পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নার্স ও মিডওয়াইফ নিয়োগ পরীক্ষা ২০১৪
১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা ?
(ক) ১৬
(খ) ১২
(গ) ১৩
✓ (ঘ) ৮
নোট; বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা (half-height mark) বিশিষ্ট বর্ণ আছে ৮টি। যথা: ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ।
২। ‘সুবচন নির্বাসনে’ নাটকটির রচয়িতা কে?
(ক) শামসুল হক
✓ (খ) আবদুল্লাহ আল মামুন
(গ) সেলিম আল দীন
(ঘ) কল্যাণ মিত্র
৩। ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কি?
(ক) অরণ্য
(খ) সমুদ্র
(গ) পর্বত
✓ (ঘ) স্থাবর
৪। ‘তপােবন’ এর সন্ধি বিচ্ছেদ___
✓ (ক) তপঃ + বন
(খ) তপ + বন
(গ) তপােঃ + বন
(ঘ) তপাে + বন
৫। কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
✓ (ক) নিত্য সমাস
(খ) দ্বন্দ্বসমাস
(গ) তৎপুরুষ সমাস
(ঘ) কর্মধারয় সমাস
নোট; নিত্য সমাসে ব্যাসবাক্য হয় না। নিত্য সমাস সেই সমাস, যার ব্যাসবাক্য হয় না বা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়।
উদাহরণস্বরূপ:
অন্য গ্রাম = গ্রামান্তর
কেবল দর্শন = দর্শনমাত্র
অন্য গৃহ = গৃহান্তর
কাল তুল্য সাপ = কালসাপ
তুমি, আমি ও সে = আমরা
দুই এবং নব্বই = বিরানব্বই
এছাড়াও, “মাত্র” বা “অন্তর” শব্দগুলি সমস্তপদের শেষে থাকলে সেটিও নিত্য সমাস হয়।
উদাহরণস্বরূপ:
নামমাত্র, শ্রবণমাত্র, বলামাত্র, দর্শনমাত্র, তন্মাত্র, চাহি বামাত্র.
৬। ‘পুষ্প’ এর সমার্থক শব্দ নয়___
(ক) ফুল
(খ) কুসুম
✓ (গ) অবনী
(ঘ) প্রসূন
৭। মুনীর চৌধুরী রচিত ‘মুখরা রমণী বশীকরণ’ একটি__
(ক) অনুবাদ গল্প
(খ) অনুবাদ উপন্যাস
(গ) অনুবাদ প্রবন্ধ
✓ (ঘ) অনুবাদ নাটক
৮। কোন বানানটি শুদ্ধ?
(ক) সমভিব্যবহারে
(খ) সমবিব্যহারে
✓ (গ) সমভিব্যাহারে
(ঘ) সমবিব্যাহারে
৯। যে সমাসে পূর্ব পদের বিভক্তির লােপ হয় না তাকে বলে__
(ক) নিত্য সমাস
(খ) প্রাদি সমাস
(গ) দ্বন্দ্ব সমাস
✓ (ঘ) অলুক সমাস
১০। ‘গৃহ’ এর সমার্থক শব্দ নয়__
(ক) নিবাস
✓ (খ) ঘরােয়া
(গ) ভবন
(ঘ) ঘর
১১। ‘লাজ’ শব্দটি কোন পদ?
(ক) বিশেষণ
(খ) ক্রিয়া বিশেষণ
✓ (গ) বিশেষ্য
(ঘ) সর্বনাম
১২। ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
✓ (ক) মযহারুল ইসলাম
(খ) রফিকুল আজা
(গ) হুমায়ুন কবীর
(ঘ) জাহানারা ইমাম
নোট; বিচ্ছিন্ন প্রতিলিপি” (Bichchhinno Protilipi) একটি বাংলা কাব্যগ্রন্থের নাম। এটি মাযহারুল ইসলাম এর একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি মাযহারুল ইসলাম-এর লেখা। তিনি “মাটির ফসল”, “আর্তনাদে বিবর্ণ”, “যেখানে বাঘের থাবা”, “দুঃসময়ের ছড়া”, “উজানে ফেলার প্রতিধ্বনি”, “সাম্প্রতিক ছড়া” সহ আরও কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেছেন।
১৩। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’ বাংলায় কে অনুবাদ করেন?
(ক) মুনীর চৌধুরী
(খ) কবির চৌধুরী
✓ (গ) সৈয়দ আলী আহসান
(ঘ) লিলি চৌধুরী
নোট; গ্রিক ট্রাজেডি হলো প্রাচীন গ্রিসে বিকশিত এক ধরনের নাটকীয় সাহিত্য, যা দুঃখজনক পরিণতি বা নায়কের পতন চিত্রিত করে। এটি সাধারণত একটি মহৎ বা প্রভাবশালী চরিত্রের চারদিকে ঘোরে, যার পতন তার নিজস্ব ত্রুটি বা পরিস্থিতির কারণে ঘটে থাকে। এই নাট্যধারাটি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে উদ্ভূত হয়েছিল এবং এর বিকাশ এথেন্সে ঘটেছিল।
১৪। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
(ক) ১৯টি
(খ) ২০টি
✓ (গ) ২১টি
(ঘ) ২২টি
নোট; বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। এই ২১টি উপসর্গ হলো: অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
১৫। ‘আনন্দ মঠ’ উপন্যাসের লেখক কে?
✓ (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) তারাশংকর বন্দোপাধ্যায়
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) আনন্দমােহন বাগচী
১৬। ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
(ক) দোলনচাঁপা
(খ) বিষের বাঁশি
(গ) সাম্যবাদী
✓ (ঘ) অগ্নিবীণা
১৭। সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ?
(ক) বহুব্রীহি
(খ) কর্মধারয়
(গ) সুপসুপা
✓ (ঘ) অব্যয়ীভাব
১৮। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’ কাব্য কোন ধরনের কাব্য?
(ক) মহাকাব্য
(খ) সনেট
✓ (গ) পত্রকাব্য
(ঘ) গীতিকাব্য
নোট; “বীরাঙ্গনা” মধুসূদন দত্তের একটি পত্রকাব্য। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হিসেবে পরিচিত। এই কাব্যে, পৌরাণিক নারীদের আধুনিক দৃষ্টিভঙ্গিতে চিত্রিত করা হয়েছে, যেখানে তারা তাদের স্বামী বা প্রেমিকের কাছে চিঠি লিখে তাদের অনুভূতি প্রকাশ করে।
১৯। How fine the flower is! It is an__
(ক) Assertive sentence
✓ (খ) Exclamatory sentence
(গ) Operative sentence
(ঘ) Negative sentence
২০। Walking in the morning is good for health. This is__
✓ (ক) Gerund
(খ) Infinitive
(গ) Participle
(ঘ) Verbal noun
২১। Which one is correct?
✓ (ক) The lady died of cancer
(খ) The lady died from cancer
(গ) The lady died due to cancer
(ঘ) The lady died by cancer
২২। Which of the following words is misspelt?
(ক) Receive
(খ) Belief
✓ (গ) Deciet
(ঘ) Preview
২৩। No article is needed before__
(ক) an adjective
✓ (খ) a pronoun
(গ) a noun
(ঘ) an adverb
২৪। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
(ক) I prefer death from dishonor
(খ) I liked death more than dishonor
(গ) I prefer death more than insult
✓ (ঘ) I prefer death to dishonor
২৫। He has gone to dog. সঠিক বঙ্গানুবাদ কোনটি?
(ক) সে কুকুর তাড়িয়েছে
(খ) সে কুকুর ভালােবাসে
(গ) সে কুকুর নিয়ে গেছে
✓ (ঘ) সে গােল্লায় গেছে
২৬। Differentiate is__
(ক) noun
(খ) adjective
(গ) adverb
✓ (ঘ) verb
২৭। The synonym of ambition__
(ক) Indifference
(খ) Aimlessness
✓ (গ) Desire
(ঘ) Purposelessness
২৮। What is the antonym of ‘Delete’?
(ক) Injure
✓ (খ) Insert
(গ) Dearly
(ঘ) Trap
২৯। When Nobel prize on literature was started?
(ক) 1911
(খ) 1891
✓ (গ) 1901
(ঘ) 1913
৩০। ‘In black and white’ means__
(ক) Orally
✓ (খ) In writing
(গ) Temporary
(ঘ) Doubt
৩১। He is a student of __ University.
✓ (ক) a
(খ) in
(গ) on
(ঘ) the
৩২। I know nothing — the boy.
(ক) with
(খ) in the dark
(গ) to
✓ (ঘ) as to
৩৩। “To be or not to be. That is the__
(ক) Meaning
✓ (খ) Question
(গ) Answer
(ঘ) Issue
৩৪। ‘Sky is to bird’ as ‘water’ is to—
(ক) Feather
✓ (খ) Fish
(গ) Boat
(ঘ) Lotus
৩৫। ‘Good is to bad’ as ‘white’ is to__
(ক) Dark
✓ (খ) Black
(গ) Grey
(ঘ) Ebony
৫৪। ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ পালন করা হয় কোন তারিখে?
(ক) ৮ মার্চ
(খ) ৭ এপ্রিল
✓ (গ) ১১ জুলাই
(ঘ) ১৬ ডিসেম্বর
৫৫। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
(ক) ১০ ডিসেম্বর
✓ (খ) ১০ জানুয়ারি
(গ) ১০ মার্চ
(ঘ) ১০ জুন
৫৬। তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র কোনটি?
✓ (ক) হাইড্রোমিটার
(খ) ব্যারােমিটার
(গ) থার্মোমিটার
(ঘ) ফেরােমিটার
নোট; হাইড্রোমিটার একটি কাঁচের তৈরি যন্ত্র যা তরলের মধ্যে ডুবিয়ে এর ঘনত্ব মাপা হয়। এটি আর্কিমিডিসের সূত্র অনুসারে কাজ করে।
৫৭। বাংলাদেশের লােকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
(ক) আগারগাঁও
(খ) কুমিল্লা
(গ) শাহবাগ
✓ (ঘ) সােনারগাঁও
৫৮। নিচের কোনটি পরিবার-পরিকল্পনার অস্থায়ী পদ্ধতি নয়?
✓ (ক) টিউবেকটমী
(খ) ইমপ্ল্যান্ট
(গ) আইইউডি
(ঘ) খাবারবড়ি
৫৯। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
✓ (ক) নাফ
(খ) কর্ণফুলী
(গ) নবগঙ্গা
(ঘ) ভাগীরথী
৬০। সেন্টমার্টিন দ্বীপ এর অপর নাম কি?
(ক) সােনাদিয়া
(খ) নিঝুমদ্বীপ
(গ) কুতুবদিয়া
✓ (ঘ) নারিকেল জিঞ্জিরা
নোট; সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এটি নারিকেল জিঞ্জিরা, নারকেল জিঞ্জিরা, জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি দ্বীপ বা দেরদিউসা দ্বীপ নামেও পরিচিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়।
৬১। থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
(ক) রুপি
✓ (খ) বাথ
(গ) রিয়েল
(ঘ) ডলার
নোট; বিভিন্ন দেশের মুদ্রার নাম নিচে দেওয়া হলো:
বাংলাদেশ: টাকা (Taka), ভারত: রুপি (Rupee), পাকিস্তান: রুপি (Rupee), যুক্তরাষ্ট্র: ডলার (Dollar), যুক্তরাজ্য: পাউন্ড স্টার্লিং (Pound Sterling), চীন: ইউয়ান (Yuan) বা রেন্মিনবি (Renminbi), জাপান: ইয়েন (Yen), রাশিয়া: রুবল (Ruble), সৌদি আরব: রিয়াল (Riyal), কাতার: রিয়াল (Riyal), কুয়েত: দিনার (Dinar), সংযুক্ত আরব আমিরাত: দেরহাম (Dirham), অস্ট্রেলিয়া: ডলার (Dollar), কানাডা: ডলার (Dollar), ফ্রান্স: ইউরো (Euro), দক্ষিণ কোরিয়া: ওন (Won), ইন্দোনেশিয়া: রুপিয়াহ (Rupiah), ইরান: রিয়াল (Rial), ডেনমার্ক: ক্রোন (Krone), নরওয়ে: ক্রোন (Krone), আইসল্যান্ড: ক্রোনা (Krona), জর্জিয়া: লারি (Lari), সিরিয়া: পাউন্ড (Pound),ভুটান: এনগুল্ট্রাম (Ngultrum).
৬২। আয়তনে বড় মহাসাগর কোনটি?
(ক) ভারত মহাসাগর
✓ (খ) প্রশান্ত মহাসাগর
(গ) উত্তর মহাসাগর
(ঘ) আটলান্টিক মহাসাগর
৬৩। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
✓ (ক) করতােয়া
(খ) গঙ্গা
(গ) ব্ৰহ্মপুত্র
(ঘ) মহানন্দা
৬৪। বাংলা একাডেমির মূল ভবনের নাম কী?
✓ (ক) বর্ধমান হাউজ
(খ) বাংলা ভবন
(গ) আহসান মঞ্জিল
(ঘ) চামেলী হাউস
৬৫। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
(ক) জর্জ বুশ
(খ) আব্রাহাম লিংকন
✓ (গ) জর্জ ওয়াশিংটন
(ঘ) থিওডাের রুজভেল্ট
৬৬। বৈদ্যুতিক ক্ষমতার একক কী?
(ক) জুল
✓ (খ) ওয়াট
(গ) নিউটন
(ঘ) ক্যালরি
৬৭। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায়?
(ক) ফরিদপুর
(খ) দিনাজপুর
✓ (গ) ঈশ্বরদী
(ঘ) ঢাকা
৬৮। নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ?
✓ (ক) আম বৃক্ষ
(খ) কাঁঠাল বৃক্ষ
(গ) সেগুন বৃক্ষ
(ঘ) শাল বৃক্ষ
৬৯। সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে কী বলে?
(ক) হারিকেন
(খ) সাইক্লোন
✓ (গ) সুনামি
(ঘ) টাইফুন
৭০। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
(ক) কঙ্গো
✓ (খ) নীলনদ
(গ) নাইজার
(ঘ) আমাজান