1. কোনটি শুদ্ধ বানান?
A. Agricultural ✓
B. Agrecultural
C. Agrecaltural
D. Agricalturel
2. কোনটি Common Noun?
A. Truth
B. Bank ✓
C. Victory
D. Lenght
3. ‘Who is calling me?’ বাক্যটির Passive form হবে—
A. By whom am I called?
B. By whom I am called?
C. By whom I was called?
D. By whom am I being called? ✓
4. ‘Never tell a lie.’ বাক্যটির Passive form হবে—
A. Let not a lie ever be told ✓
B. Let a lie never be told
C. Let a lie not ever be told
D. Let never be told a lie
5. The man said, “Good morning my friends.” বাক্যটির Indirect speech হবে—
A. The man bade his friends good morning
B. The man wished his friends good morning ✓
C. The man had told his friends good morning
D. The man wishes his friends good morning
6. He said to her, “What do you want?” বাক্যটির Indirect speech হবে—
A. He told her what did she want
B. He told her what she wanted ✓
C. He asked her what does she want
D. He asked her what did she want
7. I shall do it —— pleasure. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
A. in
B. at
C. with ✓
D. to
8. He broke the jug —– a hundred pieces. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
A. to
B. in
C. into ✓
D. with
9. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
A. He gave me a piece of advice ✓
B. I went to my house
C. He applied for freeship
D. The meat is hard
10. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
A. He came this morning
B. Asad is sick ✓
C. Anis told me a liar
D. Put your sign here
11. কোনটি ‘Sacred’ শব্দের সমার্থক?
A. secular
B. Divine ✓
C. Evil
D. Profane
12. কোনটি ‘Gigantic’ শব্দের সমার্থক?
A. small
B. Little
C. Large ✓
D. minute
13. ‘White elephant’ এর অর্থ—
A. A very cheap thing
B. Very costly possession ✓
C. Dead elephant
D. White coloured elephant
14. ‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?
A. জহির রায়হান ✓
B. সৈয়দ এমদাদ আলী
C. হুমায়ুন আহমেদ
D. প্রমথ নাথ বিশী
15. ‘রক্তকরবী’ নাটকটি কার রচনা?
A. গিরিশ চন্দ্র ঘোষ
B. কায়েকোবাদ
C. রবীন্দ্রনাথ ঠাকুর ✓
D. সৈয়দ শামসুল হক
16. ‘যা কষ্টে লাভ করা যায়।’ এক কথায় কী হবে?
A. দুর্লভ ✓
B. কষ্টার্জিত
C. দুর্জয়
D. পরিশ্রমলব্ধ
17. ‘আবক্ষ জলে নেমে স্নান।’ এক কথায় কী হবে?
A. স্নান
B. প্রক্ষালন
C. অবগাহন ✓
D. পদধৌত
18. কোনটি শুদ্ধ বানান?
A. আনুষঙ্গিক ✓
B. আনুসাঙ্গিক
C. অনুষঙ্গিক
D. আনূষঙ্গিক
19. খালেদ “বই” পড়ে। বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A. করণে শূন্য
B. অধিকরণে শূন্য
C. কর্মে শূন্য ✓
D. অপাদানে শূন্য
20. “ব্যায়ামে শরীর ভাল থাকে।” বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A. করণে ৭মী ✓
B. কর্মে ৭মী
C. অপাদানে ৭মী
D. অধিকরণে ৭মী
21. ‘দ্যুলোক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
A. দুৎ + লোক
B. দিব্ + লোক ✓
C. দুঃ লোক
D. দুত + লোক
22. ‘মৌমাছি’ কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?
A. তৎপুরুষ
B. অব্যয়ীভাব
C. কর্মধারয় ✓
D. দ্বিগু
23. ‘অসুখ’ কোন সমাস (নাই সুখ যার)?
A. তৎপুরুষ
B. কর্মধারয়
C. অব্যয়ীভাব
D. বহুব্রীহি ✓
24. ‘মুখচোরা’ বাগধারাটির অর্থ কী?
A. লাজুক ✓
B. ভীতু
C. স্পষ্টভাষী
D. বাচাল
25. কোনটি ‘পৃথিবী’ শব্দের সমার্থক?
A. বসুধা ✓
B. সবিতা
C. মিহির
D. ভূধর
26. ‘ঔদ্ধত্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
A. সরল
B. বিনয় ✓
C. শান্ত
D. বিনীত
27. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
A. ভূ‑পৃষ্ঠে ✓
B. ভূ‑পৃষ্ঠ থেকে ১০০০ মিটার উপরে
C. ভূ‑কেন্দ্রে
D. ভূ‑পৃষ্ঠ থেকে ১০০০ মিটার নিচে
28. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
A. কফি আনান
B. উ থান্ট ✓
C. দ্যাগ হ্যামারশোল্ড
D. ভুট্রোস ঘালি
29. ‘এডেন’ সমুদ্রবন্দরটি কোথায় অবস্থিত?
A. ইয়েমেন ✓
B. জর্ডান
C. কাতার
D. সংযুক্ত আরব আমিরাত
30. কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?
A. বায়ু
B. মাটি ✓
C. পানি
D. গাছপালা
31. নিচের কোন যৌগটি ভিটামিন সি?
A. সাইট্রিক এসিড
B. অ্যাসকরবিক এসিড ✓
C. অ্যাসিটিক এসিড
D. অক্সালিক এসিড
32. প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড তৈরি করে?
A. ব্যাপন
B. রেচন
C. শ্বসন ✓
D. অভিস্রবণ
33. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কী?
A. গাছপালা কমে যাওয়া ✓
B. ভূমার কার্বনেট শিলার ভাঙন
C. যানবাহনের সংখ্যা বৃদ্ধি
D. ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি
34. কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?
A. এইডস
B. গনোরিয়া ✓
C. গলগণ্ড রোগ
D. গোদ রোগ
35. কোনটির অভাবে গলগণ্ড হয়?
A. ভিটামিন ‘এ’
B. ক্যালসিয়াম
C. সোডিয়াম
D. আয়োডিন ✓
36. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ‑এর সময় লাগে—
A. ২৯ দিন ১২ ঘণ্টা ✓
B. ২৭ দিন ১৭ ঘণ্টা
C. ২৮ দিন ২ ঘণ্টা
D. ২৮ দিন ৫ ঘণ্টা
37. ‘বিশ্ব পরিবেশ দিবস’ কবে পালন করা হয়?
A. ৫ এপ্রিল
B. ৫ মে
C. ৫ জুন ✓
D. ৫ জুলাই
38. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
A. ১৩৬ ✓
B. ১৩৭
C. ১৩৮
D. ১৩৯
39. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী—
A. ইথেন
B. হাইড্রোজেন সালফাইড ✓
C. মিথেন
D. হিলিয়াম
40. ১০২৪ বাইট = কত?
A. ১ মেগাবাইট
B. ১ গিগাবাইট
C. ১ কিলোবাইট ✓
D. ১ টেরাবাইট
41. কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
A. বেলে মাটি
B. এটেল মাটি ✓
C. দোআঁশ মাটি
D. কোনোটিই নয়
42. আদমসুরত বলা হয়—
A. কালপুরুষকে ✓
B. সপ্তর্ষিমণ্ডলকে
C. ক্যাসিওপিয়াকে
D. সুরনদীকে
43. পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি—
A. কমে যাবে ✓
B. বেড়ে যাবে
C. অপরিবর্তিত থাকবে
D. কোনোটিই ঠিক নয়
44. কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?
A. বঙ্গোপসাগর
B. ভারত মহাসাগর
C. পারস্য উপসাগর ✓
D. আরব সাগর
45. কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন এর ১৮০° পশ্চিমে অবস্থিত স্থানের সময় হবে—
A. শনিবার রাত ১২টা
B. শনিবার সন্ধ্যা ৬টা ✓
C. রবিবার দুপুর ২টা
D. রবিবার সন্ধ্যা ৬টা
46. আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?
A. ইরাক
B. ইরান ✓
C. মিশর
D. লিবিয়া
47. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?
A. চতুর্দশ ✓
B. সপ্তদশ
C. অষ্টাদশ
D. ত্রয়োদশ
48. পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়?
A. ১৯৪৮ সালে
B. ১৯৫২ সালে
C. ১৯৬৯ সালে ✓
D. ১৯৭১ সালে
49. কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
A. দস্তা ✓
B. অ্যালুমিনিয়াম
C. তামা
D. পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম
50. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
A. থাইরোসিন
B. গ্লুকাগন
C. ইনসুলিন ✓
D. এড্রিনালিন
51. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
A. ৯ ভাগ
B. ১৬ ভাগ
C. ১৯.৮ ভাগ
D. ২৫ ভাগ ✓
52. একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দিয়ে ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ—
A. কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়
B. পাত্রের ভিতর বায়ুশূন্য হয়ে যায়
C. গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
D. গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ✓
53. পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
A. ১৯৫২ সালে
B. ১৯৫৪ সালে ✓
C. ১৯৫৬ সালে
D. ১৯৫৭ সালে
54. প্রথম ‘সাফ’ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
A. ১৯৮২ সালে
B. ১৯৮৩ সালে
C. ১৯৮৪ সালে ✓
D. ১৯৮৫ সালে
55. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
A. ১৮২১ সালে
B. ১৮৭০ সালে
C. ১৯১০ সালে
D. ১৯২১ সালে ✓
56. কর্নফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়—
A. বাঁশ ✓
B. আখের ছোবড়া
C. পাটকাঠি
D. ধানের খড়
57. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিমি ও ৫ কিমি। নদী পথে ৪০ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে—
A. ৫ ঘণ্টা
B. ৬ ঘণ্টা ✓
C. ৭ ঘণ্টা
D. ৮ ঘণ্টা
58. একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে—
A. ৩ : ২
B. ৩ : ১ ✓
C. ২ : ১
D. ৫ : ২
59. ৩২ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?
A. ১০ লিটার
B. ১২ লিটার
C. ১৩ লিটার ✓
D. ১৫ লিটার
60. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
A. ৩/৪
B. ৫/৬ ✓
C. ৭/৯
D. ৮/১১
61. একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
A. ১৪০০
B. ১৫০০ ✓
C. ১৫৪০
D. ১৫৮০
62. ১৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা‑এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে—
A. ৫ সেমি ✓
B. ৬ সেমি
C. ৭ সেমি
D. ৮ সেমি
63. একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে—
A. ৯০ ডিগ্রী
B. ১০৫ ডিগ্রী
C. ১২০ ডিগ্রী ✓
D. ১৪৫ ডিগ্রী
64. একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
A. ৪৬ টাকা
B. ৪৮ টাকা
C. ৫০ টাকা ✓
D. ৫২ টাকা
65. কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% গণিতে এবং ১১% উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
A. ৭০ জন
B. ৭৩ জন ✓
C. ৭৫ জন
D. ৭৬ জন
66. ১ হতে ৬৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
A. ৩৩ ✓
B. ৩৪
C. ৩৬
D. ৩০
67. একজন মাঝি স্রোতের আনুকূলে ২ ঘণ্টায় ৬ মাইল যায় এবং ৫ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
A. ১৫৮
B. ১৫৭
C. ১৫৬
D. ১৪৫
68. z + 1/z = 4 হলে, z³ + 1/z³ এর মান হবে—
A. ৪২
B. ৪৮
C. ৫২
D. ৭৬
69. x² – y² – 2y – 1 এর একটি উৎপাদক—
A. x – y – 1 ✓
B. x + y – 1
C. x – y + 1
D. x + 2y + 1
70. 0.1 × 0.02 × 0.002
──────────────
0.01 × 0.04
= ?
A. 0.01
B. 0.1
C. 0.001
D. 0.004
71. কোনটি Abstract Noun?
A. Elephant
B. Harbour
C. Strength ✓
D. Dhaka
72. কোন বানানটি শুদ্ধ?
A. Contiguos
B. contiguous ✓
C. Contigous
D. Conteguous
73. “আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ।” পঙ্ক্তিটির রচয়িতা কে?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. কাজী নজরুল ইসলাম ✓
C. গোলাম মোস্তফা
D. ফররুখ আহমদ
74. কোন বানানটি শুদ্ধ?
A. পসারিণী ✓
B. পসারিনি
C. পসারিনী
D. পসারীনী
75. একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি—
A. স্নো হবে
B. ফাস্ট হবে ✓
C. ঠিক সময় দেবে
D. কোনো রকম প্রভাবিত হবে না
76. বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
A. অক্সিজেন
B. নাইট্রোজেন
C. ওজোন ✓
D. হিলিয়াম
77. —-এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?
A. ভিটামিন ‘এ’
B. ভিটামিন ‘বি’ ✓
C. ভিটামিন ‘সি’
D. ভিটামিন ‘ডি’
78. ‘শিমের বিচি’ কোন ধরনের খাদ্য?
A. আমিষ ✓
B. শ্বেতসার
C. স্নেহ জাতীয়
D. ভিটামিন
79. ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক’ এর প্রচলন করেন—
A. আকবর
B. শেরশাহ ✓
C. মুহম্মদ বিন তোঘলক
D. আওরঙ্গজেব
80. ৬ জন শ্রমিক ৫ দিনে ১,৮০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা করবে?
A. ৩ দিনে ✓
B. ৪ দিনে
C. ৫ দিনে
D. ৬ দিনে