নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ২০১৬
১। ম্যালেরিয়া জীবাণু বহনকারী মশার নাম—
(ক) এডিস
✓ (খ) এনােফিলিস
(গ) কিউলেক্স
(ঘ) ম্যানসােনাইড
২। জন্ম নিয়ন্ত্রণে হরমােন—
(ক) Safe period
✓ (খ) OCP (Oral Contraceptive Pill)
(গ) Condom
(ঘ) কপার-টি
৩। ফুসফুসের আবরণকে বলা হয়—
(ক) Pericardium
(খ) Peritoneum
✓ (গ) Pleura
(ঘ) Periosteum
৪। Common bacterial disease___
✓ (ক) Dy sentry
(খ) Influenzao
(গ) Dengue
(ঘ) Malaria
৫। স্বাস্থ্য উন্নয়নমূলক কর্মকাণ্ডসমূহ___
(ক) টিকাদান
✓ (খ) স্বাস্থ্য শিক্ষা
(গ) চিকিৎসা
(ঘ) রােগ প্রতিষেধক ব্যবস্থা
৬। মাহটোটিক ডিভিশন হয়—
✓ (ক) সােমাটিক সেল এ
(খ) নিওরােন এ
(গ) লেট স্টেজ অব sex cell এ
(ঘ) cardiac muscle
৭। মানুষের দেহে হাড়ের সংখ্যা ___
(ক) ১০৬
✓ (খ) ২০৬
(গ) ৩০৬
(ঘ) ৪০৬
৮। Data সংগ্রহের পদ্ধতিসমূহ?
✓ (ক) সাক্ষাৎকার
(খ) টেবিল (Table)
(গ) Bar Diagram
(ঘ) Map Diagram
৯। রক্ত সংগ্রহের জন্যে পছন্দসই শিরা___
(ক) Cephalic vein
(খ) Carotid vein
✓ (গ) Median cub-ital vein
(ঘ) Axillary vein
১০। সাধারণত রােগীর pulse palpate পরীক্ষা করার জন্য ধমনী—
(ক) Ulnar artery
✓ (খ) Radial artery
(গ) Iliac artery
(ঘ) External carotid artery
১১। স্বাস্থ্যের রুগ্নতার (morbidity) সূচক?
(ক) মাতৃমৃত্যুর হার
(খ) নবজাতক মৃত্যুর হার
✓ (গ) ইনসিডেন্স হার
(ঘ) গড় আয়ু
১২। Vital Statistics এর পর্যায় হলাে—
(ক) রুগ্নতা বা অসুস্থতা
(খ) মৃত্যু
(গ) হাসপাতালের পরিসংখ্যান
✓ (ঘ) স্বাস্থ্য পরিসংখ্যান
১৩। প্রাথমিক প্রতিরােধ বলতে বুঝায়__
✓ (ক) স্বাস্থ্যের উন্নয়ন
(খ) প্রাথমিক পর্যায়ে রােগের কারণসমূহ হতে
(গ) পর্যাপ্ত চিকিৎসা
(ঘ) পুনর্বাসন
১৪। মৃত্যুর সূচক ___
(ক) ইনসিডেন্স এর হার
(খ) প্রিভিলেন্সের হার
✓ (গ) ক্রড ডেথ রেট
(ঘ) অক্ষমতা সীমিতকরণ এর হার
১৫। অসংক্রামক ব্যাধি___
(ক) যক্ষ্মা
(খ) নিউমােনিয়া
✓ (গ) উচ্চ রক্তচাপ
(ঘ) আমাশয়
১৬। কোনটিতে Acute heart failure হতে পারে না___
(ক) Rh. fever
✓ (খ) Myxodema
(গ) Myo. Infarction
(ঘ) Acute nephritis
১৭। নিচের রিপাের্টটিতে কোনটি metabolic disorder___
(ক) PH ↓ PCO2 ↓
(খ) PH ↑ PCO2 ↑
(গ) PCO2 ↑ PH ↓
(ঘ) PH CO2 ↓ PH ↑
✓ সঠিক উত্তর: (গ)
১৮। HIV ছড়ায়—
✓ (ক) যৌন মিলন
(খ) Droplet infection
(গ) অনিরাপদ পানি পান
(ঘ) খাদ্যের মাধ্যমে
১৯। গর্ভাবস্থার লক্ষণ___
(ক) Pelvic infection
✓ (খ) মাসিক বন্ধ থাকা
(গ) ডিসমেনােরিয়া
(ঘ) যােনিপথে স্রাব
২০। প্রসব পরবর্তী জটিলতা___
(ক) অপুষ্টি
✓ (খ) পিউরপেরাল sepsis
(গ) চোখে ঝাপসা দেখা
(ঘ) stroke
২১। আদমশুমারি অনুষ্ঠিত হয় প্রতি___
(ক) ৫ বছর পর
(খ) ৮ বছর পর
✓ (গ) ১০ বছর পর
(ঘ) ১২ বছর পর
২২। জন্মের পর হতে সন্তানকে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানাে উচিত___
(ক) ৩ মাস পর্যন্ত
✓ (খ) ৬ মাস পর্যন্ত
(গ) ৯ মাস পর্যন্ত তিন
(ঘ) ১ বছর পর্যন্ত
২৩। পানিবাহিত রােগ—
(ক) গলগণ্ড
(খ) হেপাটাইটিস A
(গ) কালাজ্বর
✓ (ঘ) টাইফয়েড
২৪। Hospital Waste ধ্বংসের পদ্ধতি___
(ক) Dumping sa
(খ) Sanitary land filling
(গ) Composting
✓ (ঘ) Incineration
২৫। Data প্রদর্শনের উপায়সমূহ___
✓ (ক) Bar Diagram
(খ) Histogram
(গ) Line Chart
(ঘ) Frequency পলিগন
২৬। আর্থ-সামাজিক উপাত্ত নিম্নরূপ___
(ক) বয়স
✓ (খ) পেশা
(গ) গজাতীয়তা
(ঘ) লিঙ্গ (Sex)
২৭। Vit C এর অভাবে ___
(ক) বেরিবেরি
✓ (খ) স্কার্ভি
(গ) রিকেটস
(ঘ) পেলেগ্রা
২৮। Acid base balance বৃক্কের কোন অংশের কাজ?
✓ (ক) Proximal tubule
(খ) Loop of Henle
(গ) Distal tubule
(ঘ) Collecting tubule
২৯। Ectopic Pregnancy-তে কোন তথ্যটি ভুল
(ক) সাধারণত Ovary-তে হয়
(খ) Haemoperitoneum হতে পারে না
✓ (গ) Ch. Salpingitis একত্রে থাকতে পারে
(ঘ) Uterus এর বাইরে যে কোন জায়গায় হতে পারে
৩০। পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid-এর সংখ্যা___
(ক) ২২টি
✓ (খ) ২০টি
(গ) ৮টি
(ঘ) ১০টি
৩১। Vit A এর অভাবে___
✓ (ক) রাতকানা
(খ) এনিমিয়া
(গ) মানসিক হতাশা
(ঘ) ক্ষুধামন্দা
৩২। Tongue হলাে—
(ক) Muscular Organ
(খ) Glandular Organ
✓ (গ) Special Sense Organ
(ঘ) Pharynx এর অংশ
৩৩। হাড়ের কোষের নাম __
(ক) Fibroblast
(খ) Chondroblast
(গ) Ependymal cells
✓ (ঘ) Osteopaths
৩৪। Nosocomial infection-এর উৎস হলাে—
✓ (ক) ডাক্তার ও নার্স
(খ) Community
(গ) বাসা
(ঘ) পারিপার্শ্বিক পরিবেশ
৩৫। কোনটিতে clotting disorder হবে না?
✓ (ক) Vit A deficiency
(খ) Vit K deficiency
(গ) Obstractive Jaundice
(ঘ) Haemophilla
৩৬। গর্ভবতী মায়ের রক্তে Alpha feto protein বৃদ্ধি পায়—
✓ (ক) Down syndrome
(খ) Neural tube defects
(গ) Threatened abrotion
(ঘ) Hydatidiform mole
৩৭। RBC সম্বন্ধে কোনটি মিথ্যা?
(ক) Life span 120 days
(খ) Neuclus নাই
✓ (গ) Maturation এর জন্য vit D দরকার
(ঘ) Spleen এ উৎপত্তি হয
৩৮। Hot Air Oven-এর জীবাণুমুক্ত করা হয়।
✓ (ক) All glass material
(খ) Culture Men
(গ) O.T Dress
(ঘ) Sharp instrume
৩৯। Polio রােগের Vaccine___
✓ (ক) OPV
(খ) BCG
(গ) Rubella
(ঘ) Mumps
৪০। জরায়ুর সংক্রামক জনিত গর্ভপাতের জটিলতা ___
✓ (ক) রক্তক্ষরণ
(খ) খিচুনি
(গ) বমি
(ঘ) মাথাব্যথা
৪১। গর্ভকালীন সাক্ষাতের সংখ্যা নূন্যতম___
✓ (ক) ৩টি
(খ) ৭টি
(গ) ৯ট
(ঘ) ১২টি
৪২। Surgical Instrument জীবাণুমুক্ত করার জন্যে ব্যবহৃত হয়—
(ক) ডেটল
✓ (খ) Autoclave
(গ) Formalin
(ঘ) Hot Air Oven
৪৩। Heart-কে রক্ত সরবরাহ করে—
(ক) Right & left iliac artery
(খ) Carotid artery
(গ) Mesenteric artery
✓ (ঘ)Right & left coronary artery
৪৪। কোন টিকা গর্ভাবস্থায় মাকে প্রয়ােগ করা নিষিদ্ধ নহে?
✓(ক) Measles Vaccine
(খ) Oral Polio Vaccine
(গ) Diptheria toxoids
(ঘ) Rubella Vaccine
৪৫। Oral Polio Vaccine কোন ধরনের vaccine?
✓ (ক) Live attenuated
(খ) Killed
(গ) Subunit
(ঘ) Toxoid
৪৬। First trimester-এ Abortion হতে পারে___
(ক) Malaria
(খ) Rubella
(গ) Turner’s syndrome
✓ (ঘ) Syphilis
৪৭। Pelvic Inflammatory disease হয় না___
(ক) Strepto pyogenes
(খ) H. simplex
(গ) Chalamydia
✓ (ঘ) Cl. welchii
৪৮। মানবদেহে কোষের Chromosome এর সংখ্যা ___
(ক) ২২ জোড়া
✓ (খ) ২৩ জোড়া
(গ) ২৪ জোড়া
(ঘ) ১৩ জোড়া
৪৯। কোনটি Fat Soluble Vitamin নহে___
(ক) Vitamin A
✓ (খ) Vitamin C
(গ) Vitamin D
(ঘ) Vitamin E
৫০। Bery Bery রােগ কোন Vitamin এর অভাবে হয়—
✓ (ক) Thiamine
(খ) Ascorbic acid
(গ) Nicotinic acid
(ঘ) Folic acid
৫৩। রাতকানা রােগ হয় কোন ভিটামিনের অভাবে?’
(ক) ভিটামিন ‘সি’
✓ (খ) ভিটামিন ‘এ’
(গ) ভিটামিন ‘বি,’
(ঘ) ভিটামিন ‘ডি’
৫৪। বিলিরুবিন কোথায় তৈরি হয়?
(ক) অস্থিতে
(খ) রক্তে
✓ (গ) যকৃতে
(ঘ) পাকস্থলিতে
৬১। ‘সােনালী কাবিন’ কাব্যটির রচয়িতা কে?
(ক) শামসুর রাহমান
✓ (খ) আল মাহমুদ
(গ) হুমায়ুন আজাদ
(ঘ) হাসান হাফিজুর রহমান
৬২। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
(ক) সওগাত
(খ) শিখা
✓ (গ) ধূমকেতু
(ঘ) মাহেনও
৬৩। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’___ গানটি কার রচনা?
(ক) আলতাফ মাহমুদ
✓ (খ) আবদুল গাফফার চৌধুরী
(গ) মাহবুবউল আলম
(ঘ) শামসুর রাহমান
৬৪। কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন?
(ক) পাণিনি
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
✓ (গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) সুকুমার সেন
৬৫। বাংলা ভাষায় প্রথম কোরান শরীফ অনুবাদ করেন কে?
✓ (ক) গিরীশচন্দ্র সেন
(খ) স্যার জগদীশ চন্দ্র বসু
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) রাজা রামমােহন রায়
৬৬। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির নাট্যকার কে?
(ক) সেলিম আলদীন
(খ) আবদুল্লাহ আল মামুন
✓ (গ) সৈয়দ শামসুল হক
(ঘ) মামুনুর রশীদ
৬৭। ‘আমার পূর্ব বাংলা’ কবিতাটির কবি কে?
(ক) আহসান হাবীব
(খ) ফররুখ আহমদ
✓ (গ) সৈয়দ আলী আহসান
(ঘ) শামসুর রাহমান
৬৮। ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি’ কার রচনা?
✓ (ক) সুকান্ত ভট্টাচার্য
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) জসীমউদ্দীন
(ঘ) হাসান হাফিজুর রহমান
৬৯। ‘রমযানের ঐ রােযার শেষে এল খুশির ঈদ’ কার রচনা?
(ক) জসীমউদ্দীন
✓ (খ) কাজী নজরুল ইসলাম
(গ) আহসান হাবীব
(ঘ) শামসুর রাহমান
৭০। ‘আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ওলন্দাজ ভাষা
(খ) ফারসি ভাষা
✓ (গ) পর্তুগিজ ভাষা
(ঘ) দেশি ভাষা
৭১। ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) মােরশেদুল ইসলাম
(খ) সুভাষ দত্ত
✓ (গ) হুমায়ূন আহমেদ
(ঘ) চাষী নজরুল ইসলাম
৭২। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
✓ (ক) মৃত্যুক্ষুধা
(খ) ঘরে বাইরে
(গ) মধুমালা
(ঘ) সূর্যদীঘল বাড়ী
৭৩। কোনটি মুনীর চৌধুরীর নাটক?
(ক) নবান্ন
✓ (খ) কবর
(গ) বেলা অবেলা কালবেলা
(ঘ) কীত্তনখােলা
৭৪। মানপত্রের অপর নাম কী?
(ক) আবেদনপত্র
✓ (খ) অভিনন্দনপত্র
(গ) নিমন্ত্রণপত্র
(ঘ) ব্যক্তিগতপত্র
৭৫। ‘মরমী কবি’কাকে বলা হয়?
✓ (ক) হাছন রাজা
(খ) সৈয়দ সুলতান
(গ) জসীমউদ্দীন
(ঘ) কায়কোবাদ
৭৬। মানুষের মুখে কর্তন দন্ত কয়টি?
(ক) ২টি
✓ (খ) ৪টি
(গ) ৬টি
(ঘ) ৮টি
৭৭। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়?
(ক) ১৬ ডিসেম্বর
(খ) ১৪ ডিসেম্বর
✓ (গ) ২১ ফেব্রুয়ারি
(ঘ) ১৭ মার্চ
৭৮। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়?
(ক) ৮০ বার
✓ (খ) ৭২ বার
(গ) ৭০ বার
(ঘ) ৮৫ বার
৭৯। মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা ‘একাত্তরের দিনগুলি’ এর রচয়িতা কে?
(ক) শাহরিয়ার কবির
✓ (খ) জাহানারা ইমাম
(গ) শওকত ওসমান
(ঘ) সেলিনা হােসেন
৮০। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি?
(ক) হিলারী ক্লিনটন
(খ) ডব্লিউ জর্জ বুশ
✓ (গ) ডোনাল্ড ট্রাম্প
(ঘ) জন এফ কেনেডি
৮১। কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯২৪
(খ) ১৯৩০
✓ (গ) ১৯৪৬
(ঘ) ১৯৫৬
৮২। বিশ্ব নারী দিবস কোন তারিখে পালিত হয়?
(ক) ২৫ জানুয়ারি
✓ (খ) ৮ মার্চ
(গ) ৭ অক্টোবর
(ঘ) ২৫ ডিসেম্বর
৮৩। বাংলাদেশের সংবিধান রচিত হয় কোন সালে?
✓ (ক) ১৯৭২
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫
৮৪। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
(ক) কুমিল্লা
(খ) রাজশাহী
✓ (গ) বগুড়া
(ঘ) সিলেট
৮৫। শ্রীহট্ট কোন জেলার প্রাচীন নাম?
(ক) নােয়াখালী
(খ) কুমিল্লা
✓ (গ) সিলেট
(ঘ) ভােলা
৮৬। Iron is __ useful metal.
(ক) an
(খ) the
✓ (গ) a
(ঘ) none
৮৭। ‘Paediatric’ relates to the treatment of___
(ক) Adults
✓ (খ) Children
(গ) Women
(ঘ) Old people
৮৮। ‘Panacea’ means___
(ক) widespread disease
(খ) gland
(গ) fresh
✓ (ঘ) cure all
৮৯। Have you __ the letter?
✓ (ক) written
(খ) write
(গ) wrote
(ঘ) to write
৯০। There __ six seasons in Bangladesh.
(ক) is
✓ (খ) are
(গ) was
(ঘ) has
৯১। Milk is ___ food.
(ক) nutritional
(খ) nutrient
✓ (গ) nutritious
(ঘ) nutritive
৯২। One who is a specialist in heart and its diseases is___
(ক) a pharmacologist
(খ) an opthalmologist
✓ (গ) a cardiologist
(ঘ) a neurologist
৯৩। ‘Beautiful’ is an example of __
(ক) verb
(খ) conjunction
✓ (গ) adjective
(ঘ) preposition
৯৪। ‘The work is done by Medha’— This is an exmaple of___
(ক) active voice
✓ (খ) passive voice
(গ) quasi-passive voice
(ঘ) not any voice
৯৫। ‘Quickly’ is an example of___
✓ (ক) adverb
(খ) pronoun
(গ) verb
(ঘ) adjective
৯৬। ___ eggs were served to the players.
✓ (ক) Boiled
(খ) Boil
(গ) Boiling
(ঘ) To boil
৯৭। I __ here since 1980.
(ক) live
(খ) am living
✓ (গ) have been living
(ঘ) lived
৯৮। No man can __ alone.
✓ (ক) live
(খ) lived
(গ) living
(ঘ) lives
৯৯। ‘A, an and the are the examples of___
(ক) verb
(খ) adverb
(গ) Preposition
✓ (ঘ) articles
১০০। A doctor who studies and treats the medical conditions and diseases of women is ___
✓ (ক) a gynecologist
(খ) a neurologist
(গ) an oncologist
(ঘ) an orthopedic surgeon