পড়াশোনা মোড
বাংলা (১৮ তম বিসিএস)
BCS • 20 টি প্রশ্ন
প্রশ্ন 01
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
1) ১১টি
2) ৯টি
3) ১০টি
4) ৮টি
প্রশ্ন 02
'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'- এটা কোন ধরনের বাক্য?
1) যৌগিক বাক্য
2) সাধারণ বাক্য
3) মিশ্র বাক্য
4) সরল বাক্য
প্রশ্ন 03
'একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?
1) আশার কথা
2) সৌভাগ্যের বিষয়
3) মজা পাওয়া
4) আনন্দের বিষয়
প্রশ্ন 04
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
1) সাহেব
2) বেয়াই
3) সঙ্গী
4) কবিরাজ
প্রশ্ন 05
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
1) কবিতার পংক্তিতে
2) গানের কলিতে
3) গল্পের কলিতে
4) নাটকের সংলাপে
প্রশ্ন 06
দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
1) ননদ
2) প্রিয়া
3) শিষ্যা
4) আয়া
Sponsored
প্রশ্ন 07
কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
1) তুই বাড়ি যা
2) ক্ষমা করা ঘোর অপরাধ
3) কাল একবার এসো
4) দূর হও
প্রশ্ন 08
ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
1) আন
2) আই
3) আল
4) আয়
প্রশ্ন 09
বচন অর্থ কি?
1) সংখ্যার ধারণা
2) গণনার ধারণা
3) ক্রমের ধারণা
4) পরিমাপের ধারণা
প্রশ্ন 10
'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণির অব্যয়?
1) সমন্বয়ী
2) অনন্বয়ী
3) পদান্বয়ী
4) অনুকার
প্রশ্ন 11
'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
1) দুল্ + না
2) দোল্ + না
3) দোল্ + অনা
4) দোলনা + আ
প্রশ্ন 12
'কৌশলে কার্যোদ্ধার'- কোনটির অর্থ?
1) গাছে তুলে মই কাড়া
2) এক ক্ষুরে মাথা মোড়ানো
3) ধরি মাছ না ছুঁই পানি
4) আকাশের চাঁদ হাতে পাওয়া
Sponsored
প্রশ্ন 13
কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
1) বৃন্দ
2) কুল
3) বর্গ
4) গ্রাম
প্রশ্ন 14
বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
1) শব্দ
2) বর্ণ
3) ধ্বনি
4) চিহ্ন
প্রশ্ন 15
কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
1) শেষের কবিতা
2) দোলন-চাঁপা
3) সোনার তরী
4) মানসী
প্রশ্ন 16
কাজী ইমদাদুল হক এর 'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কি?
1) চাষী জীবনের করুণ চিত্র
2) কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
3) তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
4) মুসলিম জমিদার শ্রেণির জীবন কাহিনী
প্রশ্ন 17
'সততা সর্বোৎকৃষ্ট পন্থা'- কোনটির অনুবাদ?
1) Honesty is the best virtue.
2) Honesty is the better way.
3) Honesty is a good way.
4) Honensty is the best policy.
প্রশ্ন 18
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের রচয়িতা কে?
1) কবির চৌধুরী
2) মুনীর চৌধুরী
3) সৈয়দ শামসুল হক
4) মুনতাসীর মামুন
Sponsored
প্রশ্ন 19
কোন বানানটি শুদ্ধ?
1) সমীচীন
2) সমিচীন
3) সমীচিন
4) সমিচিন
প্রশ্ন 20
'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
1) রূপতত্ত্ব
2) ধ্বনিতত্ত্ব
3) পদক্রম
4) বাক্য প্রকরণ
Sponsored
ভুল সংশোধন রিপোর্ট
নিচে সঠিক প্রশ্ন ও অপশনগুলো লিখে সাবমিট করুন।