1. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
A) ক্যামেরুন এবং ইথিওপিয়া
B) পেরু এবং ভেনিজুয়েলা
C) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া ✓
D) মালি এবং সেনেগাল
2. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
A) ১৯১২ সালে ✓
B) ১৯১৩ সালে
C) ১৯১৪ সালে
D) ১৯১৫ সালে
3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
A) ১৯৪৪ সালে ✓
B) ১৯৪৫ সালে
C) ১৯৪৮ সালে
D) ১৯৪৯ সালে
4. জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করেছে?
A) ECOSOC
B) FAO
C) WHO ✓
D) HRC
5. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
A) ২৫০০
B) ১৯৯১ ✓
C) ১৯৫০
D) ১৮৯০
6. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
A) সুইডেন
B) মার্কিন যুক্তরাষ্ট্র
C) যুক্তরাজ্য
D) জার্মানি ✓
7. সামরিক ভাষায় “WMD” অর্থ কী?
A) Weapon of Mass Destruction ✓
B) World Mass Destruction
C) Weapons for Massive Destruction
D) Weapons of Missile Defence
8. ২০২০ প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
A) ডেনমার্ক ✓
B) নরওয়ে
C) জার্মানি
D) সিঙ্গাপুর
9. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
A) দক্ষিণ আমেরিকা ✓
B) আফ্রিকা
C) মধ্যপ্রাচ্য
D) ইউরোপ
10. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
A) কিউবা
B) ভিয়েতনাম ✓
C) উজবেকিস্তান
D) সোমালিয়া
11. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রনালী?
A) জিব্রাল্টার প্রণালী
B) বসফরাস প্রণালী
C) বাবেল মান্দেব প্রণালী ✓
D) বেরিং প্রণালী
12. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
A) WTO
B) MIGA
C) World Bank
D) UNCTAD ✓
13. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ?
A) নাইজেরিয়া
B) গাম্বিয়া ✓
C) বাংলাদেশ
D) আলজেরিয়া
14. জাতিসংঘ নামকরণ করেন-
A) রুজভেল্ট ✓
B) স্টালিন
C) চার্চিল
D) দ্য গল
15. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
A) সৌদি আরব
B) মালয়েশিয়া
C) পাকিস্তান
D) তুরস্ক ✓
16. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
A) ময়নামতি
B) পুণ্ড্রবর্ধন ✓
C) পাহাড়পুর
D) সোনারগাঁ
17. নিচের কোনটি সত্য নয়?
A) ইরাবতী মায়ানমারের একটি নদী
B) গোবী মরুভূমি ভারতে অবস্থিত ✓
C) থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
D) সাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
18. মার্বেল কোন ধরনের শিলা?
A) রূপান্তরিত শিলা ✓
B) আগ্নেয় শিলা
C) পাললিক শিলা
D) মিশ্র শিলা
19. ‘বেঙ্গল ফ্যান’ ভূমিরূপটি কোথায় অবস্থিত?
A) মধুপুর গড়ে
B) টারশিয়ারি পাহাড়
C) হাওর অঞ্চলে
D) বঙ্গোপসাগরে ✓
20. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
A) সিরাস
B) নিম্বাস
C) কিউম্যুলাস ✓
D) স্ট্রেটাস
21. ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো-
A) সমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
B) জলবায়ু পরিবর্তন হ্রাস ✓
C) জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
D) আপদ ঝুঁকি হ্রাস
22. ‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত?
A) পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
B) সুন্দরবনের দক্ষিণে ✓
C) টেকনাফের দক্ষিণে
D) মেঘনা মোহনায়
23. ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
A) ১০০ জুল
B) ৬০ জুল
C) ৬০০০ জুল
D) ৩৬০০০০ জুল ✓
24. ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
A) আয়রন
B) কার্বন
C) টাংস্টেন ✓
D) লেড
25. আইনস্টাইন নোবেল পুরস্কার পান
A) আলোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য ✓
B) মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
C) কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য
D) আপেক্ষিক তত্ত্বের উপর
26. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
A) ৭ দিন
B) ৩০ দিন
C) ১৮০ দিন
D) কোনটিই নয় ✓
27. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
A) COD > BOD ✓
B) COD < BOD
C) COD = BOD
D) কোনটিই নয়
28. পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল
A) ১৯৯০
B) ১৯৯৫
C) ১৯৯৭ ✓
D) ২০০০
29. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
A) স্ট্রাটোমন্ডল ✓
B) ট্রপোমন্ডল
C) মেসোমন্ডল
D) তাপমন্ডল
30. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
A) পুকুরের পানিতে
B) লেকের পানিতে
C) সাগরের পানিতে
D) নদীর পানিতে ✓
31. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী
A) ভেইন
B) আর্টারি ✓
C) ক্যাপিলারি
D) নার্ভ
32. প্রোটিন তৈরি হয়
A) ফ্যাটি এসিড দিয়ে
B) নিউক্লিক এসিড দিয়ে
C) অ্যামিনো এসিড দিয়ে ✓
D) কোনটিই নয়
33. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
A) গ্লিসারিন
B) ক্যালসিয়াম কার্বোনেট ✓
C) সোডিয়াম ক্লোরাইড
D) ফিটকিরি
34. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম কত?
A) Wi‑Fi
B) Cellular network
C) Wi‑Max
D) Bluetooth ✓
35. নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
A) ১১১
B) ১০১
C) ০১১✓
D) ০০১
36. RFID বলতে বুঝায়-
A) Random Frequency Identification
B) Random Frequency Information
C) Radio Frequency Information
D) Radio Frequency Identification ✓
37. Apache এক ধরনের
A) Database Management System (DBMS)
B) Web Server ✓
C) Web browser
D) Protocol
38. নিচের কোনটি সঠিক নয়?
A) (A + B) = A . B
B) (A + B) = A + B ✓
C) (A . B . C) = A + B + C
D) (A + B + C) = A . B . C
39. ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?
A) অবকাঠামোগত
B) প্ল্যাটফর্মভিত্তিক
C) সফটওয়্যার
D) সবগুলো ✓
40. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
A) বাস টপোলজি
B) রিং টপোলজি
C) স্টার টপোলজি ✓
D) ট্রি টপোলজি
41. একটি কম্পিউটার Boot করতে পারে না যদি তাতে না থাকে-
A) Compiler
B) loader
C) Operating System ✓
D) bootstrap
42. নিচের কোনটি Anti‑virus সফটওয়্যার নয়?
A) ORACLE ✓
B) McAfee
C) Norton
D) Kaspersky
43. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-
A) Machine language ✓
B) C
C) JAVA
D) Python
44. API মানে-
A) Advanced Processing Information
B) Application Processing Information
C) Application Programming Interface ✓
D) Application Processing Interface
45. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
A) ১০‑৩০ মিটার
B) ১০‑৫০ মিটার
C) ১০‑১০০ মিটার ✓
D) ১০‑৩০০ মিটার
46. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
A) Array
B) Linked list
C) stack
D) queue ✓
47. ∆ABC এর ∠A = 40° এবং ∠B = 80° । ∠C এর সমদ্বিখন্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?
A) 110° ✓
B) 100°
C) 90°
D) 80°
48. x + 2⅓ + 2⅔ = 0 হলে, x³ + 6 এর মান কত?
A) 4x
B) 6x
C) ৪
D) 8
49. −8 × −2 = কত
A) ৪
B) 4i
C) −4
D) −4i
50. x − 2 < 3 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 5 < n হবে?
A) m = 1, n = 10
B) m = 2, n = 20 ✓
C) m = 3, n = 30
D) m = 4, n = 40
51. ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল-
A) ২১/৩ বর্গ সেমি.
B) ২৩/২ বর্গ সেমি.
C) ২৫/৩ বর্গ সেমি.
D) ২৭/৩ বর্গ সেমি.
52. 5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
A) 5/12
B) 6/13
C) 11/24
D) 3/8
53. a + b = 7 এবং ab = 12 হলে, 1/a² + 1/b² এর মান কত?
A) 3/25
B) 25/144
C) 31/144
D) 11/49
54. log₂ log\_e e² = ?
A) −2
B) −1
C) 1
D) 2
55. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা
A) ১/২২
B) ১/৬৪
C) ১/৬০
D) ২/৬৫
56. স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণণ গতির দিক—
A) একই দিকে ✓
B) উল্টো দিকে
C) উলম্ব রেখা
D) সমান্তরালে
57. নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা?
A) ১৮^(৩৬)
B) ৫^৩
C) ১৬^(৩১)
D) ৪^১২
58. 0.1 × 3.33 × 7.1 = ?
A) ৭.১৫
B) ৫.১৮
C) ২.৩৬ ✓
D) ১.৯৮
59. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
A) ০.৫% বেড়েছে
B) ০.২৫% বেড়েছে
C) ০.২৫% কমেছে ✓
D) ০.৫% কমেছে
60. ঘড়ি : কাঁটা : : থার্মোমিটার : ?
A) ফারেনহাইট
B) তাপমাত্রা
C) চিকিৎসা
D) পারদ ✓
61. ‘তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন —— সাহেবের কথা’।
A) আইয়ুব খান
B) ইয়াহিয়া খান
C) ভুট্টো ✓
D) কিসিঞ্জার
62. রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
A) পূর্ব
B) পশ্চিম
C) উত্তর
D) দক্ষিণ ✓
63. নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
A) রা ত্র হো অ ✓
B) র বা ধী প নি
C) দ্র তা রি দা
D) সা ব অ ধ্যা
64. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
A) 18
B) ৬৮
C) 81
D) ৪৪
65. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
A) রুয়ান্ডা
B) সিয়েরালিওন ✓
C) সুদান
D) লাইবেরিয়া
66. UDMC এর পূর্ণরূপ হলো-
A) United Disaster Management Centre
B) Union Disaster Management Committee ✓
C) Union Disaster Management Centre
D) None of the above
67. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম
A) আলফা সেন্টাউরি B
B) প্রক্সিমা সেন্টাউরি ✓
C) আলফা সেন্টাউরি A
D) ভেগা
68. গ্রাফিন (Graphene) কার বহুরূপী?
A) কার্বন ও নাইট্রোজেন
B) কার্বন ও অক্সিজেন
C) কার্বন ও হাইড্রোজেন
D) কার্বন ✓
69. মাইক্রোসফট IIS হচ্ছে একটি-
A) ইমেইল সার্ভার
B) ওয়েব সার্ভার ✓
C) ডাটাবেইস সার্ভার
D) ফাইল সার্ভার
70. 5ˣ + 8 × 5ˣ + 16 × 5ˣ = 1 হলে, x এর মান কত?
A) −3
B) −2 ✓
C) −1
D) 2
71. 0.12 + 0.0012 + 0.000012 + … অসীম পর্যন্ত যোগফল-
A) 4/3
B) 4/9
C) 11/29
D) 141/9
72. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
A) ৫% ✓
B) ১০%
C) ২০%
D) ২৫%
73. চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে খরচ অপরিবর্তিত থাকবে?
A) ১১.১%
B) ৮.১৩%
C) ১০%
D) ৮%
74. বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
A) ৯৪০ টাকা
B) ৯৬০ টাকা
C) ৯৬৮ টাকা ✓
D) ৯৮০ টাকা
75. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
A) ৩১
B) ৩২
C) ৩৩ ✓
D) ৩৪
76. পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তাঁরা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
A) শ্বশুর ✓
B) পিতা
C) চাচা
D) ভাই
77. যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
A) রবিবার
B) সোমবার
C) মঙ্গলবার
D) বুধবার ✓
78. কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন?
A) হ্যারল্ড উইলসন
B) এডওয়ার্ড ওসবর্ন উইলসন
C) জন স্টুয়ার্ট মিল
D) ইমানুয়েল কান্ট ✓
79. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো
A) সুশাসন
B) রাষ্ট্র
C) নৈতিকতা
D) সমাজ ✓
80. ‘সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল’। এই অভিমত কোন সংস্থা প্রকাশ করেছে?
A) জাতিসংঘ
B) UNDP
C) এশিয়া উন্নয়ন ব্যাংক
D) বিশ্বব্যাংক ✓
81. “Political Ideals” গ্রন্থের লেখক কে?
A) মেকিয়াভেলি
B) রাসেল ✓
C) প্লেটো
D) এরিস্টটল
82. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
A) অনুচ্ছেদ ১৩
B) অনুচ্ছেদ ১৮ ✓
C) অনুচ্ছেদ ২০
D) অনুচ্ছেদ ২৫
83. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
A) বিভিন্নতা
B) পরিবর্তনশীলতা
C) আপেক্ষিকতা
D) সবগুলো ✓
84. মূল্যবোধ দৃঢ় হয়-
A) গণতন্ত্র চর্চার মাধ্যমে
B) সুশাসনের মাধ্যমে
C) ধর্মের মাধ্যমে
D) শিক্ষার মাধ্যমে ✓
85. প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন-
A) প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় ✓
B) আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
C) সুখ, ভালোত্ব ও প্রেম
D) প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়
86. ‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক’। কে এই উক্তি করেন?
A) এইচ. ডি. স্টেইন
B) এম. ডব্লিউ. পামফ্রে
C) মিশেল ক্যামডেসাস ✓
D) জন স্মিথ
87. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
A) সৈয়দ শামসুল হক ✓
B) সেলিনা হোসেন
C) আখতারুজ্জামান ইলিয়াস
D) শওকত আলী
88. “সবকিছু নষ্টদের অধিকারে যাবে” গ্রন্থটির রচয়িতা কে?
A) সৈয়দ আলী আহসান
B) সুকান্ত ভট্টাচার্য
C) হুমায়ুন আজাদ ✓
D) নির্মলেন্দু গুণ
89. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
A) স্যার এ. এফ. রহমান
B) রমেশচন্দ্র মজুমদার
C) সৈয়দ সাজ্জাদ হোসায়েন
D) বিচারপতি আবু সাঈদ চৌধুরী ✓
90. তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
A) অক্টোপাস
B) কালো বরফ
C) ক্রীতদাসের হাসি
D) নাঢ়াই ✓
91. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়প্ত হয়?
A) বিষের বাঁশি
B) যুগবাণী ✓
C) ভাঙার গান
D) প্রলয় শিখা
92. তারাশঙ্কর বন্দোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসের নাম কী?
A) চৈতালী ঘূর্ণি
B) রক্তের অক্ষর
C) বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
D) ১৯৭১ ✓
93. ‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
A) সোপান
B) সমর্থ ✓
C) সোল্লাস
D) সওয়ার
94. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
A) ছেঁড়াতার
B) কী চাহ হে শঙ্খচিল ✓
C) বাকী ইতিহাস
D) চাকা
95. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?
A) যৌগিক ধ্বনি
B) অক্ষর ✓
C) মৌলিক স্বরধ্বনি
D) বর্ণ
96. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
A) W. B. Yeats
B) Clinton B. Seely ✓
C) অরুন্ধতী রায়
D) অমিতাভ ঘোষ
97. ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’ এর প্রত্যক্ষরূপ হবে-
A) বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
B) বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক
C) বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’ ✓
D) বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
98. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?
A) ময়মনসিংহের ত্রিশাল
B) নওগাঁর পতিসর
C) কুষ্টিয়ার কুমারখালী ✓
D) ঢাকায় পল্টন
99. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
A) শ্রীচৈতন্যদেব ✓
B) রামকৃষ্ণ পরমহংসদেব
C) বিদ্যাপতি
D) কাহ্নপা
100. ‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে?
A) অসীম সাহা
B) সৈয়দ শামসুল হক ✓
C) আবু জাফর ওবায়দুল্লাহ
D) অরুণ বসু
গুরুত্বপূর্ণ ২০টি নোট :
১. ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত দেশজুড়ি
ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে দীর্ঘ ২০ বছরের সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তার নেতৃত্বে ২০১৮ সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার অবসান ঘটায়। নরওয়েজিয়ান নোবেল কমিটি এই অবদানকে “শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রচেষ্টা” হিসাবে স্বীকৃতি দেয়। পুরস্কারের অর্থমূল্য ছিল ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ৯১৮,০০০ মার্কিন ডলার) ।
২. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর
দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর জার্মানির বার্লিনে অবস্থিত। এই সংস্থা বিশ্বব্যাপী দুর্নীতির মাত্রা নিরূপণের জন্য বার্ষিক “করাপশন পারসেপশন ইনডেক্স” প্রকাশ করে। এর কার্যক্রম সরকারি স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হয়।
৩. রোহিঙ্গা গণহত্যার মামলাকারী দেশ
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে (ICJ) মামলা দায়ের করে। ২০১৯ সালে গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা ব্যারো এই মামলার নেতৃত্ব দেন, যা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (OIC) দ্বারা সমর্থিত হয়। মামলাটির ভিত্তি হলো ১৯৪৮ সালের “জেনোসাইড কনভেনশন” লঙ্ঘন ।
৪. বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশক
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNCTAD (United Nations Conference on Trade and Development) প্রতি বছর “ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট” প্রকাশ করে। এই প্রতিবেদনে বৈশ্বিক বিনিয়োগ প্রবণতা, চ্যালেঞ্জ এবং নীতিগত সুপারিশ উপস্থাপিত হয়। UNCTAD-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ।
৫. বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদাদানকারী দেশ
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন বাংলাকে অন্যতম সরকারি ভাষার মর্যাদা দিয়েছে। ২০০২ সালে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রতি সম্মান জানায়। সিয়েরালিওনে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসী বসবাস করেন, যাদের সাংস্কৃতিক অবদান এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে ।
৬. WMD-এর পূর্ণরূপ
সামরিক পরিভাষায় WMD অর্থ Weapon of Mass Destruction (গণবিধ্বংসী অস্ত্র)। এই শ্রেণিতে পারমাণবিক, রাসায়নিক ও জৈব অস্ত্র অন্তর্ভুক্ত, যা ব্যাপক প্রাণহানি ও পরিবেশগত বিপর্যয় ঘটাতে সক্ষম। আন্তর্জাতিক আইন অনুযায়ী, WMD-এর ব্যবহার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে বিবেচিত হয় ।
৭. করোনা মহামারি ঘোষণাকারী সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০২০ সালের ১১ মার্চ কোভিড-১৯-কে “গ্লোবাল প্যানডেমিক” (বৈশ্বিক মহামারি) ঘোষণা করে। এই ঘোষণার ভিত্তি ছিল বিশ্বজুড়ে সংক্রমণের ব্যাপক বিস্তার ও মৃত্যুহার। WHO মহামারি মোকাবিলায় স্বাস্থ্য নীতি সমন্বয় ও টিকা বিতরণের নির্দেশিকা প্রদান করে ।
৮. নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা
আলফ্রেড নোবেল সুইডিশ রসায়নবিদ ও শিল্পপতি ১৮৯৫ সালে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেন। ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত নোবেল মৃত্যুর পর তার সম্পদ পুরস্কার তহবিলে দান করেন। প্রথম পুরস্কার দেওয়া হয় ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য ক্ষেত্রে ।
৯. হার্ট থেকে রক্ত বহনকারী রক্তনালী
ধমনী (Artery) হৃৎপিণ্ড থেকে অক্সিজেনসমৃদ্ধ রক্ত শরীরের বিভিন্ন অংশে বহন করে। এগুলির প্রাচীর পুরু ও পেশীবহুল, যা উচ্চ চাপ সহ্য করতে সক্ষম। প্রধান ধমনী “অ্যাওর্টা” হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হয়। ধমনীর বিপরীতে শিরা (Vein) অক্সিজেনবিহীন রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে ।
১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকারী উপাচার্য
১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যার প্রতিবাদে বিচারপতি আবু সাঈদ চৌধুরী উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের সময় ছাত্র-শিক্ষক হত্যার ঘটনায় তার এই সিদ্ধান্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি সাহসী প্রতিবাদ হিসাবে স্বীকৃত ।
১১. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রচয়িতা
ভারতীয় লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে “১৯৭১” উপন্যাস রচনা করেন। বইটি ১৯৭২ সালে প্রকাশিত হয় এবং যুদ্ধকালীন বাঙালির সংগ্রাম, শরণার্থীদের দুর্ভোগ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে। এই রচনা দুই দেশের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক ।
১২. সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার
সৈয়দ শামসুল হক মাত্র ২৮ বছর বয়সে ১৯৬৬ সালে তার কাব্যগ্রন্থ “পরানের গহীন ভিতর”-এর জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি কবিতা, উপন্যাস ও নাটকে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক রচনার জন্য বিখ্যাত। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ включает “নূরুলদীনের সারাজীবন” ।
১৩. “গ্রামবার্তা প্রকাশিকা”-এর প্রকাশস্থল
বাংলাদেশের প্রথম সচিত্র পত্রিকা “গ্রামবার্তা প্রকাশিকা” কুষ্টিয়ার কুমারখালী থেকে ১৮৬৩ সালে হরিনাথ মজুমদার (কাঙ্গাল হরিনাথ) সম্পাদনায় প্রকাশিত হয়। এই পত্রিকা ব্রিটিশ শাসন ও স্থানীয় জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের কণ্ঠস্বর ছিল। এতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনাও প্রকাশিত হতো ।
১৪. আইনের শাসন সূচকে শীর্ষ দেশ
২০২০ সালের ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (WJP) রুল অফ ল ইনডেক্সে ডেনমার্ক শীর্ষস্থান অধিকার করে। এই সূচক ১২৮টি দেশে ন্যায়বিচার, স্বচ্ছতা, দুর্নীতির অনুপস্থিতি ও মৌলিক অধিকার সুরক্ষার মূল্যায়ন করে। ডেনমার্কের স্কোর ছিল ০.৯০ (১.০ এর মধ্যে), যা তার শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতিফলন ।
১৫. ইনকা সভ্যতার অবস্থান
দক্ষিণ আমেরিকার আন্দেস পর্বতমালায় (বর্তমান পেরু, বলিভিয়া ও ইকুয়েডর) ইনকা সভ্যতা গড়ে উঠেছিল। ১৪৩৮ থেকে ১৫৩৩ সাল পর্যন্ত বিস্তৃত এই সভ্যতা “মাচু পিচু” নগরী ও প্রশস্ত সড়ক ব্যবস্থার জন্য বিখ্যাত। স্প্যানিশ কনকুইস্টাডর ফ্রান্সিসকো পিজারোর হাতে তাদের পতন ঘটে ।
১৬. এশিয়া ও আফ্রিকার বিভাজক প্রণালী
বাব-আল-মান্দেব প্রণালী এশিয়া (ইয়েমেন) ও আফ্রিকা (জিবুতি) মহাদেশকে পৃথক করেছে। লোহিত সাগরকে অ্যাডেন উপসাগরের সাথে সংযুক্তকারী এই প্রণালীর প্রশস্ততা প্রায় ৩০ কিমি। এর নাম আরবি ভাষায় “বাব-আল-মান্দেব” অর্থ “বিয়োগের দরজা”, যা ঐতিহাসিকভাবে দাস ব্যবসার সাথে যুক্ত ।
১৭. রাশিয়ার সামরিক ঘাঁটিসমৃদ্ধ দেশ
ভিয়েতনামে রাশিয়ার ক্যাম রান বে নৌঘাঁটি রয়েছে, যা ২০১৬ সালে চুক্তির মাধ্যমে পুনরায় সক্রিয় করা হয়। এই ঘাঁটি প্রশান্ত মহাসাগরে রাশিয়ার কৌশলগত উপস্থিতি জোরদার করে। সোভিয়েত ইউনিয়ন আমল থেকেই ভিয়েতনাম রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, বিশেষত প্রতিরক্ষা ও শক্তি খাতে ।
১৮. প্রোটিন গঠনের মূল উপাদান
অ্যামিনো অ্যাসিড প্রোটিনের মূল গাঠনিক উপাদান। প্রাণীদেহে ২০টি প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যেগুলো পেপটাইড বন্ধনের মাধ্যমে শৃঙ্খলিত হয়ে প্রোটিন গঠন করে। মানবদেহ ৯টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড নিজে তৈরি করতে পারে না, যা খাদ্য থেকে গ্রহণ করতে হয়। মাংস, ডিম ও ডাল এগুলির উৎস ।
১৯. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট উপাদান
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি, যার গলনাঙ্ক ৩,৪২২°C। এই উচ্চ তাপসহিষ্ণুতা ফিলামেন্টকে তাপদীপ্ত হয়ে আলো উৎপাদনে সক্ষম করে। টমাস এডিসন কার্বন ফিলামেন্ট ব্যবহার করলেও ১৯০৬ সালে উইলিয়াম কুলিজ টাংস্টেন ফিলামেন্টের আধুনিক সংস্করণ উদ্ভাবন করেন।
২০. ‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি
সৈয়দ শামসুল হক রচিত “পরানের গহীন ভিতর” (১৯৮০) বাংলা সাহিত্যের একটি যুগান্তকারী কাব্যগ্রন্থ। এই গ্রন্থে ব্যক্তিগত বিষাদ, জাতীয়তাবাদ ও অস্তিত্বের সংকটকে শিল্পিত ভাষায় প্রকাশ করা হয়েছে। কাব্যটি তার রচনাভাষার জন্য প্রশংসিত এবং এটি তাকে ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এনে দেয় ।