেরা
☐ টাইফয়েড
✓ জন্ডিস
☐ হাম

কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
☐ লাল
✓ বেগুনি
☐ সবুজ
☐ হলুদ

বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
☐ ২৮ জুন ২০০০
✓ ২৬ জুন ২০০০
☐ 22 জুন 2000
☐ 20 জুন 2000


Sharing Is Caring:          

Leave a Comment