পড়াশোনা মোড

বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়

Bengali Lesson • 25 টি প্রশ্ন

প্রশ্ন 01

ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি?

1) বিশেষভাবে বিভাজন
2) বিশেষভাবে বিশ্লেষণ
3) বিশেষভাবে বিয়োজন
4) বিশেষভাবে সংযোজন
প্রশ্ন 02

বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?

1) ২টি
2) ৩টি
3) ৪টি
4) ৫টি
প্রশ্ন 03

প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?

1) ৪টি
2) ৫টি
3) ৬টি
4) ১০টি
প্রশ্ন 04

প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে, অংশগুলো কী কী?

1) ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
2) শব্দ, সন্ধি,সমাস, ধ্বনি
3) অনুসর্গ,উপসর্গ,শব্দ, সন্ধি
4) ধ্বনি,শব্দ, বর্ণ,বাক্য
প্রশ্ন 05

ব্যাকরণের কাজ কী

1) ভালো বক্তা তৈরি করা
2) ভালো অভিনেতা তৈরি করা
3) দ্রুত লেখা শেখানো
4) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
প্রশ্ন 06

বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন?

1) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
2) রাজা রামমোহন রায়
3) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
4) ড. এনামুল হক
Sponsored
প্রশ্ন 07

রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী?

1) গৌড়ীয় ব্যাকরণ
2) মাগধীয় ব্যাকরণ
3) ভাষা ও ব্যাকরণ
4) মাতৃভাষার ব্যাকরণ
প্রশ্ন 08

ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কী কী?

1) ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব
2) ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, ভাষাতত্ত্ব, বাক্যতত্ত্ব
3) রূপতত্ত্ব,পদক্রম, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব
4) বাক্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব
প্রশ্ন 09

'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

1) রূপতত্ত্ব
2) ধ্বনিতত্ত্ব
3) বাক্যতত্ত্ব
4) ভাষাতত্ত্ব
প্রশ্ন 10

শব্দতত্ত্বের আরেক নাম-

1) ধ্বনিতত্ত্ব
2) বাক্যতত্ত্ব
3) অর্থতত্ত্ব
4) রূপতত্ত্ব
প্রশ্ন 11

কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়?

1) ধ্বনি
2) কারক
3) ছন্দ
4) বাক্য
প্রশ্ন 12

বচন, লিঙ্গ, ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

1) ধ্বনিতত্ত্ব
2) ভাষাতত্ত্ব
3) রূপতত্ত্ব
4) বাক্যতত্ত্ব
Sponsored
প্রশ্ন 13

এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কী তৈরি হয়?

1) ভাষা
2) বাক্য
3) শব্দ
4) অর্থ
প্রশ্ন 14

রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি?

1) সন্ধি
2) প্রত্যয়
3) সমাস
4) কারক
প্রশ্ন 15

শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?

1) অক্ষর
2) ধ্বনি
3) ধাতু
4) প্রকৃতি
প্রশ্ন 16

'পদক্রম' কোন তত্ত্বের নাম?

1) ধ্বনিতত্ত্ব
2) বাক্যতত্ত্ব
3) রূপতত্ত্ব
4) অর্থতত্ত্ব
প্রশ্ন 17

'পদ প্রকরণ' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

1) রূপতত্ত্বের
2) ধ্বনিতত্ত্বের
3) বাক্যতত্ত্বের
4) অর্থতত্ত্বের
প্রশ্ন 18

কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?

1) বাগধারা
2) সমাস
3) কারক
4) সন্ধি
Sponsored
প্রশ্ন 19

প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

1) বাক্যতত্ত্বে
2) ধ্বনিতত্ত্বে
3) শব্দতত্ত্বে
4) ভাষাতত্ত্বে
প্রশ্ন 20

ব্যাকরণের 'বাক্যতত্ত্ব' অংশে আলোচিত হয়-

1) ধ্বনি, বর্ণপ্রকরণ, বর্ণবিন্যাস, সন্ধি ইত্যাদি
2) বাক্য প্রকরণ, বাক্য বিশ্লেষণ, বাক্যের গঠনপ্রণালি ইত্যাদি
3) শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ,বচন, শব্দরূপ, ধাতুরূপ ইত্যাদি
4) সবগুলোই
প্রশ্ন 21

বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোর সংস্থাপন ও রূপ পরিবর্তন বিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে?

1) ধ্বনিতত্ত্বে
2) রূপতত্ত্বে
3) বাক্যতত্ত্বে
4) অভিধানতত্ত্বে
প্রশ্ন 22

বাক্যতত্ত্বের অপর নাম কী?

1) ভাষা
2) প্রাতিপদিক
3) পদক্রম
4) সাধিত শব্দ
প্রশ্ন 23

ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?

1) বাগধারার
2) অঙ্গ-প্রত্যঙ্গের
3) বাগযন্ত্রের
4) চক্ষু ও কর্ণের
প্রশ্ন 24

ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

1) রূপতত্ত্ব
2) ধ্বনিতত্ত্ব
3) ভাষাতত্ত্ব
4) বাক্যতত্ত্ব
Sponsored
প্রশ্ন 25

(ইংরেজি ভাষায়) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?

1) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
2) মি. এন. বি. হ্যালহেড
3) উইলিয়াম কেরি
4) ড. মুহম্মদ শহীদুল্লাহ
Sponsored

ভুল সংশোধন রিপোর্ট

নিচে সঠিক প্রশ্ন ও অপশনগুলো লিখে সাবমিট করুন।

Exams Study Rank Login