1. কোন দেশটি বিশ্বের সুগার বাউল (Sugar Bowl) হিসেবে পরিচিত?
A. ইউক্রেন
B. ব্রাজিল ✓
C. রাশিয়া
D. ফিলিপাইন
2. কোন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশসমূহের জন্য Loass and Damage Fund গঠন করা হয়?
A. COP 27 ✓
B. COP 26
C. COP 25
D. COP 22
3. কোন চুক্তিতে International Emissions Trading অনুমোদন দেয়া হয়?
A. প্যারিস চুক্তি
B. কিয়োটো প্রটোকল ✓
C. মন্ট্রিল প্রটোকল
D. বাসেল কনভেনশন
4. বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন কোথায় প্রতিষ্ঠিত হয়?
A. লন্ডন
B. নিউইয়র্ক
C. কলকাতা ✓
D. দিল্লী
5. ৩৮° উত্তর অক্ষাংশ নিম্নোক্ত কোন দুটি দেশের সাথে সম্পর্কিত?
A. ইসরাইল ও প্যালেস্টাইন
B. মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা
C. ইউক্রেন ও রাশিয়া
D. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া ✓
6. CEDAW-এর বিষয়বস্তুর সাথে কারা সম্পর্কিত?
A. নারী ✓
B. শিশু
C. জলবায়ু
D. কৃষি
7. নিম্নে উল্লিখিতদের মধ্যে কারা শরণার্থী নয়?
A. বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা জনগোষ্ঠী ✓
B. তুরস্কে অবস্থিত সিরিয় জনগোষ্ঠী
C. পোল্যান্ডে অবস্থিত ইউক্রেনীয় জনগোষ্ঠী
D. পাকিস্তানে অবস্থিত আফগান জনগোষ্ঠী
8. ওসরোইন (Osroene) রাজ্য (খ্রিষ্টপূর্ব ২য় শতাব্দী – খ্রিষ্টাব্দ ৩য় শতাব্দী) অন্য যে নামে পরিচিত—
A. মেসোপটেমিয়া রাজ্য
B. মেসিডোনিয়া রাজ্য
C. আবগারিদ রাজ্য
D. এডেসা রাজ্য ✓
9. দোহা চুক্তি ২০২০ হলো—
A. কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি
B. সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে শান্তি চুক্তি
C. যুক্তরাজ্য এবং বাহরাইনের মধ্যে শান্তি চুক্তি
D. আফগানিস্তানে যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র এবং তালিবান এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি ✓
10. The Indian Ocean Rim Association (IORA) প্রতিষ্ঠিত হয়—
A. ১৯৯৭ সালে ✓
B. ১৯৯৯ সালে
C. ২০০৯ সালে
D. ২০১৭ সালে
11. অক্টোবর ২০২২ সালে অনুষ্ঠিত ৬ষ্ঠ সিআইসিএ (CICA) সামিট-এ কোন দেশকে সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করা হয়?
A. আরব আমিরাত (UAE)
B. কুয়েত ✓
C. আফগানিস্তান
D. ইন্দোনেশিয়া
12. শারম-আল-শেখ নিম্নের কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত?
A. সিনাই উপদ্বীপের মরুভূমি এবং লোহিত সাগরের মধ্যে ✓
B. ইসরাইল ও পূর্ব গাজা উপত্যকার মধ্যে
C. সিরিয়া এবং সুদানের মধ্যে
D. লিবিয়া এবং ইসরাইলের মধ্যে
13. জলবায়ুর জন্য কৃষি উদ্ভাবন মিশন (The Agriculture Innovation Mission for Climate) যৌথ উদ্যোগটি নিম্নের কোন দুটি দেশ/সংস্থার মাধ্যমে হয়েছে?
A. যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাত ✓
B. যুক্তরাজ্য এবং সৌদি আরব
C. ইফাদ (IFAD) এবং ফাও (FAO)
D. বিশ্ব ব্যাংক (World Bank) এবং ফাও (FAO)
14. “Net Zero Emissions”-এর লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে নির্ধারণ করা হয়েছে?
A. ২০৩০
B. ২০৪১
C. ২০৫০ ✓
D. ২১০০
15. কোন দেশ Vulnerable Group 20 (V20)-এর সদস্য নয়?
A. ভারত ✓
B. বাংলাদেশ
C. ভুটান
D. পূর্ব তিমুর
16. কোন সংস্থা Global Innovation Index প্রকাশ করে?
A. WIPO ✓
B. UNDP
C. UNESCO
D. UNIDO
17. কোন সংস্থা New Development Bank (NDB) প্রতিষ্ঠা করেছিল?
A. World Bank
B. JICA
C. BRICS ✓
D. IMF
18. ভৌগোলিকভাবে নিম্নের কোন দেশ Double Land Locked?
A. নেপাল
B. উজবেকিস্তান ✓
C. আফগানিস্তান
D. বেলারুশ
19. বাংলাদেশের কোন অঞ্চল তুলনামূলকভাবে বৃষ্টিবহুল অঞ্চল হিসেবে স্বীকৃত?
A. দক্ষিণ-পশ্চিমাঞ্চল
B. উত্তর-পশ্চিমাঞ্চল
C. উত্তর-পূর্বাঞ্চল ✓
D. মধ্যবর্তী অঞ্চল
20. নিম্নের কোন বিষয়টি ভূ-রাজনীতির সাথে সংশ্লিষ্ট?
A. মৌলভীবাজার
B. জয়পুরহাট
C. খুলনা ✓
D. বরিশাল
21. নিম্নের কোন জেলায় চুনাপাথরের মজুদ রয়েছে?
A. মৌলভীবাজার
B. জয়পুরহাট ✓
C. খুলনা
D. বরিশাল
22. ভারতের কোন রাজ্য বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী?
A. কেরালা
B. মেঘালয় ✓
C. বিহার
D. ওডিশা
23. নিম্নের কোনটি কৃত্রিম হৃদ নয়?
A. কাপ্তাই লেক
B. বগা লেক ✓
C. হাতিরঝিল লেক
D. ফয়েজ লেক
24. নিম্নের কোন ধরণের বনে জোয়ার-ভাটার প্রভাব রয়েছে?
A. দিনাজপুরের শালবন
B. মধুপুর গড়ের বনভূমি
C. বান্দরবানের পাহাড়ী বনভূমি
D. খুলনার সুন্দরবন ✓
25. নিম্নের কোন সংস্থাটি দুর্যোগ ঝুঁকি নিরসন বিষয়ক কার্যক্রমের সাথে সম্পৃক্ত?
A. UNEPA
B. FAO
C. UNDRR ✓
D. UNESCO
26. ডাউকি চ্যুতি নিম্নের কোন ধরণের দুর্যোগ ঝুঁকির সাথে সম্পৃক্ত?
A. ঘূর্ণিঝড়
B. বন্যা
C. ভূমিকম্প ✓
D. বজ্রপাত
27. পাদদেশীয় সমভূমি কী ধরণের বন্যা কবলিত হয়?
A. জলোচ্ছ্বাসজনিত বন্যা
B. নদীজ বন্যা ✓
C. জোয়ার-ভাটাজনিত বন্যা
D. ঝটতি/আকস্মিক বন্যা
28. বাংলাদেশের একমাত্র মুসলিম নৃ-গোষ্ঠী কোনটি?
A. পাওন ✓
B. খিয়াং
C. সাঁওতাল
D. মারমা
29. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে যুক্তফ্রন্ট সরকার গঠন করলে সে সরকার কতদিন স্থায়ী হয়েছিল?
A. ৮০ দিন
B. ১০০ দিন
C. ৫৬ দিন ✓
D. ৬০ দিন
30. বাংলাদেশের ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে ইউনেস্কো কবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে?
A. ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ✓
B. ২০০০ সালের ২৬ মার্চ
C. ১৯৯৫ সালের ১৮ নভেম্বর
D. ২০০০ সালের ১৬ ডিসেম্বর
31. বাংলাদেশের জাতীয় সংসদের তিনশততম আসন কোনটি?
A. রাঙ্গামাটি
B. বান্দরবান ✓
C. খাগড়াছড়ি
D. টেকনাফ
32. বাংলাদেশ বিমানের প্রতীক ‘বলাকার’ ডিজাইনার কে?
A. কামরুল হাসান ✓
B. বিমান চাঁদ মল্লিক
C. বিমান বিহারী মল্লিক
D. অনীক রেজা
33. ১৯৫২ সালের ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দিয়েছিল?
A. স্বজাত্য বোধ
B. দ্বীজাতি তত্ত্ব
C. অসাম্প্রদায়িক মনোভাব
D. বাঙালি জাতীয়তাবাদ ✓
34. বলশেভিক বিপ্লব-এর পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল?
A. সেন্ট পিটার্সবার্গ
B. কিয়েভ
C. পেট্রোগ্রাড ✓
D. মস্কো
35. নর্ডস্ট্রিম (Nord Stream) গ্যাস পাইপলাইনটি কোন সাগরের নিচে দিয়ে গেছে?
A. বাল্টিক সাগর ✓
B. কৃষ্ণ সাগর
C. কাস্পিয়ান সাগর
D. ভূমধ্যসাগর
36. ১৮৫৭ সাল থেকে ১৯৪৭ সালকে বলা হয়—
A. ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসন
B. ব্রিটিশ সরকারি শাসন ✓
C. মোগল শাসন
D. নবাবী শাসন
37. বাংলাদেশের শ্রমশক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
A. 20–40
B. ৪০–৬০
C. ৩৫–৮০
D. ২৫–৫০
38. পাটের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করেন কে?
A. ডঃ মাকসুদুল আল ✓
B. ডঃ মাকসুদুর রহমান
C. মাসকুদ আলম পাটোয়ারী
D. মাকসুদ শাহ কোরেশী
39. বাংলাদেশের কৃষি ঐতিহ্য সিস্টেম কোনটি?
A. জুম চাষ
B. চা বাগান
C. ভাসমান চাষ ✓
D. বরেন্দ্র এলাকার চাষ পদ্ধতি
40. ভ্যাট একটি—
A. প্রত্যক্ষ কর
B. পরিপূরক কর
C. উন্নয়ন কর
D. পরোক্ষ কর ✓
41. ঐতিহাসিক ‘ছয় দফায়’ যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না—
A. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
B. বিচার ব্যবস্থা ✓
C. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
D. শাসনতান্ত্রিক কাঠামো
42. ‘খেলাঘর’ আসলে কী?
A. শিশু সংগঠন ✓
B. সাংস্কৃতিক সংগঠন
C. ক্রীড়া সংগঠন
D. সামাজিক সংগঠন
43. ২০২২ সালের জনশুমারী অনুযায়ী বাংলাদেশের বর্তমান কত শতাংশ লোক শহরে বাস করে?
A. 40.00
B. ৩৬.৩০
C. ২৮.৫৮
D. ৩১.৫১ ✓
44. ২০২২ সালের জনশুমারী অনুযায়ী বাংলাদেশের বর্তমান বার্ষিক গড় জনসংখ্যা বৃদ্ধির হার কত?
A. ২.০৪ শতাংশ
B. ১.২২ শতাংশ ✓
C. ১.৫০ শতাংশ
D. ১.৪৪ শতাংশ
45. বাংলাদেশের প্রায় কত শতাংশ জনগোষ্ঠী বর্তমানে সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা পেয়ে থাকে?
A. ৩০%
B. ৪২%
C. ২৫%
D. ৩৪% ✓
46. বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে?
A. মালয়েশিয়া
B. সৌদি আরব ✓
C. ভারত
D. জাপান
47. ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ কোথায় অবস্থিত?
A. গাজীপুরের কালিয়াকৈর ✓
B. ময়মনসিংহের ফুলপুর
C. নারায়ণগঞ্জের আড়াইহাজার
D. যশোরের শার্শা
48. সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে?
A. ২৮
B. ২৫
C. ২৩(ক)
D. ১৮(ক) ✓
49. ডাক বিভাগের EPP সার্ভিসের পূর্ণরূপ কী?
A. Electronic Parcel ✓
B. Excess Payment Parcel
C. Express Parcel Payment
D. Express Parcel Post
50. রাজনৈতিক দল ‘আওয়ামী মুসলিম লীগ’ কত সালে গঠিত হয়?
A. ১৯৪৯ সালে ✓
B. ১৯৫২ সালে
C. ১৯৬৬ সালে
D. ১৯৬৮ সালে
51. বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
A. দশম সংশোধনী
B. সপ্তম সংশোধনী
C. দ্বাদশ সংশোধনী ✓
D. ষষ্ঠ সংশোধনী
52. স্থানীয় সরকার পর্যায়ে ইউনিয়ন পরিষদে ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা কত জন?
A. ১২ জন ✓
B. ১৫ জন
C. ১৬ জন
D. ১৯ জন
53. বাংলাদেশের প্রথম ‘সেচ প্রকল্প’ কোনটি?
A. ডি এন্ড ডি প্রকল্প
B. জি. কে. প্রকল্প ✓
C. মুহুরী প্রকল্প
D. তিস্তা প্রকল্প
54. ‘আগড়’ গাছ প্রধানত কোথায় জন্মে?
A. মধুপুর বন
B. গাজীপুর শাল বন
C. সিলেট বনাঞ্চল ✓
D. সুন্দরবন
55. বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক কে?
A. ডঃ জিনাত হুদা
B. সারিয়া সুলতানা
C. সুফিয়া আহমেদ ✓
D. তাহমিদা আহমেদ
56. বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে?
A. মাননীয় প্রধানমন্ত্রী ✓
B. মাননীয় অর্থমন্ত্রী
C. মাননীয় পরিকল্পনা মন্ত্রী
D. মাননীয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী
57. নিম্নের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
A. নির্বাচন কমিশন
B. সুপ্রিম কোর্ট
C. সরকারি কর্ম কমিশন
D. দুর্নীতি দমন কমিশন ✓
58. বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক জলপ্রপাত কোথায় অবস্থিত?
A. মৌলভীবাজার জেলার বড়লেখা
B. কক্সবাজার জেলার রামু
C. লালমনিরহাট জেলার আদিতমারী
D. বান্দরবান জেলার রোয়ংছড়ি ✓
59. বাংলাদেশের দীর্ঘতম পদ্মাসেতু কত তারিখে উদ্বোধন করা হয়?
A. ১৫ জুন ২০২২
B. ২৫ জুন ২০২২ ✓
C. ২৫ জুলাই ২০২২
D. ২৮ জুলাই ২০২২
60. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আক্রান্ত হওয়া বাংলাদেশী জাহাজের নাম—
A. বাংলার অগ্রদূত
B. বাংলার জয়যাত্রা
C. বাংলার সমৃদ্ধি ✓
D. বাংলার অগ্রযাত্রা
61. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
A. 2
B. 3
C. 4
D. 5
62. একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো; ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
A. ৪০০০ টাকা
B. ৪৫০০ টাকা
C. ৫০০০ টাকা ✓
D. ৫৫০০ টাকা
63. বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকায় ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
A. ১৩৫ টাকা
B. ১৪৫ টাকা
C. ১৫০ টাকা
D. ১৫৫ টাকা ✓
64. (1 + x)^(1/3) + (1 – x)^(1/3) = 2^(1/3) হলে x এর মান কত?
A. ±1 ✓
B. ±2
C. ±3
D. ±4
65. যদি 16^(2x+4) = 4^(3x+3) হয়, তবে x এর মান কত?
A. -1
B. 1
C. 13/5
D. -5 ✓
66. 1/(2x+1) + 1/(2x+1)^2 + 1/(2x+1)^3 + … একটি গুণোত্তর ধারা। যদি x = 1 হয়, তবে ধারাটির সাধারণ অনুপাত কত?
A. 2/3
B. 1/3 ✓
C. 4/3
D. 5/3
67. log₅(5^5⁵) এর মান কত?
A. 1
B. 5
C. 3
D. 2
68. ২০ মিটার ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার বাগানের চারপাশে যদি ১ মিটার প্রস্থের একটি রাস্তা থাকে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত?
A. ২১π বর্গমি. ✓
B. ৪১ বর্গমি.
C. ২১ বর্গমি.
D. ৪১π বর্গমি.
69. 9a³b³c³, 12a²bc, 12ab³c³ এর গ.সা.গ. কত?
A. abc
B. a²b²c²
C. a³b³c³
D. 3abc ✓
70. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে x এর মান কোনটি?
A. 2 সে.মি.
B. 3 সে.মি.
C. ২ সে.মি.
D. ৩ সে.মি.
71. একটি ফাংশন f: ℝ→ℝ, f(x)=2x+1 দ্বারা সংজ্ঞায়িত হলে, f⁻¹(2) এর মান হবে—
A. ০
B. 1/3
C. 1/2 ✓
D. 1/
72. যদি P={x: x এর গুণিতক ২ এবং x ≤ 8} এবং Q={x: x এর গুণিতক ৪ এবং x ≤ 12} হয়, তবে P∩Q এর মান কত?
A. {4,8} ✓
B. 6
C. {2,4,8}
D. {4,6,8,12}
73. যদি x+y=4 হয়, তবে x³+y³+12xy এর মান কত?
A. 32
B. 48
C. 64 ✓
D. 40
74. X³−2Y=1, X⁴+3Y=3 এর সমাধান সেট হবে—
A. {6,−2}
B. {6,2}
C. {−6,2}
D. {−6,−2}
75. যদি a+1/a=3 হয়, তবে a³+1/a³ এর মান কত?
A. ৯
B. ১৮ ✓
C. ২১
D. ২৭
76. নিচের শব্দজোড়ার সাথে অতিরিক্ত চারটি শব্দজোড়ার মধ্যে কোনটির একই ধরণের যৌক্তিক সম্পর্ক রয়েছে?
Team : Coach
A. Car : Machine
B. Cooking : Chef
C. Musicians : Conductor ✓
D. Fruit : Grocer
77. অসম্পূর্ণ বাক্যটির শূন্যস্থানের নিচের কোন বিকল্প শব্দজোড়া বসবে?
_________ is to RIVER as COAST is to”
A. FLOOD – BEACH
B. BANK – SEA ✓
C. FLOOD – SEA
D. TIDE – BEACH
78. সকল পেঁচাই দেখতে পায় এবং যে সকল পাখি রাতে দেখতে পারে তারা কালো নয়। এ প্রেক্ষিতে নিচের কোন উক্তিটি অবশ্যই সত্য?
A. Black ravens don’t have night vision
B. All owls are not black ✓
C. Birds that are black lack night vision
D. All of the above
79. নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?
CBA WVU IHG TSR ?
A. NOM
B. MON
C. ONM ✓
D. NMO
80. পাঁচটি প্লেন একই সাথে এয়ারপোর্ট ছেড়ে গেল। প্লেন-B, প্লেন-A এবং প্লেন-D এর পূর্বে তবে প্লেন-C এর পরে গন্তব্যে পৌঁছাল। প্লেন-E, প্লেন-D এর আগে কিন্তু প্লেন-A এর পরে পৌঁছাল। কোন প্লেনটি সবার শেষে গন্তব্যে পৌঁছাল?
A. প্লেন-A
B. প্লেন-B
C. প্লেন-D ✓
D. প্লেন-E
81. আব্দুল করিমের বর্তমান বয়স তার পিতার বয়সের ১/৬ ভাগ। দুজনের বর্তমান বয়সের পার্থক্য ৩৫ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
A. ৩২ বছর
B. ৪২ বছর ✓
C. ৪৪ বছর
D. ৫২ বছর
82. যদি ০.৫×ক=০.০০০৩ হয়, তাহলে ‘ক’ এর মান কত?
A. ০.৬
B. ০.০৬
C. ০.০০৬
D. ০.০০০৬ ✓
83. প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিচের A, B, C এবং D-এর মধ্যে কোন বিকল্পটি বসবে?
A. a
B. B
C. C
D. D
84. কোন বানানটি সঠিক?
A. Millanium
B. Millaniem
C. Millanniem
D. Millennium ✓
85. নিচের কোন নাম্বারটি ব্যতিক্রম?
8, ৩২, ১৪৪, ১৭, ২৮, ১২২, ১৮, ৬৪, ১৮৮, ৩২২, ১৪, ২০২
A. ১৪৪
B. ৩২২
C. ৬৪
D. ১৭
86. BANGLADESH শব্দটিতে কোন বর্ণ পানিতে ও দেখতে একই রকম?
A. a
B. H ✓
C. e
D. H ও E
87. ‘জলকুন্তল’ শব্দের অর্থ কী?
A. শৈবাল ✓
B. গাঙচিল
C. শুশুক
D. পদ্মফুল
88. আয়নায় দেখা গেল ঘড়িতে ৯:৩০ মিনিট বাজে। তখন প্রকৃতপক্ষে সময় কত?
A. ৪:৩০
B. ৩:৩০
C. ৬:৩০
D. ২:৩০ ✓
89. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A. ১০
B. ২৫
C. ৫০
D. ১০০
90. কোন বানানটি শুদ্ধ?
A. অমানিশী
B. অমানিশি ✓
C. অমানীশী
D. অমানীশি
91. সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা কোনটি?
A. দারিদ্র্য
B. শিক্ষার অভাব
C. দুর্নীতি ✓
D. স্বেচ্ছাচারিতা
92. ‘সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল’—কোন সংস্থা এ অভিমত প্রকাশ করেছে?
A. এশিয়া উন্নয়ন ব্যাংক
B. জাতিসংঘ
C. বিশ্ব ব্যাংক ✓
D. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
93. সুশাসন প্রতিষ্ঠিত হলে কি নিশ্চিত হবে?
A. টেকসই উন্নয়ন ✓
B. গণমাধ্যমের স্বাধীনতা
C. দারিদ্র্য বিমোচন
D. স্বচ্ছতা ও জবাবদিহিতা
94. তথ্য অধিকার আইন প্রথম চালু হয় কোন দেশে?
A. জার্মানি
B. ফ্রান্স
C. স্কটল্যান্ড
D. সুইডেন ✓
95. ই-গভর্নেন্সের মূল লক্ষ্য কী?
A. তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা
B. সুশাসন প্রতিষ্ঠা করা ✓
C. দারিদ্র্য বিমোচন
D. উচ্চ শিক্ষার মান উন্নয়ন
96. ‘Principia Ethica’ গ্রন্থটির রচয়িতা কে?
A. জি. ই. ম্যুর ✓
B. বার্ট্রান্ড রাসেল
C. উইলিয়াম লিলি
D. জন লক
97. নৈতিকতা ও মূল্যবোধ অর্জনের প্রধান উৎস—
A. শিক্ষা প্রতিষ্ঠান
B. ধর্মীয় প্রতিষ্ঠান
C. সমাজ
D. পরিবার ✓
98. যে দার্শনিক নৈতিকতা সদিচ্ছার সাথে যুক্ত করেছেন—
A. কার্ল মার্ক্স
B. দেকার্ত
C. জে. এস. মিল
D. ইমানুয়েল কান্ট ✓
99. ‘পরানীতিবিদ্যা’-এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?
A. etymology
B. Meta-etchis ✓
C. Meta-physics
D. Meta-physics *(Note: duplicated—but অনুযায়ী দেয়া হয়েছে)*
100. সরকারের কর্তব্য হলো—
A. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
B. আইনের শাসন প্রতিষ্ঠা করা
C. জবাবদিহিতা নিশ্চিত করা
D. উপরের সবকটি ✓
২০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের নোট:
প্রশ্ন ২: COP 27 সম্মেলন
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য Loss and Damage Fund গঠিত হয় ২০২২ সালের COP 27 সম্মেলনে (মিশরে অনুষ্ঠিত)। এই তহবিলের উদ্দেশ্য হলো জলবায়ু-সংক্রান্ত দুর্যোগে ক্ষয়ক্ষতির সম্মুখীন দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা। এটি উন্নয়নশীল দেশগুলোর দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন।
প্রশ্ন ৩: আন্তর্জাতিক কার্বন বাণিজ্য
কিয়োটো প্রটোকল (১৯৯৭) আন্তর্জাতিক কার্বন বাণিজ্য (International Emissions Trading) অনুমোদন করে। এই ব্যবস্থার মাধ্যমে দেশগুলো তাদের নির্ধারিত কার্বন নির্গমন সীমা অর্জনে বাণিজ্যিক লেনদেন করতে পারে। প্যারিস চুক্তি (২০১৫) এই প্রক্রিয়াকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেয়।
প্রশ্ন ৮: ওসরোইন রাজ্য
প্রাচীন ওসরোইন রাজ্য (খ্রিষ্টপূর্ব ২য় শতাব্দী – খ্রিষ্টাব্দ ৩য় শতাব্দী) এডেসা রাজ্য নামে পরিচিত ছিল। বর্তমান তুরস্কের সানলিউরফা অঞ্চলে অবস্থিত এই রাজ্য রোমান ও পারসিক সাম্রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সেতুবন্ধন ছিল।
প্রশ্ন ১০: IORA প্রতিষ্ঠা
Indian Ocean Rim Association (IORA) প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। এই আঞ্চলিক সংস্থার লক্ষ্য ভারত মহাসাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও নিরাপত্তা সংলাপ জোরদার করা। বাংলাদেশ ১৯৯৯ সালে এর সদস্যপদ লাভ করে।
প্রশ্ন ১৪: নেট জিরো নির্গমন
Net Zero Emissions-এর বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০৫০ সাল পর্যন্ত। এর অর্থ হলো এই বছরের মধ্যে কার্বন নির্গমন এবং প্রাকৃতিকভাবে কার্বন শোষণের পরিমাণ সমান করা, যাতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১.৫°C-এ সীমাবদ্ধ থাকে।
প্রশ্ন ১৫: V20 গ্রুপ
Vulnerable Twenty (V20) জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫৫টি দেশের জোট। ভুটান, বাংলাদেশ ও পূর্ব তিমুর সদস্য হলেও ভারত এই গ্রুপের অন্তর্ভুক্ত নয়। V20-এর মূল উদ্দেশ্য জলবায়ু অর্থায়ন ও অভিযোজন কৌশল উন্নয়ন।
প্রশ্ন ১৭: নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
BRICS দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) New Development Bank (NDB) প্রতিষ্ঠা করে ২০১৪ সালে। এই ব্যাংকের লক্ষ্য সদস্য ও অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা।
প্রশ্ন ১৮: ডাবল ল্যান্ডলকড দেশ
উজবেকিস্তান একটি Double Land Locked দেশ, অর্থাৎ এটি এমন একটি স্থলবেষ্টিত দেশ যার সব প্রতিবেশী দেশও স্থলবেষ্টিত (কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ইত্যাদি)। বৈশ্বিকভাবে মাত্র দুটি দেশ এই বিভাগে পড়ে (অন্যটি লিশটেনস্টাইন)।
প্রশ্ন ২৪: সুন্দরবনের বৈশিষ্ট্য
খুলনার সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং এটি জোয়ার-ভাটার প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত। লবণাক্ত পানির এই বাস্তুতন্ত্র রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণসহ বহু বিপন্ন প্রজাতির আবাসস্থল।
প্রশ্ন ২৬: ভূমিকম্পের ঝুঁকি
ডাউকি চ্যুতি (চিটাগং-মিয়ানমার চ্যুতি) বাংলাদেশে ভূমিকম্পের প্রধান উৎস। এটি সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে সক্রিয়। ভূতাত্ত্বিক গবেষণা অনুযায়ী, এই চ্যুতিতে ৭+ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
প্রশ্ন ২৯: যুক্তফ্রন্ট সরকার
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি জয়ী হয়। তবে এই সরকার মাত্র ৫৬ দিন ক্ষমতায় থাকার পর পাকিস্তান কেন্দ্রীয় সরকার ৯২(ক) ধারা প্রয়োগ করে এটি বাতিল করে দেয়।
প্রশ্ন ৩০: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বাংলাদেশের ২১ ফেব্রুয়ারিকে ইউনেস্কো ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এটি জাতিসংঘের ইতিহাসে প্রথম কোনো সাংস্কৃতিক ঘটনার স্বীকৃতি, যা বাংলাদেশের উদ্যোগে গৃহীত হয়।
প্রশ্ন ৩৩: ভাষা আন্দোলনের ভাবাদর্শ
১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনা করে। এই আন্দোলন ধর্মভিত্তিক ‘দ্বিজাতিতত্ত্ব’-এর বিপরীতে ভাষা ও সংস্কৃতিভিত্তিক অসাম্প্রদায়িক জাতিসত্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রশ্ন ৪৮: পরিবেশ সংরক্ষণ
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৮(ক) অনুযায়ী, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী রক্ষায় বাধ্যবাধকতা বহন করে। এটি টেকসই উন্নয়নের সাংবিধানিক ভিত্তি।
প্রশ্ন ৫১: সংসদীয় সরকার পুনঃপ্রতিষ্ঠা
বাংলাদেশে সংবিধানের ১২তম সংশোধনী (১৯৯১) এর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিলুপ্ত হয় এবং প্রধানমন্ত্রী শাসিত সরকার কাঠামো ফিরিয়ে আনা হয়।
প্রশ্ন ৫৭: সাংবিধানিক প্রতিষ্ঠান
দুর্নীতি দমন কমিশন (ACC) বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। এটি ২০০৪ সালের ‘দুর্নীতি দমন কমিশন আইন’ দ্বারা গঠিত, অন্যদিকে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট ও পিএসসি সংবিধানের সরাসরি অধীন।
প্রশ্ন ৯১: সুশাসনের প্রতিবন্ধকতা
দুর্নীতি সুশাসন প্রতিষ্ঠার প্রধান প্রতিবন্ধকতা। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসনকে দুর্বল করে, যা টেকসই উন্নয়ন, ন্যায়বিচার ও সরকারি সেবার মান হ্রাস করে। বিশ্বব্যাংকের মতে, দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বড় অন্তরায়।
প্রশ্ন ৯৪: তথ্য অধিকার আইন
সুইডেন বিশ্বে প্রথম তথ্য অধিকার আইন (১৭৬৬) চালু করে। “প্রেস ফ্রিডম অর্ডিন্যান্স” নামে এই আইন সরকারি দলিল জনগণের জন্য উন্মুক্ত করে। বাংলাদেশে অনুরূপ আইন প্রণীত হয় ২০০৯ সালে।
প্রশ্ন ৯৫: ই-গভর্নেন্সের লক্ষ্য
ই-গভর্নেন্সের মূল লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা করা। ডিজিটাল সেবার মাধ্যমে সরকারি কার্যক্রমের স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি, নাগরিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং দুর্নীতি হ্রাস এই ব্যবস্থার কেন্দ্রীয় উদ্দেশ্য।
প্রশ্ন ১০০: সরকারের কর্তব্য
সরকারের প্রধান কর্তব্য হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা। এই তিনটি উপাদান একত্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, নাগরিক অধিকার সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে।