নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ?
A. অবনী
B. সুধাকর
C. সবিতা ✔
D. কলানিধি
“কাননে কুসুম কলি সকলি ফুটিল” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A. কর্মে – সপ্তমী
B. অধিকরণে – সপ্তমী ✔
C. অপাদানে – সপ্তমী
D. করণে – শূন্য
‘সঞ্চিতা’ কোন কবির কাব্যসংকলন?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. সত্যেন্দ্রনাথ দত্ত
C. জসিমউদ্দীন
D. নজরুল ইসলাম ✔
“আলোয় আঁধার দূর হয়” বাক্যে ‘আলোয়’ শব্দটি কোন কারকের উদাহরণ?
A. অপাদান
B. করণ ✔
C. সম্প্রদান
D. অধিকরণ
‘বসন্তকুমারী’ নাটক কার রচনা?
A. সঞ্জীবকুমার চট্টোপাধ্যায়
B. মীর মশাররফ হোসেন ✔
C. সৈয়দ ওয়ালীউল্লাহ
D. শহীদুল্লা কায়সার
নিচের বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
“সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে।”
A. বিশেষণ
B. ক্রিয়া‑বিশেষণ
C. বিশেষ্য ✔
D. সর্বনাম
‘চাক্ষুষ’ এর বিপরীত শব্দ–
A. অদৃশ্য
B. নিরিবিলি
C. নিভন্ত
D. অগোচর ✔
কোনটি শুদ্ধ বানান?
A. সরিসৃপ
B. সরীসৃপ ✔
C. শরীসৃপ
D. শরিসৃপ
নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
A. বীণাপাণি ✔
B. চৌরাস্তা
C. বনস্পতি
D. সিংহাসন
‘পটল তোলা’ এই বাগধারার সঠিক অর্থ কোনটি?
A. পটল গাছ হতে পটল তোলা
B. পরীক্ষায় ফেল করা
C. মারা যাওয়া ✔
D. পটল খাওয়া
নিচের কোন শব্দটি রূপক কর্মধারয় সমাসের একটি উদাহরণ?
A. জলযান
B. মনমাঝি ✔
C. সিংহদ্বার
D. একাদশ
‘যাহা কষ্টে অর্জন করা যায়’ তাকে এক কথায় কী বলে?
A. দুর্জয়
B. অদম্য
C. কষ্টার্জিত ✔
D. পরিশ্রমলব্ধ
কোনটি শুদ্ধ বানান?
A. নির্বিমেষ ✔
B. নির্নিমেষ
C. নির্নিমেশ
সৌম্য এর বিপরীত শব্দ–
A. শান্ত
B. উদ্ধৃত
C. কঠিন
D. উগ্র ✔
সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
A. মাতামুহুরী
B. রায়মঙ্গল ✔
C. পশুর
D. বলেশ্বর
মহানন্দা কোন নদীর উপনদী?
A. কর্ণফুলী
B. পদ্মা ✔
C. মেঘনা
D. যমুনা
যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
A. পদ্মা ✔
B. মেঘনা
C. ব্ৰহ্মপুত্র
D. বঙ্গোপসাগর
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
A. শালবন বিহার
B. আনন্দ বিহার
C. সোমপুর বিহার
D. সীতাকোট বিহার ✔
কোনটি শুদ্ধ বানান?
A. Humourous
B. Humourious
C. Humorous ✔
D. Humorious
“What is the time……..your watch” বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে–
A. with
B. in
C. at
D. by ✔
I said, ‘Do it.’ বাক্যের Indirect Speech হচ্ছে–
A. I ordered to do it. ✔
B. I said to do it.
C. I said that it should be done.
D. I said that let it be done.
কোনটি শুদ্ধ বাক্য?
A. A new cabinet has sworn in Dhaka.
B. A new cabinet has been sworn by in Dhaka.
C. A new cabinet has been sworn in Dhaka.
D. A new cabinet has been sworn in in Dhaka. ✔
“Who will do the work?” বাক্যের Passive Form হচ্ছে–
A. Who will done the work?
B. By whom will the work be done? ✔
C. who will be done the work?
D. Whom will the work be done?
“Some children were helping the wounded man.” বাক্যের Passive Voice হচ্ছে–
A. The wounded man was helped by some children.
B. The wounded man was helping some children.
C. The wounded man was being helped by some children. ✔
D. The wounded man was to be helped by some children.
To read between the lines এর অর্থ হচ্ছে–
A. To read carefully
B. To read carefully to find out any hidden meaning ✔
C. To read only some lines
D. To read quickly to save time
কোনটি শুদ্ধ বাক্য?
A. Why you have done this?
B. Why did you have done this?
C. Why have you done this? ✔
D. Why you had done this?
‘Birds eye view’ এর অর্থ হচ্ছে–
A. Eyes of birds
B. Eyes of a flock of birds
C. A view of the sky
D. A rough idea ✔
‘Incredible’ শব্দটির Synonym হচ্ছে–
A. Unbelieveable ✔
B. Unthinkable
C. unlikely
D. unthinking
Now-a-days many villages are lit … electricity বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
A. by ✔
B. with
C. from
D. on
শুদ্ধ বানান কোনটি?
A. Bureaucrat ✔
B. Buroucrat
C. Burocrat
D. Beaurocrat
কোনটি শুদ্ধ বানান?
A. Mispell
B. Misspell ✔
C. Mispel
‘Heart’ শব্দটির Adjective হচ্ছে–
A. Heart
B. Hearten
C. Heartening ✔
D. Heartful
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
A. করতোয়া ✔
B. মহানন্দা
C. পদ্মা
D. গঙ্গা
বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
A. ১৯৭২ ✔
B. ১৯৭৩
C. ১৯৭৪
D. ১৯৭৫
জাপান পার্ল হারবার আক্রমণ করে–
A. ৭ ডিসেম্বর ১৯৩৯
B. ৭ ডিসেম্বর ১৯৪০
C. ৭ ডিসেম্বর ১৯৪১ ✔
D. ৭ ডিসেম্বর ১৯৪২
ব্যাঙের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে?
A. একটি
B. দুইটি
C. তিনটি ✔
D. চারটি
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
A. ২০ জোড়া
B. ২১ জোড়া
C. ২২ জোড়া
D. ২৩ জোড়া ✔
ভূ-পৃষ্ঠে কোন উপাদান সবচেয়ে কম থাকে?
A. সোডিয়াম ✔
B. অ্যালুমিনিয়াম
C. ক্যালসিয়াম
D. লোহা
কোনটি খরপানিতে উত্তম ফেনা দেয়?
A. টয়লেট সাবান
B. ডিটারজেন্ট ✔
C. লন্ড্রিসাবান
D. তরল সাবান
কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?
A. লাল ✔
B. সবুজ
C. বেগুনি
D. হলুদ
কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
A. ০° সেন্টিগ্রেড
B. ৪° সেন্টিগ্রেড ✔
C. ৬° সেন্টিগ্রেড
D. ৮° সেন্টিগ্রেড
কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?
A. ভুটা
B. নারিকেল
C. গম
D. কাঁঠাল ✔
কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
A. কুমির ✔
B. তিমি
C. হাতি
D. বাদুড়
ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
A. অ্যালুমিনিয়াম ✔
B. তামা
C. দস্তা
D. পারদ
ব্যাঙের ছাতা কোন শ্রেণির উদ্ভিদ?
A. ব্যাকটেরিয়া
B. শৈবাল
C. ছত্রাক ✔
D. কোনোটিই নয়
টিউমার সংক্রান্ত চর্চাকে বলে–
A. টিউমারোলজি
B. অঙ্কোলজি ✔
C. সাইটোলজি
D. একোলজি
মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?
A. ভাইকিং ✔
B. এপোলা
C. সরুজ
D. ভায়েজ
কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?
A. ৩ বছর
B. ৪ বছর ✔
C. ৫ বছর
D. ৬ বছর
বিশ্বকাপ ফুটবলে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে–
A. জার্মানি ✔
B. ইতালি
C. আর্জেন্টিনা
D. ব্রাজিল
কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
A. উত্তর আমেরিকা
B. দক্ষিণ আমেরিকা ✔
C. ইউরোপ
D. আফ্রিকা
বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে?
A. ১৯৮৩
B. ১৯৮৫ ✔
C. ১৯৮৬
D. ১৯৮৮
আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
A. ফেনী নদী
B. সাঙ্গু নদী ✔
C. কর্ণফুলি নদী
D. নাফ নদী
প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল–
A. সিউলে
B. নয়াদিল্লিতে ✔
C. ম্যানিলায়
D. কুয়ালালামপুরে
বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?
A. বৈলাম ✔
B. ইউক্যালিপটাস
C. অর্জুন
D. মেহগনি
বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A. কেওকারাডং
B. লুসাই
C. আরাকান
D. এর কোনোটিই নয় ✔
কোনটি ভূকম্পন পরিমাপের যন্ত্র?
A. হাইড্রোফোন
B. আইসোফোন
C. ডিকটোফোন
D. সিসমোগ্রাফ ✔
দুটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফলের ১১ গুণ। সংখ্যা দুটি কত?
A. ২০, ৫৭
B. ১৯, ৫৬
C. ১৮৫, ২২২ ✔
D. ১৭০, ২০৭
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা:তামার এর পরিমাণ ৩:১। কি পরিমাণ সোনা যোগ করলে অনুপাত হবে ৪:১?
A. ৮ গ্রাম
B. ৬ গ্রাম
C. ৫ গ্রাম
D. ৪ গ্রাম ✔
দুই সমকোণ থেকে বড়, কিন্তু চার সমকোণ থেকে ছোট, সে ধরনের কোণের নাম কি?
A. সূক্ষ্মকোণ
B. স্থূলকোণ
C. সম্পূরক কোণ
D. প্রবৃদ্ধ কোণ ✔
0.0001 এর বর্গমূল কত?
A. 0.1
B. 0.01 ✔
C. 0.001
D. 1
দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কত দিনে করতে পারবে?
A. ২৪ দিনে ✔
B. ২২ দিনে
C. ২০ দিনে
D. ১৮ দিনে
১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট ৬ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কি.মি./ঘণ্টায় কত?
A. ৭২ ✔
B. ৪৮
C. ৩৬
D. ৯৬
৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৮ জন কত দিনে সম্পন্ন করবে?
A. ১৮ দিনে
B. ৩০ দিনে ✔
C. ৩৬ দিনে
D. ৯৮ দিনে
পিতা ও ২ পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই ১ ঘণ্টা = (৬০ x ৬০) সেকেন্ড = ৩৬০০ সেকেন্ড পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত?
A. ২০ বছর
B. ৪০ বছর
C. ৫০ বছর ✔
D. ৬০ বছর
a=2, b=3 হলে 2a + 4b এর সাথে 2a² + a – b যোগ করলে যোগফল কত হবে?
A. ১৫
B. ১৭
C. ১৯
D. ২৩ ✔
চালের দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন চালের খরচ অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতভাগ (শতকরা) কত কমালেন?
A. ১৬
B. ১৮
C. ২০ ✔
D. ২৫
৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় ৩৯ টাকা করা হয় এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত হবে?
A. ৭২ টাকা ✔
B. ৬২ টাকা
C. ৬০ টাকা
D. ৭৫ টাকা
দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ১:৩। এদের ক্ষেত্রফলের অনুপাত কত?
A. ১:২৭
B. ১:৯ ✔
C. ১:১২
D. ১:১৮
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে, তার অতিভুজের মান কত?
A. ৭ সে.মি.
B. ৫ সে.মি. ✔
C. ৬ সে.মি.
D. ৮ সে.মি.
কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
A. ৭৭৫ জন
B. ৬৫০ জন
C. ৫০০ জন ✔
D. ৩৭৫ জন
‘আবদুল্লাহ’ উপন্যাসের লেখক কে?
A. কাজী ইমদাদুল হক ✔
B. মীর মশাররফ হোসেন
C. ইসমাইল হোসেন সিরাজী
D. মোজাম্মেল হক
বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?
A. কর্কট রেখা ✔
B. মকর রেখা
C. বিষুব রেখা
D. দ্রাঘিমা রেখা
‘Franchise’ শব্দটির Synonym হচ্ছে–
A. Utility
B. Privilege ✔
C. French
D. Frankness
ষাটগম্বুজ মসজিদটির নির্মাতা কে?
A. খান জাহান আলী ✔
B. ইঁসা খা
C. শায়েস্তা খান
D. যুবরাজ মোহাম্মদ আযম
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
A. হাম
B. ডিপথেরিয়া ✔
C. এইডস
D. জন্ডিস (হেপাটাইটিস)
বিলিরুবিন তৈরি হয়–
A. কিডনিতে
B. পিওথলিতে
C. প্লিহায়
D. যকৃতের ✔
টেস্ট ক্রিকেটের সদস্য হিসাবে বাংলাদেশের অবস্থান কত?
A. সপ্তম
B. অষ্টম
C. নবম
D. দশম ✔
সিরডাপ (CIRDAP)-এর সদর দপ্তর কোথায়?
A. দিল্লি
B. ইসলামাবাদ
C. ঢাকা ✔
D. পোল্যান্ড
বৈদ্যুতিক ক্ষমতার একক–
A. জুল
B. ওয়াট ✔
C. নিউটন
D. ক্যালরি
দুটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল.সা.গু. ১০৫ হলে গ.সা.গু. কত?
A. ১৪
B. ৩ ✔
C. ১২
D. ৬