Exam

পরিবার কল্যাণ পরিদর্শিকা || বিগত এমসিকিউ পরীক্ষার সমাধান || SSN-03-2015

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী নিয়োগ পরীক্ষা ২০১৫

১। ‘মসনদের মােহ’ নাটকটির রচয়িতা কে?
(ক) আকবর উদ্দীন
(খ) ইব্রাহীম খাঁ
(গ) দ্বিজেন্দ্রলাল রায়
 ✓ (ঘ) শাহাদৎ হােসেন

২। কোনটি শুদ্ধ বানান?
(ক) দধিচি
(খ) দধিচী
 ✓ (গ) দধীচি
(ঘ) দধীচী

৩। কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
(ক) প্রাদি সমাস
 ✓ (খ) নিত্য সমাস
(গ) দ্বন্দ্ব সমাস
(ঘ) অলুক সমাস

৪। ‘যা অধ্যয়ন করা হয়েছে’- এক কথায় কী হবে?
(ক) পঠিত
 ✓ (খ) অধীত
(গ) অধ্যয়িত
(ঘ) অধ্যায়িত

৫। ইত্যাদি কোন সমাস?
 ✓ (ক) তৎপুরুষ
(খ) অব্যয়ীভাব
(গ) কর্মধারয়
(ঘ) বহুব্রীহি

৬। ‘সূর্যদীঘল বাড়ী’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) জহির রায়হান
(খ) মানিক বন্দ্যোপাধ্যায়
 ✓ (গ) আবু ইসহাক
(ঘ) অন্নদাশঙ্কর রায়

৭। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযােগ্য গ্রন্থ কার রচনা?
 ✓ (ক) দীনেশ চন্দ্র সেন
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ) মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) সুকুমার সেন

৮। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
(ক) চোখের বালি
(খ) বলাকা
(গ)  ঘরে-বাইরে
 ✓ (ঘ) রক্তকরবী

৯। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
 ✓ (ক) মােহাম্মদ নাসিরউদ্দীন
(খ) আবুল কালাম শামসুদ্দীন
(গ) কাজী আব্দুল ওদুদ
(ঘ) সিকান্দার আবু জাফর

১০।  কোনটি কাব্যগ্রন্থ?
(ক) কবিতা
(খ) কাব্য পরিক্রমা
 ✓ (গ) কয়েকটি কবিতা
(ঘ) বাঙলার কাব্য

১১। কোনটি নাটক?
(ক) কর্তার ইচ্ছায় কর্ম
(খ) গড্ডালিকা
(গ) পল্লী সমাজ
 ✓ (ঘ) সাজাহান

১২। কোনটি কাব্যগ্রন্থ?
(ক) শেষ প্রশ্ন
 ✓ (খ) শেষ লেখা
(গ) শেষের কবিতা
(ঘ) শেষের পরিচয়

১৩। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
(ক) রাজবন্দীর জবানবন্দী
 ✓ (খ) ব্যথার দান
(গ) অগ্নিবীণা
(ঘ) নবযুগ

১৪। সংশপ্তক কার রচনা?
(ক) মুনীর চৌধুরী
 ✓ (খ) শহীদুল্লা কায়সার
(গ) জহির রায়হান
(ঘ) শওকত ওসমান

১৫। ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
 ✓ (ক) নীহাররঞ্জন রায়
(খ) আর. সি. মজুমদার
(গ) অধ্যাপক আব্দুল করিম
(ঘ) অধ্যাপক সুনীতি সেন

১৬। ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
 ✓ (ক) হাসান হাফিজুর রহমান
(খ) বেগম সুফিয়া কামাল
(গ) মুনীর চৌধুরী
(ঘ) আবুল বরকত

১৭। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
 ✓ (ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৩৫৫ বঙ্গাব্দে
(গ) ১৯৫২ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৩৫২ বঙ্গাব্দে

১৮। The correct spelling is—
 ✓ (ক) Dilemma
(খ) Dillema
(গ) Dellima
(ঘ) Delemma

১৯। She sympathized —- me. শূন্যস্থানের জন্য উপযুক্ত Preposition কোনটি?
(ক) to
(খ) at
 ✓ (গ) with
(ঘ) in

২০। Tareq was a bright student. বাক্যটিতে bright শব্দটি কোন পদ?
(ক) noun
 ✓ (খ) adjective
(গ) adverb
(ঘ) verb

২১। কোনটি Reflexive pronoun?
(ক) each
(খ) Who
 ✓ (গ) myself
(ঘ) he

২২। He was asked to — a doctor.
(ক) call off
(খ) call out
(গ) call up
 ✓ (ঘ) call in

২৩। ‘Syntax’ means —
(ক) Manner of speach
 ✓ (খ) Sentence building
(গ) Supplementary tax
(ঘ) Synchronizing act

২৪। Instead of ‘continue’, we can say—
 ✓ (ক) Carry on
(খ) Carry out
(গ) Carry off
(ঘ) Carry away

২৫। ‘Bring to book’ এর অর্থ হচ্ছে—
 ✓ (ক) Rebuke
(খ) Valueless person
(গ) Books which are lost
(ঘ) Book written by famous writer

২৬।  Noun form of ‘Deny’ is —-
 ✓ (ক) Denial
(খ) Deniable
(গ) Refuse
(ঘ) Deny

২৭। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) Paper is made of wood.
(খ) Paper is made by wood.
 ✓ (গ) Paper is made from wood.
(ঘ) Paper is made with wood.

২৮। How gerund is formed?
 ✓ (ক) Verb+ing
(খ) Preposition+ing
(গ) Noun+ing
(ঘ) Adjective+ing

২৯। The up train is late. এখানে up শব্দটি___
(ক) Noun
(খ) Pronoun
(গ) Adverb
 ✓ (ঘ) Adjective

৩০। কোনটি Abstract noun?
(ক) Man
(খ) Jury
(গ) Long
 ✓ (ঘ) Height

৩১। Do you know them? বাক্যের passive form হচ্ছে___
(ক) Are they known with you?
 ✓ (খ) Are they known to you?
(গ) Is they known to you?
(ঘ) Are they known by you?

৩২। He is ___ FRCS. শূন্যস্থানের উপযুক্ত article কোনটি?
 ✓ (ক) an
(খ) a
(গ) the
(ঘ) no article

৩৩। Scanty-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) Limited
 ✓ (খ) Unlimited
(গ) Inflation
(ঘ) Bounded

৩৪। Which of the following word is singular?
 ✓ (ক) Physics
(খ) Roofs
(গ) Bushes
(ঘ) Boxes

৩৫। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
 ✓ (ক) ৭ মার্চ ১৯৭৩
(খ) ১০ মার্চ ১৯৭৩
(গ) ১৭ মার্চ ১৯৭৩
(ঘ) ১১ এপ্রিল ১৯৭৩

৩৬। বাংলাদেশ OIC – এর সদস্য হয় কোন সালে?
(ক) ১৯৭৩
 ✓ (খ) ১৯৭৪
(গ) ১৯৭৫
(ঘ) ১৯৭৬

৩৭। দক্ষিণ তালপট্টি কোন নদীর মােহনায় অবস্থিত?
(ক) তেতুলিয়া
(খ) নাফ
(গ) আড়িয়ালখাঁ
 ✓ (ঘ) হাঁড়িয়াভাঙ্গা

৩৮। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন—
(ক) ফখরুদ্দিন মােবারক শাহ
(খ) ইলিয়াস শাহ
 ✓ (গ) সম্রাট আকবর
(ঘ) সম্রাট বাবর

৩৯। নরওয়ের মুদ্রার নাম —
(ক) গিন্ডার
(খ) ইউরাে
 ✓ (গ) ক্রোন
(ঘ) লিরা

৪০। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
(ক) ১৭ জানুয়ারি
(খ) ১৭ ফেব্রুয়ারি
 ✓ (গ) ১৭ মার্চ
(ঘ) ১৭ এপ্রিল

৪১। লন্ডনে BBC – এর প্রধান কার্যালয়ের নাম—
(ক) হােয়াইট হল
(খ) ব্যকিংহাম প্যালেস
(গ) ভিক্টোরিয়া প্যালেস
(ঘ) বুশ হাউজ

Note: বর্তমানে BBC – এর প্রধান কার্যালয়ের নাম ব্রডকাস্টিং হাউস।

৪২। বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব?
(ক) সপ্তম
 ✓ (খ) অষ্টম
(গ) নবম
(ঘ) দশম

৪৩। ‘কবর’ কবিতার লেখক কে?
(ক) মুনীর চৌধুরী
(খ) জীবনানন্দ দাস
 ✓ (গ) জসিমউদ্দীন
(ঘ) কাজী নজরুল ইসলাম

৪৪। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদস্যপদ লাভ করেন কোন সালে?
(ক) ১৯৯৪
 ✓ (খ) ১৯৯৫
(গ) ১৯৯৩
(ঘ) ১৯৯৬

৪৫। বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা—
(ক) ৩০টি
(খ) ২৫টি
(গ) ৪৫টি
 ✓ (ঘ) ৫০টি

৪৬। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
(ক) ভিটামিন-সি
(খ) ভিটামিন-বি
 ✓ (গ) ভিটামিন-কে
(ঘ) ভিটামিন-ডি

৪৭। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
(ক) নজরুল ইসলাম
(খ) আবদুল গফফার চৌধুরী
 ✓ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সুকুমার রায়

৪৮। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়—
 ✓ (ক) ১০ এপ্রিল-১৯৭১
(খ) ১৭ এপ্রিল-১৯৭১
(গ) ৭ মার্চ-১৯৭১
(ঘ) ২৬ মার্চ-১৯৭১

৪৯। কোনটি সবচেয়ে ভারী ধাতু?
(ক) লােহা
 ✓ (খ) পারদ
(গ) প্লাটিনাম
(ঘ) নিকেল

৫০। বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান কার্যালয় কোথায়?
(ক) রােমে
(খ) প্যারিসে
 ✓ (গ) জেনেভায়
(ঘ) শিকাগােতে

৫১। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনাে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
(ক) ৭ নং সেক্টর
 ✓ (খ) ১০ নং সেক্টর
(গ) ৩ নং সেক্টর
(ঘ) ১ নং সেক্টর


Sharing Is Caring:          

Leave a Comment