সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ২০২৩
১। Which kind of noun is class?
(ক) Proper
(খ) Material
(গ) Common
(ঘ) Collective ✓
২। Which word can be used both as a verb and a noun?
(ক) Rather
(খ) Carry
(গ) Better
(ঘ) Lecture ✓
৩। Let us discuss the problem___telephone.
(ক) by ✓
(খ) on
(গ) over
(ঘ) in
৪। Identify the masculine gender-5
(ক) sow
(খ) drone ✓
(গ) heifer
(ঘ) filly
৫। The opposite word of ‘friendliness’ is—
(ক) Comity ✓
(খ) friendly
(গ) hostile
(ঘ) sinfulk
৬। The synonym of ‘patient’ is—
(ক) calm ✓
(খ) and
(গ) impatient
(ঘ) afraid
৭। Fill in the gap: She goes to—university.
(ক) a
(খ) an
(গ) the
(ঘ) no article ✓
৮। ‘Do call a taxi’. What kind of sentence is this?
(ক) Imperative ✓
(খ) Interrogative
(গ) Assertive
(ঘ) Optative
৯। We can join two sentences by—
(ক) semiconon ✓
(খ) comma
(গ) fullstop
(ঘ) hyphen
১০। The correct passive of ‘smoke filled the room is’–
(ক) The room was filled by smoke. ✓
(খ) The room was filled with smoke.
(গ) The room had been filled with smoke.
(ঘ) The room is filled by smoke.
১১। Which word is neutral in meaning?
(ক) Wife
(খ) husband
(গ) Brother
(ঘ) Spouse ✓
১২। Which word is not an adverb?
(ক) Cowardly
(খ) Slowly
(গ) visibly
(ঘ) Fast ✓
১৩। Fill in the gap: Tears rolled—-her checks.
(ক) on
(খ) by
(গ) upon
(ঘ) down ✓
১৪। Which one is an example of a positive degree?
(ক) Much ✓
(খ) Less
(গ) More
(ঘ) Last
১৫। The plural form of thesis is—-
(ক) theses ✓
(খ) thanis
(গ) thesis
(ঘ) thesease
১৬। One should take care of—health.
(ক) his
(খ) once
(গ) everyone’s
(ঘ) one’s ✓
১৭। The word ‘motherly’ is a/an —
(ক) noun
(খ) verb
(গ) adjective ✓
(ঘ) adverb
১৮। ‘Fifty miles (be) a long way.’ use right form of verb.
(ক) have
(খ) are
(গ) is ✓
(ঘ) should
১৯। Nursing is an noble profession. The underlined word is an/an—
(ক) participle
(খ) gerund ✓
(গ) verb
(ঘ) adjective
২০। ‘Break a leg’ means—
(ক) bad luck
(খ) to be failed
(গ) good luck ✓
(ঘ) leg behind
২১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়?
(ক) অনুযোগ-১১৯
(খ) অনু-১-২০
(গ) অনুচ্ছেদ- ১১৮ ✓
(ঘ) অনু-১১৭
২২। আন্তর্জাতিক কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
(ক) UNICEF
(খ) UNESCO ✓
(গ) UNDP
(ঘ) ILO
২৩। বাংলাদেশের ‘জাতীয় সংবিধান দিবস’ কোন তারিখে পালিত হয়?
(ক) ৩ ডিসেম্বর
(খ) ৩ নভেম্বর
(গ) ৪ ডিসেম্বর
(ঘ) ৪ নভেম্বর ✓
২8। ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন’- কোন জাতীয় সংস্থা?
(ক) সরকারি সংস্থা
(খ) বেসরকারি সংস্থা
(গ) সংবিধিবদ্ধ সংস্থা ✓
(ঘ) সাংবিধানিক সংস্থা
২৫। প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হয়?
(ক) বরিশাল
(গ) বগুড়া
(খ) যশোর
(গ) কুমিল্লা ও নোয়াখালি ✓
২৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
(ক) ৫ নম্বর সেক্টর
(খ) ২ নম্বর সেক্টর ✓
(গ) ৩ নম্বর সেক্টর
(ঘ) ৪ নম্বর সেক্টর
২৭। বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) হালদা ✓
(খ) শীতলক্ষ্যা
(গ) মেঘনা
(ঘ) পদ্মা
২৮। বাংলাদেশের কোন সম্প্রদায়ের মাঝে ‘মাতৃতান্ত্রিক পরিবার’ চালু আছে?
(ক) খাসিয়া ✓
(খ) সাঁওতাল
(গ) মনিপুরি
(ঘ) চাকমা
২৯। ‘পুণ্ড্রনগর’ কোথায় অবস্থিত?
(ক) কুমিল্লা জেলায়
(খ) নওগাঁ জেলায়
(গ) দিনাজপুর জেলায়
(ঘ) বগুড়া জেলার ✓
৩০। ‘গোন্ডেন ট্রায়াঙ্গল’ কোন এলাকা নিয়ে গঠিত?
(ক) আফগানিস্তান, পাকিস্তান ও ইরান
(খ) মিয়ানমার, থাইল্যান্ড ও কথোডিয়া
(গ) কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওস
(ঘ) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস ✓
৩১। কোনটি বিশ্বব্যাংকের অঙ্গসংগঠনের নয়?
(ক) IBRD
(খ) IFAD ✓
(গ) IFC
(ঘ) MIGA
৩২। ‘ভলগা নদী’ কোন সাগরে পতিত হয়েছে?
(ক) ক্যাম্পিয়ান সাগরে ✓
(খ) কৃষ্ণ সাগরে
(গ) বাল্টিক সাগরে
(ঘ) আরব সাগরে
৩৩। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা (স্থায়ী ও আস্থায়ী) কত?
(ক) ৫টি
(খ) ১০টি
(গ) ১২টি
(ঘ) ১৫টি ✓
৩৪। ঐতিহাসিক ‘ম্যাগনাকার্টা’ সনদ কত সালে স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৯৫ সালে
(খ) ১২১৫ সালে ✓
(গ) ১৯১৫ সালে
(ঘ) ১৮১৫ সালে
৩৫। রামপাল বিদুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
(ক) ১৪২০ মেগাওয়াট
(খ) ১৩২০ মেগাওয়াট ✓
(গ) ১২২০ মেগাওয়াট
(ঘ) ১১২০ মেগাওয়াট
৩৬। ‘নাগর্নো-কারাবাখ’ বিরোধ কোন দুটি দেশের মধ্যে চলমান?
(ক) চীন-ভারত
(খ) চীন-জাপান
(গ) ভারত-পাকিস্তান
(ঘ) আজারবাইজান-আর্মেনিয়ার ✓
৩৭। ‘সলোমান দ্বীপপুঞ্জ’ কোন মহাসাগরে অবস্থিত?
(ক) আটলান্টিক মহাসাগর
(খ) ভারত মহাসাগর
(গ) আটটিক মহাসাগর
(ঘ) প্রশান্ত মহাসাগর ✓
৩৮। বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন বিদ্যমান?
(ক) ২০.৭১%
(খ) ৭৮.০২% ✓
(গ) ০.৪১%
(ঘ) ০.০৩%
৩৯। নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
(ক) পরমাণু শক্তি ✓
(খ) কয়লা
(গ) পেট্রোবাংলা
(ঘ) প্রাকৃতিক
৪০। রক্তে হিমোগ্লোবিনের অভাবে মানবদেহে কোন জটিলতা সৃষ্টি হয়?
(ক) রাতকানা রোগ হয়
(খ) রক্তাল্পতা দেখা দেয় ✓
(গ) জয়েন্ট ব্যথা হয়
(ঘ) ডায়রিয়া হয়
৪১। এইডস এর জীবানু—
(ক) ব্যাকটেরিয়া
(খ) ভাইরাস ✓
(গ) ছত্রাক
(খ) পরজীবী
৪২। ডায়রিয়ার কারণ নিচের কোনটি?
(ক) ব্যাকটেরিয়া
(খ) রেটা ভাইরাস ✓
(গ) Protozoa
(ঘ) ফাংগাল
৪৩। TB হলে নিচের কোন রক্তকণিকা বেড়ে যায়?
(ক) Neutrophil ✓
(খ) Lymphocyte
(গ) Basophil
(ঘ) Eusinophil
৪৪। নিচের কোন পরীক্ষাটি TB রোগ নির্ণয়ের জন্য প্রযোজ্য নয়?
(ক) MT test
(খ) X-ray chest
(গ) Xene-xpert test
(ঘ) CRP ✓
৪৫। নিচের কোনটি Non-communicable disease নয়?
(ক) ডায়াবেটিস
(খ) হার্ট ডিজিস
(গ) Covid-19 ✓
(ঘ) উচ্চ রক্তচাপ
৪৬। ডেঙ্গু হলে রক্তের কোন উপাদানটি পরিবর্তন হয় সবচেয়ে বেশি?
(ক) Platelet ✓
(খ) Lymphocyte
(গ) Neutrophil
(ঘ) Basophil
৪৭। Antenatal checkup (প্রসব পূর্ববর্তী) কয়টি (According to WHO)?
(ক) ৬
(খ) ৪ ✓
(গ) ৮
(ঘ) ৫
৪৮। নিচের কোনটি Pre-eclampsia এর অন্যতম চিহ্ন?
(ক) High Pressure with oedema ✓
(খ) High BP with protenuria
(গ) High BP with convulsion
(ঘ) উপরের কোনটির
৪৯। গর্ভবতী মায়ের খিচুনী হলে নিচের কোন medicine দিবেন?
(ক) Inj-MagSO4 ✓
(খ) Inj-Phenytoin
(গ) Inj Diazepam
(ঘ) Inj-Ceflonence
৫০। পানিতে দ্রবীভূত ভিটামিন কোনটি?
(ক) Vit-A
(খ) Vit-D
(গ) Vit-B ✓
(ঘ) Vit-K
৫১। কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না?
(ক) Vit-A
(খ) Vit-B
(গ) Vit-C
(ঘ) Vit-K ✓
৫২। Magsulph দেওয়ার আগে নিচের কোন জিনিসটি দেখে নেওয়া সবচেয়ে জরুলি?
(ক) Urine output
(খ) Temperature
(গ) Blood pressure ✓
(ঘ) Pulse
৫৩। রোগীর জন্ডিস শরীরের কোন স্থানে ভালোভাবে ফুটে উঠে?
(ক) হাতের তালু
(খ) চোখের selera ✓
(গ) চোখের Conjunctiva
(ঘ) জিব্বার তলদেশ
৫৪। Hepatitis-B virus এর জন্য নিচের কোন কোন পরীক্ষাটি করা হয়?
(ক) HbsAG ✓
(খ) Anti-HbsAg
(গ) Anti-HCV
(ঘ) উপরের কোনটিই নয়
৫৫। Exclusive breast feeding কয় মাস পর্যন্ত করানো হয়?
(ক) ৬ মাস ✓
(খ) ১২ মাস
(গ) ১৪ মাস
(ঘ) ১৮ মাস
৫৬। ডেলিভারীর ৬ মাসের মধ্যে নিচের কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যাবে না?
(ক) IUCD
(খ) Implant
(গ) Mimipill
(ঘ) OCP ✓
৫৭। নিচের কোন পদ্ধতিতে Bacteria এর Spore ধ্বংস হয়?
(ক) Boiling
(খ) Furnigation
(গ) Cidex solution
(ঘ) Autoclave ✓
৫৮। একজন মানুষের স্বাভাবিক BMI কত থাকতে হবে?
(ক) ১৮ – ৩০ kg/m২
(খ) ১৯ – ২৫ kg/m২
(গ) ২০ – ২১ kg/sqm
(ঘ) ১৮.৫ – ২৪.৯ kg/sqm ✓
৫৯। মানুষের শরীরের রক্তে পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা কত?
(ক) ২.৯ – ৫ mmol/L
(খ) ৩.৫ – ৫ mmol/L ✓
(গ) ৭ – ৮ mmol/L
(ঘ) ৩.৯ – ৫ mmol/L
৬০। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নিচের কোন ঔষধ?
(ক) Tranexemic acid
(খ) Aspirin
(গ) Heparin ✓
(ঘ) Diclofenac
৬১। নিচের কোনটি Endocrine gland নয়?
(ক) Pituitary
(খ) Liver ✓
(গ) Thyroid
(ঘ) Adrenal
৬২। Normal FHR (Fetal heart rate) কত?
(ক) ১০০- ১৫০ / minute
(খ) ১৬০ – ১৮০ /minute
(গ) ১২০ – ১৬০ /minute ✓
(ঘ) ১২০ – ১৪০ /minute
৬৩। নিচের কোনটি Shock এর feature নয়?
(ক) Feeble pulse
(খ) Hypotension
(গ) Decrease pulse rate ✓
(ঘ) Decreased temperature
৬৪। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্টীয় পদক কোনটি?
(ক) একুশে পদক
(খ) স্বাধীনতা পদক ✓
(গ) বাংলা একাডেমী পদক
(ঘ) প্রধানমন্তীর জাতীয় পদক
৬৫। মানবদেহে সবচেয়ে বড় অস্থি কোনটি?
(ক) ফিমার (Femour) ✓
(খ) টিনিয়া (Tibia)
(গ) Hamerus
(ঘ) Ullma
৬৬। কিডনী রোগের চিকিৎসা যে ডাক্তার করেন তাকে কী বলা হয়?
(ক) Cardiologist
(খ) Nephrologist ✓
(গ) Neurologist
(ঘ) Pathologist
৬৭। বাংলাদেশের বিজয় দিবস কোনটি?
(ক) ২০শে মার্চ
(খ) ২৬শে মার্চ
(গ) ১৬ই ডিসেম্বর ✓
(ঘ) ২১শে ফেব্রুয়ারি
৬৮। আয়তনের দিক দিয়ে পৃথিবী ক্ষুদ্রতম দেশ কোনটি?
(ক) নরওয়ে
(খ) চিলি
(গ) ঘানা
(ঘ) ভ্যাটিক্যান সিটি ✓
৬৯। সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলেমিটার?
(ক) ৮ ✓
(খ) ১০
(গ) ১৫
(ঘ) ১২
৭০। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
(ক) মিশর ✓
(খ) ইরাক
(গ) ইরান
(ঘ) দুবাই
৭১। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
(ক) মহেশখালী
(খ) হাতিয়া
(গ) সন্দ্বীপ
(ঘ) সেন্টমার্টিন ✓
৭২। স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল?
(ক) জাতীয় স্মৃতিসৌধ
(খ) লালবাগের কেল্লআহ
(গ) সোনা মসজিদ
(ঘ) শহীদ মিনার ✓
৭৩। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
(ক) ৮টি
(খ) ৯টি
(গ) ১০টি
(ঘ) ১১টি ✓
৭৪। PLO (পিএলও) কখন গঠিত হয়?
(ক) ১৯৬৪ সালে ✓
(খ) ১৯৬৫ সালে
(গ) ১৯৬৬ সালে
(ঘ) ১৯৬৭ সালে
৭৫। Golden Island কোথায় আবস্থিত?
(ক) মহেশখালী
(খ) ভোলা
(গ) সন্দ্বীপ
(ঘ) হাতিয়া ✓
৭৬। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কোন সালে?
(ক) ১৭৫০ সালে
(খ) ১৭৭৭ সালে
(গ) ১৭৮০ সালে
(ঘ) ১৭৮৯ সালে ✓
৭৭। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারণেও হয়?
(ক) বিদ্রোহী
(খ) কান্ডারী হুশিয়ার
(গ) আনন্দময়ীর আগমন ✓
(ঘ) হুঃশাসনের রক্ত চাই
৭৮। মাইকেল মধুসুদন দত্তের ‘একই বলে সত্যতা’ কোন ধরনের নাটক?
(ক) কমেডি
(খ) সামাজিক প্রহসন ✓
(গ) ট্রাজেডি
(ঘ) মেলোড্রাম
৭৯। বাংলা বর্ণমালার স্বরবর্ণ কয়টি?
(ক) বারোটি
(খ) এগারটি ✓
(গ) সাতটি
(ঘ) নয়টি
৮০। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
(ক) USA
(খ) নিউজিল্যান্ড ✓
(গ) বাহামা
(ঘ) সুইজারল্যান্ড
৮১। বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কী?
(ক) চর্যাপদ ✓
(খ) ববৈষ্ণব পদাবলী
(গ) ঐতয়ের আরণ্যক
(ঘ) দোহাকোষ
৮২। ‘ইউসুফ-জোলেখা’ গ্রন্থটি অনুবাদ করেছেন—
(ক) দৌলত উজির বাহরাম খান
(খ) সৈয়দ সুলতান
(গ) আলাওল
(ঘ) আব্দুল করিম সাহিত্য বিশাযস
সঠিক উত্তর: শাহ মুহম্মদ সগীর
৮৩। ‘আঠার বছর বয়স’ কবিতার রচয়িতা কে?
(ক) সুকান্ত ভট্টাচার্য ✓
(খ) কামিনি রায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
৮৪। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না?
(ক) বিশেষণ
(খ) সর্বনাম
(গ) ক্রিয়া
(ঘ) অব্যয় ✓
৮৫। যে সব নিয়মে সন্ধি নিয়মানুসারে হয় তাকে বলে__
(ক) স্বরসন্ধি
(খ) ব্যঞ্জনসন্ধি
(গ) নিপাতনে সিদ্ধ সনিআধ ✓
(ঘ) বিসর্গ সন্ধি
৮৬। ‘মুখতোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী?
(ক) নিজের মুখ উপরে তোলা
(খ) অন্যের মুখ উপরে তুলে ধরা
(গ) নষ্ট করা
(ঘ) প্রসন্ন হওয়া ✓
৮৭। ‘আহব্বান’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) বিসর্জন ✓
(খ) তিরোভাব
(গ) অপকর্ম
(ঘ) অবরোহন
৮৮। ‘পঞ্চপদ’ কোন সমাসের উদাহরণ?
(ক) বহুব্রীহি
(খ) অব্যয়ীভাব
(গ) দ্বিগু ✓
(ঘ) ব্যাতিহার বহুব্রীহি
৮৯। ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
(ক) অক্ষয় কুমার দত্ত
(খ) বুদ্ধদেব বসু
(গ) প্রমথ চৌধুরী ✓
(ঘ) রবীন্দ্রন্থ ঠাকুর
৯০। “ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’- সঙ্গীতটির রচয়িতা কে?
(ক) রবীন্দ্রন্থ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) রজনীকান্ত
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায় ✓
৯১। বিদ্যাসাগরের প্রকিত নাম–
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) ঈশ্বরচন্দ্র শর্মা ✓
(গ) ইশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যা
(ঘ) ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য
৯২। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
(ক) কাঁদো নদী কাঁদো ✓
(খ) দুই সৈনিক
(গ) রাইফেল রোটি আওরাত
(ঘ) যুদ্ধ
৯৩। ‘দীর্ঘ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) দূর
(খ) দূর্গম
(গ) দৃঢ়
(ঘ) হ্রম্ব ✓
৯৪। ‘বিশেষ্য + ক্রিয়া’ যারা কোন সমাসকে বোঝায়?
(ক) নিত্য সমাস
(খ) আলুক সমাস
(গ) কর্মধারয় সমাস
(ঘ) উপপদ তৎপুরুষ ✓
৯৫। বাংলা ভাষার আদি উৎস কী?
(ক) সংস্কৃত ভাষা
(খ) পালি ভাষা
(গ) প্রাকৃত ভাষা
(গ) ইন্দো-ইউরোপীয় ভাষা ✓
৯৬। ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’- কবিতাটি কার?
(ক) জীবাননন্দ দাশের
(খ) সুকান্ত ভট্টাচার্যের
(গ) সৈয়দ শামসুল হকের
(ঘ) মাহবুব-উল-আলম চৌধুরির ✓
৯৭। কোনটি আঞ্চলিক উপন্যাস?
(ক) শ্রীকান্ত
(খ) ঘরে-বাইরে
(গ) পদ্মানদীর মাঝি ✓
(ঘ) খোয়াবনামা
৯৮। ‘পয়মপ্তি এলো।’ এখানে ‘পয়মপ্তি’ কোন কারক?
(ক) কর্ম কারক
(খ) করণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) কর্তৃ কারক ✓
৯৯। নিচের কোন গ্রন্থটি উপন্যাস?
(ক) মেঘনাদ বধ কাব্য
(খ) শেখ লেখা
(গ) জীবনস্মৃতি
(ঘ) চিলে কোঠার সিপাই ✓
১০০। ‘সস্তার তিন অবস্থা’-এর অর্থ কী?
(ক) সুলভ জিনিস ভালো না
(খ) সুলভ জিনিস কেনা খারাপ
(গ) কমদামী জিনিস খারাপ
(ঘ) সুলভ জিনিসের নানা দোষ ✓