Exam

মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান || STR-04-2006

1. বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়? 
   ১২ অক্টোবর, ১৯৭২  
   ১৬ ডিসেম্বর, ১৯৭২ ✓  
   ২৬ মার্চ, ১৯৭৩  
   ১৬ ডিসেম্বর,১৯৭৩

2. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?  
   পঞ্চগড় ✓  
   তেঁতুলিয়া  
   দিনাজপুর  
   মেহেরপুর  

3. বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত?  
   ৫১৩৮ কিলোমিটার ✓  
   ৫০৯০ কিলোমিটার  
   ৮৯৯০ কিলোমিটার  
   উপরের কোনোটিই নয়  

4. সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?  
   ৭ দিন  
   ১০ দিন  
   ১৫ দিন ✓  
   ৩০ দিন  

5. কমনওয়েলথ কোন ধরনের দেশসমূহ নিয়ে গঠিত?  
   স্বল্প উন্নত দেশসমূহ  
   ইংরেজ শাসন হতে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ ✓  
   তেল উৎপাদনকারী দেশসমূহ  
   এশিয়া ও ইউরোপের দেশসমূহ  

6. পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?  
   ভারত  
   চীন  
   মালয়েশিয়া ✓  
   যুক্তরাজ্য  

7. দীন-ই-ইলাহী প্রবর্তন করেন–  
   সম্রাট জাহাঙ্গীর  
   সম্রাট শাহজাহান  
   সম্রাট আকবর ✓  
   সম্রাট আওরঙ্গজেব  

8. মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?  
   গৌড়  
   ময়নামতি  
   মহাস্থানগড় ✓  
   সোনারগাঁও  

9. বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি?  
   মহাকবি  
   গীতিকবি ✓  
   পল্লীকবি  
   ছন্দের কবি  

10. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?  
    হুতোম প্যাঁচার নকশা  
    আলালের ঘরের দুলাল ✓  
    সীতানাথ  
    গোরা  

11. শুদ্ধ শব্দ কোনটি?  
    সান্তনা  
    সান্ত্বনা ✓  
    স্বান্তনা  
    সান্তণা  

12. ‘তাহলে তুমি লাঠি খেলতে জান না।’ – এখানে ‘লাঠি’ কোন কারকে কোন বিভক্তি?  
    কর্তায় তৃতীয়া  
    কর্মে প্রথমা  
    করণে তৃতীয়া ✓  
    করণে প্রথমা  

13. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক?  
    যত গর্জে তত বৃষ্টি হয় না 
    অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট  
    নাচতে না জানলে উঠোন বাঁকা ✓ 
    যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়  

14. ‘বেতমিজ’ কোন তৎপুরুষ সমাস?  
    ষষ্ঠী  
    দ্বিতীয়  
    তৃতীয়  
    নঞ ✓

15. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?  
    ভূমিপৃষ্ঠে  
    মেরু অঞ্চলে  
    বিষুবীয় অঞ্চলে ✓
    ভূ-কেন্দ্রে  

16. ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?  
    ৭২  
    ৮২  
    ৯২ ✓  
    ১০২  

17. ধানের পরাগায়ন কিভাবে হয়?  
    বাতাসের সাহায্যে ✓  
    বৃষ্টির সাহায্যে  
    কীটপতঙ্গের সাহায্যে  
    মৌমাছির সাহায্যে  

18. কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?  
    নেপচুন  
    পৃথিবী  
    বৃহস্পতি ✓  
    মঙ্গল  

19. হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?  
    ৭৬ বছর ✓  
    ৬০ বছর  
    ৫০ বছর  
    ৪৫ বছর  

20. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কী?  
    মুনাফা অর্জন  
    মুদ্রার মান নিয়ন্ত্রণ ✓  
    ঋণ প্রদান  
    আমানত প্রদান  

21. আয়কর কোন ধরনের কর?  
    প্রত্যক্ষ কর ✓  
    পরোক্ষ কর  
    সম্পূরক কর  
    পরিপূরক কর  

22. পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে–  
    ১ জানুয়ারি ✓  
    ২১ এপ্রিল  
    ১ জুলাই  
    ১ অক্টোবর  

23. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?  
    ৯টি  
    ১০টি  
    ১১টি ✓  
    ১২টি  

24. জাতীয় আয় কোনটি?  
    দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ  
    উৎপাদিত দ্রব্যের পরিমাণ  
    উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য ✓  
    রপ্তানি দ্রব্যের অর্জিত অর্থ  

25. কতটি দেশ ক্রিকেট খেলার সদস্য?  
    ৮টি  
    ৯টি  
    ১০টি  
    ১২টি ✓  

26. বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?  
    কামরুল হাসান  
    এস এম সুলতান  
    জয়নুল আবেদিন ✓  
    কাইয়ুম চৌধুরী  

27. বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত?  
    ২৫১  
    ৩৩৩ ✓ 
    ৩৭১ 
    ৭১৩  

28. চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন–  
    বৃন্দাবন দাস✓ 
    লোचन দাস  
    জয়ানন্দ  
    পরাগল খাঁ  

29. পুঁথি সাহিত্য বলতে বোঝায়–  
    প্রেমবিষয়ক সাহিত্য  
    হিন্দু-মুসলিম সম্পর্ক বিষয়ক সাহিত্য  
    ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য✓ 
    মহাপুরুষের জীবন সম্পর্কিত সাহিত্য 

30. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে?  
    মোজাম্মেল হক  
    সৈয়ধ এমদাদ আলী  
    শেখ ফজলুল করিম  
    মোহাম্মদ নাসিরউদ্দীন ✓  

31. ‘সমাচার দর্পণ’ পত্রিকার প্রকাশকাল –  
    ১৮০০ খ্রিষ্টাব্দ  
    ১৮১৮ খ্রিষ্টাব্দ ✓  
    ১৮৩৫ খ্রিষ্টাব্দ  
    ১৮৫০ খ্রিষ্টাব্দ  

32. সাহিত্য সম্রাট কার উপাধি?  
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✓
    রবীন্দ্রনাথ ঠাকুর 
    মধূসুদন দত্ত  

33. ব্রজবুলি কি?  
    হিন্দু ভাষা  
    বজ্রের ভাষা  
    উর্দু ভাষা  
    মিথিলা ও বাংলার মিশ্র ভাষা ✓  

34. আলাওলের কাব্যের নাম–  
    ইউসুফ-জোলেখা  
    লায়লী-মজনু  
    মধুমালতী  
    পদ্মাবতী ✓

35. ওমর খৈয়ামের দেশের নাম কি?  
    ইরান ✓  
    তুরান  
    জর্ডান  
    ইরাক  

36. রবীন্দ্রনাথের প্রথম কাব্য–  
    জন্মদিন  
    সন্ধ্যা সঙ্গীত ✓
    প্রভাত সঙ্গীত  
    আকাশ প্রদীপ  

37. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য–  
    অগ্নিবীণা  
    বিষের বাঁশি  
    ভাঙার গান  
    সিন্ধু-হিন্দোল ✓

38. নাটক কি?  
    দৃশ্যকাব্য ✓  
    কাব্যনাট্য  
    গীতিনাট্য  
    নৃত্যনাট্য  

39. ‘নকশী কাঁথার মাঠ’ কি ধরনের কাব্য?  
    মহাকাব্য  
    গীতিকাব্য ✓
    পত্রকাব্য  
    কাহিনীকাব্য  

40. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?  
    কাজী আবদুল ওদুদ  
    নজিবর রহমান ✓  
    সৈয়দ মুজতবা আলী  
    শওকত ওসমান  

41. মীর মশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি?  
    বিষাদ সিন্ধু ✓  
    বসন্ত কুমারী  
    জমিদার দর্পণ  
    বিবি কুলসুম  

42. ‘শবনম’ উপন্যাস কার রচনা?  
    মানিক বন্দ্যোপাধ্যায়  
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়  
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়  
    সৈয়দ মুজতবা আলী ✓  

43. ‘বীরবল’ কার ছদ্মনাম?  
    প্রমথনাথ বিশী  
    প্রমথ চৌধুরী ✓  
    প্রবোধ কুমার স্যান্নাল  
    প্রেমেন্দ্র মিত্র  

44. সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক কোনটি?  
    নেমেসিস  
    রূপান্তর  
    সেনাপতি  
    সুড়ঙ্গ ✓  

45. বাক্য সংকোচন করুন ‘চক্ষু দ্বারা গৃহীত’–  
    চাক্ষুষ ✓  
    প্রত্যক্ষ  
    সম্মুখে  
    চর্ব্য  

46. সন্ধি-বিচ্ছেদ করুন ‘পনির’–  
    পনি+এর✓ 
    পনি+র  
    পন+ইর  
    পন+ই+র  

47. শব্দ কয় প্রকার?  
    ২ প্রকার  
    ৩ প্রকার  
    ৪ প্রকার  
    ৫ প্রকার ✓

48. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ – কোন ধরনের শব্দ?  
    শব্দের দ্বিরুক্তি  
    ধ্বন্যাত্মক দ্বিরুক্তি ✓  
    পদের দ্বি­রুক্তি  
    ছড়ার শব্দ  

49. শুদ্ধ বাক্য নির্দেশ করুন–  
    দৈন্যতা প্রশংসনীয় নয়  
    দীনতা প্রশংসনীয় নয় ✓
    দৈন্যতা নিন্দনীয়  
    দৈন্যতা অপ্রশংসনীয়  

50. ‘চলিষ্ণু অভিধান’ কাকে বলা হতো?  
    রামনারায়ণ তর্করত্ন  
    হরপ্রসাদ শাস্ত্রী  
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  
    মুহম্মদ শহীদুল্লাহ ✓  

51. ‘মীনের মত অক্ষি যার’ — কোন সমাস?  
    সমানাধিকরণ বহুব্রীহি  
    ব্যতিহার বহুব্রীহি  
    অলুক বহুব্রীহি  
    মধ্যপদলোপী বহুব্রীহি ✓

52. ‘অজ পাড়াগাঁ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?  
    গভীর  
    নিবিড়  
    প্রত্যন্ত ✓  
    আদি  

53. ‘মাধ্যমিক’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?  
    মাধ্য+ষ্ণিক  
    মাধ্য+মিক  
    মাধ্যমিক+অ  
    মধ্যম+ষ্ণিক ✓

54. What is the full Name of the tragedy ‘Dr. Faustus’?  
    The Tragical History Of Doctor Faustus ✓  
    The Tragedy of Doctor Fuastus  
    The Tragic History of Doctor Faustus  
    Doctor Faustus  

55. Who compiled the first English Dictionary?  
    Adam Smith  
    Dr. Johnson ✓  
    Edmund Burke  
    Edward Gibbon  

56. Who is the most famous satirist in English Literature?  
    Alexander Pope  
    Jonathan Swift ✓  
    William Wordsworth  
    Oscar Wilde  

57. ‘Beauty is truth, truth is beauty’ — Whose speech is this?  
    Shakespeare  
    Keats ✓  
    Eliot  
    Wordsworth  

58. Who is the anti-romantic novelist belonging to the Romantic Age?  
    Charles Lamb  
    Jane Austen ✓  
    William Hazlitt  
    Emile Bronte  

59. The Romantic Period began in–  
    ১৭৭০  
    1798 ✓  
    ১৮৩২  
    ১৮৫০  

60. Who is famous for the theory of ‘Objective Co-relative’?  
    Virginia Woolf  
    T.S. Eliot ✓  
    Edward Morgan Forster  
    William Somerset Maugham  

61. ‘mist and mellow fruitfulness’ — Which figure of speech is used?  
    Alliteration ✓  
    Metaphor  
    Onomatopoeia  
    Personification  

62. Tennyson wrote–  
    Dover Beach  
    My Last Duchess  
    The Lotus Eaters ✓  
    The Eve of St. Agnes  

63. What is Limerick?  
    a form of light verse  
    a form of one-act play  
    a kind of short narrative poem✓ 
    a kind of love poem  

64. Who wrote the book ‘Lord Jim: A Tale’?  
    Joseph Conrad ✓  
    Oscar Wilde  
    Thomas Hardy  
    Rudyard Kipling  

65. Who is the writer of the critical work ‘Aspects of the Novel’?  
    George Eliot  
    George Herbert  
    Virginia Woolf  
    Edward Morgan Forster ✓  

66. What is an epic?  
    A long poem ✓  
    A long prose composition  
    A romance  
    A novel  

67. Syntax denotes–  
    rules for writing paragraph  
    rules for writing an essay  
    rules for writing correct pronunciation  
    rules for sentence building ✓  

68. Choose the correct tense in “If you had brushed your teeth carefully, you —- fewer cavities.”  
    would have had ✓  
    would have  
    would had  
    will have  

69. “He — abroad for ten years before he settled down in Bangladesh.”  
    has worked  
    had worked ✓  
    worked  
    would work  

70. “Smoking — our health.”  
    affects ✓  
    effects  
    affect  
    affecting  

71. Let me begin — my prayer.  
    to say ✓
    say  
    saying  
    by saying  

72. English is — in many countries.  
    spoken ✓  
    spoke  
    speaking  
    speaks  

73. Many years have passed since I — my friend.  
    had met  
    met ✓  
    meet  
    have been met  

74. The meaning of ‘magnanimity’ is–  
    meanness  
    generosity ✓  
    selfishness  
    splendid  

75. Choose the correct spelling–  
    Whispar  
    whisper ✓  
    Wisper  
    Whispere  

76. The antonym of ‘Harbinger’ is–  
    leader  
    educator  
    messenger  
    follower ✓  

77. The synonym of the word ‘Morose’ is–  
    depressed ✓  
    cheerful  
    vindictive  
    adventuress  

78. Wisdom means–  
    foolishness  
    trick  
    intelligence  ✓
    prudence  

79. সমাজের প্রধান উপাদান কোনটি?  
    সীমাবদ্ধ জনগোষ্ঠী  
    সংবদ্ধ মানুষ ✓  
    শ্রেণীবদ্ধ মানুষ  
    সংঘবদ্ধ গোত্র  

80. কিসের ভিত্তিতে সভ্যতার পরিমাপ করা যায়?  
    দক্ষতার  
    উৎকর্ষের ✓
    বিদ্যার  
    সংস্কৃতির  

81. বাংলাদেশে কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?  
    গারো সমাজে ✓  
    হিন্দু সমাজে  
    বৌদ্ধ সমাজে  
    সংস্কৃতির  

82. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?  
    শিল্পায়ন  
    বাসস্থান ✓  
    নগরায়ন  
    শিক্ষা  

83. বাংলাদেশে সাধারণত কত বয়সের অপরাধী শিশু-কিশোরদের ‘কিশোর অপরাধী’ বলা হয়?  
    ৭–১২ বছর  
    ৬–১২ বছর  
    ৭–১৬ বছর ✓  
    ৭–২০ বছর  

84. কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়?  
    ১৮৯১ সালে  
    ১৮৯৩ সালে  
    ১৮৫৬ সালে ✓  
    ১৮৯৭ সালে  

85. ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?  
    দুদু মিয়া  
    মুহাম্মদ মহসিন  
    হাজী শরীয়ত উল্লাহ ✓  
    নবাব আব্দুল লতিফ  

86. কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?  
    লর্ড ডালহৌসি  
    লর্ড কর্ণওয়ালিস ✓  
    লর্ড বেন্টিঙ্ক  
    লর্ড রিপন  

87. বিন্ধা একটি–  
    মন্দির  
    তীর্থস্থান  
    পর্বত ✓
    উপাসনালয়  

88. বাংলাদেশে নাগরিকত্ব নির্ধারণে কোন নীতি অনুসরণ করা হয়?  
    শিক্ষা নীতি  
    জন্ম নীতি ✓  
    ধর্ম নীতি  
    জন্মস্থান নীতি  

89. বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?  
    এক-কক্ষবিশিষ্ট ✓  
    দ্বি-কক্ষবিশিষ্ট  
    এক-কক্ষ ও দ্বি-কক্ষবিশিষ্ট  
    তিন কক্ষবিশিষ্ট  

90. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে–  
    ১৯৭১ সালে  
    ১৯৭৩ সালে  
    ১৯৭৪ সালে ✓  
    ১৯৭০ সালে  

91. সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়?  
    ১৭৫৭ সালে  
    ১৭৫৮ সালে  
    ১৮৫৭ সালে ✓  
    ১৯০৬ সালে  

92. দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা কে?  
    অ্যাডাম স্মিথ  
    বিশ্বব্যাংক  
    অধ্যাপক রাগনার নার্কাস ✓  
    অমর্ত্য সেন  

93. মানুষের সাথে মানুষের সামাজিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিয়েছেন কে?  
    পেজের  
    লাঙ্কি  
    নেডেল  
    মার্কস ✓  

94. “Democracy is a Government of the people, by the people and for the people” — উক্তিটি কার?  
    লাঙ্কির  
    সাদ্দাম হোসেনের  
    অমর্ত্য সেনের  
    আব্রাহাম লিঙ্কন ✓  

95. জাভা মানব কোথায় দেখা যেত?  
    জার্মানিতে  
    ইন্দোনেশিয়ায় ✓  
    চীনে  
    ভারতে  

96. ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য কি দেখে দিক নির্ণয় করত?  
    সূর্য  
    চাঁদ  
    ব্যারোমিটার  
    আকাশের তারা ✓  

97. পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কি?  
    বিবাহ ✓  
    পারস্পরিক ঐক্যমত্য  
    একত্রে মেলামেশা  
    সামাজিক রীতি-নীতি  

98. কিসের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে?  
    মূল্যবোধের পরিবর্তন✓ 
    কৃষির উন্নতি  
    যোগাযোগ ব্যবস্থার উন্নতি  
    শিল্পায়ন ও নগরায়ন  

99. নগরায়ণের ফলে গ্রামীণ–  
    সমাজ গড়ে উঠছে  
    সমাজ ধ্বংস হচ্ছে  
    সমাজ উন্নত হচ্ছে  
    যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে ✓  

100. ‘যুদ্ধ-বিগ্রহ সমাজ গড়নের অনুকূল নয়। যুদ্ধ-বিগ্রহ অর্থ পারস্পরিক ধ্বংস। আর সমাজ অর্থ পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে সষ্টি।’ উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?  
     পেজের  
     ডুর্খইমের  
     ম্যাকাইভারের ✓  
     সামনারের 


Sharing Is Caring:          

Leave a Comment