Exam

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(P25) – বিগত এমসিকিউ পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

১. ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
ক) ১২ টাকা
খ) ৯ টাকা
গ) ১০ টাকা
ঘ) ১১ টাকা ✓

২. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, … ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক) ১০১ ✓
খ) ১০৫
গ) ১৫০
ঘ) ৭৫

৩. রেল লাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কী.মি. বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?
ক) ১৪ সেকেন্ড
খ) ১৩ সেকেন্ড
গ) ১২ সেকেন্ড ✓
ঘ) ১১ সেকেন্ড

৪. লুপ্ত পদ নির্ণয় করুনঃ ১২ : ১৬ :: …… : ২০।
ক) ১৮
খ) ১৫ ✓
গ) ২২
ঘ) ১০

৫. চালের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
ক) ২০% ✓
খ) ২১%
গ) ৩০%
ঘ) ৩১%

৬. এক ব্যক্তি ঘণ্টায় ৫ কী.মি. বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কী.মি. বেগে ফিরে আসলে যাতায়াতের গড় গতিসীমা কত?
ক) ৪১৫ কী.মি.
খ) ২ কী.মি.
গ) ৩৩৪ কী.মি.
ঘ) ৪ কী.মি. ✓

৭. কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর গড় বয়স ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় গড় বয়স ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর গড় বয়স কত?
ক) ১১ বছর
খ) ৯ বছর
গ) ১০ বছর ✓
ঘ) ৮ বছর

৮. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?
ক) ২ ঘন্টায়
খ) ৪ ঘন্টায়
গ) ৫ ঘন্টায়
ঘ) ৬ ঘন্টায় ✓

৯. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর বাদে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হবে। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক) ৪৫ বছর, ৯ বছর ✓
খ) ২৫ বছর, ৫ বছর
গ) ৩৫ বছর, ৭ বছর
ঘ) ৫০ বছর, ১০ বছর

১০. “যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন” — এটি কার উক্তি?
ক) মুসোলিনী
খ) হিটলার ✓
গ) সালজার
ঘ) ফ্রাঙ্কো

১১. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৯
খ) ১৯৪৮
গ) ১৯৪২
ঘ) ১৯৪৫ ✓

১২. ‘সার্ক’ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৭৫
খ) ১৯৮৫ ✓
গ) ১৯৮৭
ঘ) ১৯৯০

১৩. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক) ১৯০৫
খ) ১৯১১
গ) ১৯৩৫
ঘ) ১৯২১ ✓

১৪. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক) এগার (১১) ✓
খ) দশ (১০)
গ) আট (৮)
ঘ) পনের (১৫)

১৫. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক) আটলান্টিক ও ভূমধ্যসাগর
খ) প্রশান্ত ও উত্তর মহাসাগর
গ) ভারত ও প্রশান্ত মহাসাগর
ঘ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর ✓

১৬. কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
ক) ইসলাম খান
খ) রাজা মানসিং
গ) শায়েস্তা খান ✓
ঘ) মীর জুমলা

১৭. পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
ক) ধর্মপাল ✓
খ) রামপাল
গ) চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ) আমিশর

১৮. প্লবতা বেশি—
ক) পুকুরের পানির
খ) নদীর পানির
গ) সমুদ্রের পানির ✓
ঘ) সুইমিং পুলের পানির

১৯. রেডিওঅ্যাকটিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র—
ক) গাইগার–মুলার কাউন্টার ✓
খ) ম্যানোমিটার
গ) ক্রনোমিটার
ঘ) ওডোমিটার

২০. বিদ্যুৎ পরিবাহকের রোধের একক—
ক) ওয়াট
খ) কুলম্ব
গ) অ্যাম্পিয়ার
ঘ) ওহম ✓

২১. দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ—
ক) নীল
খ) সবুজ
গ) লাল ✓
ঘ) বেগুনী

২২. কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি—
ক) কমে
খ) বাড়ে ✓
গ) অপরিবর্তিত
ঘ) অনিয়মিত হয়

২৩. কাজের একক—
ক) ওয়াট
খ) নিউটন
গ) জুল/সেকেন্ড
ঘ) জুল ✓

২৪. আলোর বর্ণ নির্ধারণ করে তার—
ক) গতিবেগ
খ) বিস্তার
গ) তরঙ্গদৈর্ঘ্য ✓
ঘ) কোনোটিই নয়

২৫. একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?
ক) কমবে
খ) বাড়বে
গ) শূন্য হবে
ঘ) পরিবর্তন হবে না ✓

২৬. মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয়, কারণ—
ক) বায়ুমণ্ডলীয় চাপ কম থাকায়
খ) বায়ুমণ্ডলীয় ঘনত্ব বেড়ে যাওয়ায়
গ) বায়ুমণ্ডলে বেশি পরিমাণ ধূলিকণা থাকায়
ঘ) মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণ বাধা দেয় ✓

২৭. দুটি পরস্পর ছেদী বৃত্তের কতটি সাধারণ স্পর্শক আঁকা যায়?
ক) ১টি
খ) ২টি ✓
গ) ৩টি
ঘ) ৪টি

২৮. x+y^2 – x^2 – y^2 =কত?
ক) xy
খ) 2xy
গ) 3xy
ঘ) 4xy

২৯. a+b=cহলে a^3+b^3+3abc= কত?
ক) a^3
খ) b^3
গ) c^3
ঘ) 0

৩০. “Let the book be read by you” বাক্যের Active form হচ্ছে—
ক) Read the book ✓
খ) You are to read book
গ) Let read the book by you
ঘ) Let the book be reading by you

৩১. “Similar” শব্দটির Antonym হচ্ছে—
ক) like
খ) uniform
গ) akin
ঘ) different ✓

৩২. “Mystery” শব্দটির Synonym হচ্ছে—
ক) Clue
খ) Answer
গ) Enigma ✓
ঘ) Solution

৩৩. নিচের কোনটি শুদ্ধ বানান?
ক) Acquisence
খ) Acquissence
গ) Acquiescence ✓
ঘ) Aquicence

৩৪. নিচের কোনটি শুদ্ধ বানান?
ক) Grievance ✓
খ) Grieveance
গ) Griveance
ঘ) Greiveancece

৩৫. ‘Passion’ শব্দটির Adjective হচ্ছে—
ক) Passionful
খ) Pastoral
গ) Emotion
ঘ) Passionate ✓

৩৬. Slow and steady … the race. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
ক) has won
খ) won
গ) wins ✓
ঘ) win

৩৭. You are not amenable … reason. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
ক) into
খ) to ✓
গ) from
ঘ) of

৩৮. “Tenable” শব্দটির অর্থ হচ্ছে—
ক) Defensible ✓
খ) Durable
গ) Real
ঘ) Worthwhile

৩৯. “To apprise” এর অর্থ হচ্ছে—
ক) review
খ) remind
গ) dissemble
ঘ) inform ✓

৪০. “She fans herself” বাক্যের Passive form হচ্ছে—
ক) She was fanned by herself.
খ) She is fanned herself.
গ) She is fanned by herself. ✓
ঘ) She was fanned herself.

৪১. নিচের কোনটি শুদ্ধ বাক্য?
ক) They are digging the canal for a week.
খ) They had dug the canal for a week.
গ) They dig the canal for week.
ঘ) They have been digging the canal for a week. ✓

৪২. নিচের কোনটি শুদ্ধ বাক্য?
ক) I have finished read the book.
খ) I have finished reading the book. ✓
গ) I finished reading the book.
ঘ) I have been finished reading the book.

৪৩. “একাদশে বৃহস্পতি” এর অর্থ কি?
ক) সৌভাগ্যের বিষয় ✓
খ) আশার কথা
গ) মজা পাওয়া
ঘ) আনন্দের বিষয়

৪৪. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক) ণিজন্ত
খ) অহরহ
গ) বিদ্যালয় ✓
ঘ) দুঃশ্চিন্তা

৪৫. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক) পূর্বপদ
খ) দক্ষিণ পদ
গ) পরপদ ✓
ঘ) উত্তর পদ

৪৬. ‘অনুগ্রহ’ এর বিপরীতার্থক শব্দ—
ক) প্রতিগ্রহ
খ) বিগ্রহ
গ) নিগ্রহ ✓
ঘ) দয়া

৪৭. “কিরণ” এর সমার্থক শব্দ নয়—
ক) রবি ✓
খ) রশ্মি
গ) প্রভা
ঘ) কর

৪৮. “রেখো মা দাসেরে মনে।” বাক্যে ‘মনে’ শব্দটি কোন কারকে, কোন বিভক্তি?
ক) করণে ২য়া
খ) কর্মে ২য়া ✓
গ) অপাদানে ৩য়া
ঘ) অধিকরণে ২য়া

৪৯. “আজকে নগদ কালকে ধার” বাক্যে ‘কালকে’ শব্দটি কোন কারকে, কোন বিভক্তি?
ক) কর্মে ৭মী
খ) সম্প্রদানে ২য়া
গ) অপাদানে ৩য়া
ঘ) অধিকরণে ২য়া ✓

৫০. কোনটি শুদ্ধ বানান?
ক) পঙ্কিল ✓
খ) পঙ্কীল
গ) পংকিল
ঘ) পংকীল

৫১. কোনটি শুদ্ধ বানান?
ক) সদ্যজাত
খ) সদ্দোজাত
গ) সদ্যোজাত ✓
ঘ) সদ্ব্যজাত

৫২. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটি কে রচনা করেছেন?
ক) সত্যেন সেন
খ) আলাউদ্দিন আল আজাদ ✓
গ) আবুল ফজল
ঘ) অচিন্ত্য কুমার সেন গুপ্ত

৫৩. ‘জুলেখার মন’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক) মোহাম্মদ মাহফুজউল্লাহ ✓
খ) সমর সেন
গ) রজনীকান্ত সেন
ঘ) জাহানারা আরজু

৫৪. “সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?”
ক) পূর্বপদ
খ) দক্ষিণ পদ
গ) পরপদ ✓
ঘ) উত্তর পদ

৫৫. ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে—
ক) কুমেরু বিন্দুতে
খ) সুমেরু বিন্দুতে ✓
গ) অক্ষরেখায়
ঘ) কোনটিই নয়

৫৬. বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি—
ক) প্রশান্ত মহাসাগর ✓
খ) আটলান্টিক মহাসাগর
গ) ভারত মহাসাগর
ঘ) দক্ষিণ মহাসাগর

৫৭. সূর্যের নিকটতম গ্রহ—
ক) পৃথিবী
খ) শনি
গ) বুধ ✓
ঘ) বৃহস্পতি

৫৮. পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?
ক) নিরক্ষীয় অঞ্চলে ✓
খ) শীতপ্রধান অঞ্চলে
গ) নাতিশীতোষ্ণ অঞ্চলে
ঘ) মেরু অঞ্চল

৫৯. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি—
ক) তিনগুণ
খ) দ্বিগুণ ✓
গ) চারগুণ
ঘ) দশগুণ

৬০. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কী বলে?
ক) মৌসুমী বায়ু
খ) আয়ন বায়ু
গ) নিয়ত বায়ু ✓
ঘ) প্রত্যায়ন বায়ু

৬১. সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ—
ক) মিয়ানমারের পোপা
খ) লিপারী দ্বীপের ট্রম্বলি
গ) ইতালির ভিসুভিয়াস
ঘ) জাপানের ফুজিয়ামা ✓

৬২. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল—
ক) সাজি মাটি
খ) জিপসাম
গ) বালি ✓
ঘ) চুনাপাথর

৬৩. সংকর ধাতু পিতলের উপাদান হল—
ক) তামা ও দস্তা ✓
খ) তামা ও সীসা
গ) তামা ও টিন
ঘ) তামা ও নিকেল

৬৪. ভূ-পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ—
ক) ৭.৬ সে.মি.
খ) ৭৬ সে.মি. ✓
গ) ৭৬০ সে.মি.
ঘ) ৭২ সে.মি.

৬৫. কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
ক) পাথরকুচি
খ) ফণি-মনসা ✓
গ) ফার্ন
ঘ) আদা

৬৬. ধানের বাদামী রোগ হয়—
ক) ভাইরাস দ্বারা
খ) ব্যাক্টেরিয়া দ্বারা
গ) ব্যাক্টেরিওফেজ দ্বারা
ঘ) ছত্রাক দ্বারা ✓

৬৭. দুধের দাঁতের সংখ্যা—
ক) ২০টি ✓
খ) ২৪টি
গ) ২৮টি
ঘ) ১৬টি

৬৮. মানুষের রক্তে কত ধরনের রক্তকণিকা আছে?
ক) ৪ প্রকার
খ) ২ প্রকার
গ) ৩ প্রকার ✓
ঘ) ৫ প্রকার

৬৯. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
ক) শীতলক্ষ্যা
খ) ধরলা
গ) বংশী
ঘ) বুড়িগঙ্গা ✓

৭০. ০.০১ × ০.০২ = কত?
ক) ০.০০২
খ) ০.০০০২ ✓
গ) ০.০০০০২
ঘ) ০.০২

৭১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
ক) চার নম্বর সেক্টর
খ) তিন নম্বর সেক্টর
গ) দুই নম্বর সেক্টর ✓
ঘ) এক নম্বর সেক্টর

৭২. সূর্যে শক্তি উৎপন্ন হয়—
ক) তেজস্ক্রিয়তার ফলে
খ) পরমাণুর ফিশন পদ্ধতিতে
গ) তাপ উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ায়
ঘ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে ✓

৭৩. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি—
ক) ১৮০°
খ) ২৭০°
গ) ৩৬০° ✓
ঘ) ৫৪০°

৭৪. The teacher said, “I shall not teach him English.” বাক্যের Indirect Speech হচ্ছে—
ক) The teacher said he would not teach him English.
খ) The teacher said that he would not teach him English. ✓
গ) The teacher said that he will not teach him English.
ঘ) The teacher said that he would not taught him English.

৭৫. ‘Refuse’ শব্দটির Noun হচ্ছে—
ক) Refusal ✓
খ) Refusement
গ) Refuse
ঘ) Refusing

৭৬. ‘কৌশলে কার্যোদ্ধার’ কোনটির অর্থ?
ক) গাছে তুলে মই কাড়া
খ) এক ক্ষুরে মাথা মোড়ানো
গ) ধরি মাছ না ছুঁই পানি ✓
ঘ) আকাশের চাঁদ হাতে পাওয়া

৭৭. ‘ছোটদের অভিনয় নাটক’টি কার রচনা?
ক) সেলিম আল দীন
খ) আলাউদ্দিন আল আজাদ
গ) জিয়া হায়দার
ঘ) আবুল কামাল আবদুল ওহাব ✓

৭৮. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ—
ক) বৃহস্পতি
খ) পৃথিবী
গ) শনি ✓
ঘ) বুধ

৭৯. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
ক) রাজশাহী
খ) বগুড়া ✓
গ) পাবনা
ঘ) সিরাজগঞ্জ

৮০. নেপালের পার্লামেন্টের নাম কি?
ক) সিনেট
খ) পঞ্চায়েত
গ) কংগ্রেস
ঘ) মজলিশ


Sharing Is Caring:          

Leave a Comment