বর্ডার গার্ড বাংলাদেশ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ২০২৪
1. “It’s too soon to say if he’ll survive.” Here ‘too’ is a/an-
A) verb
B) adjective
C) adverb ✅
D) preposition
2. ‘বনফুল’ কোন লেখকের ছদ্মনাম?
A) সুনীল গঙ্গোপাধ্যায়
B) বলাইচাঁদ মুখোপাধ্যায় ✅
C) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
3. ‘জ্ঞ’ যুক্তব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনিযোগে?
A) ঞ+গ
B) গ+ঞ
C) জ+ঞ ✅
D) ঞ+জ
4. নিচের কোন Drug টি Anticonvulsant?
A) Inj Nalepsin
B) Inj Phenytoin ✅
C) Inj Caprolysin
D) Inj Amikacin
5. Which sentence is correct?
A) I lodged a complaint. ✅
B) I made a complain.
C) I lodged a complained.
D) I filed a complain.
6. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি কোন নদীর?
A) মেঘনা
B) পদ্মা
C) যমুনা
D) হালদা ✅
7. সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম-
A) শওকত আলী
B) শেখ আজিজুর রহমান ✅
C) ওসমান গনি
D) আজিজুল হক
8. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়?
A) বাঁধনহারা
B) মৃত্যুক্ষুধা
C) কুহেলিকা
D) ব্যথার দান ✅
9. সর্বজনীন পেনশন স্কিম অনুযায়ী সুরক্ষা স্কিম কোন শ্রেণির মানুষের জন্য প্রযোজ্য?
A) প্রবাসী বাংলাদেশী
B) বেসরকারি কর্মচারী/প্রতিষ্ঠান
C) স্বকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মী ✅
D) সল্প আয়ের মানুষ
10. পানিতে দ্রবণীয় ভিটামিন হলো-
A) Vit-A
B) Vit-E
C) Vit-B ✅
D) Vit-D
11. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে?
A) ন্যানোটেকনোলজী
B) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
C) বায়ো ইনফরমেটিক্স ✅
D) ক্রায়োসার্জারি
Note: বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে বায়োইনফরমেটিক্স (Bioinformatics) প্রযুক্তি কাজ করছে। এছাড়াও, জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering), ন্যানোটেকনোলজি (Nanotechnology), এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) সহ অন্যান্য প্রযুক্তিও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
12. রক্তদানের বয়সসীমা কত?
A) 15-45 বছর
B) 16-60 বছর
C) 18-57 বছর ✅
D) 18-70 বছর
Note: রক্তদানের জন্য আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। কিছু কেন্দ্র পিতামাতার সম্মতিতে ১৭ বছর বয়সে রক্তদানের অনুমতি দিতে পারে। রক্তদান নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য আপনার ন্যূনতম পরিমাণের চেয়ে বেশি ওজন করা উচিত। রক্তদানের পরে মাথা ঘোরা বা অন্যান্য প্রতিক্রিয়া এড়াতে এটি গুরুত্বপূর্ণ।
13. “পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের।” এটি কোন কবিতার চরণ?
A) পরিচয়
B) আমার পরিচয় ✅
C) আমি বাঙালি
D) বাংলা ভাষা
14. কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয়?
A) পূবালী ব্যাংক ✅
B) অগ্রণী ব্যাংক
C) জনতা ব্যাংক
D) রূপালী ব্যাংক
Note: বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বিডিবিএল।
15. কোন সালের চীন ভ্রমণের স্মৃতিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটি রচিত হয়েছে?
A) 1952 সাল ✅
B) 1953 সাল
C) 1954 সাল
D) 1956 সাল
16. Which has the identical singular and plural form?
A) spectrum
B) dice ✅
C) stimulus
D) basis
17. মানুষের শরীরে রক্ত দেওয়ার ক্ষেত্রে কোন জীবাণুর জন্য Screening test করা হয়?
A) T.B.
B) Hepatitis ✅
C) Malaria ✅
D) Typhoid
18. মধুমাস বলা হয় কোন মাসকে?
A) বৈশাখ
B) জ্যৈষ্ঠ ✅
C) আষাঢ়
D) শ্রাবণ
Note: মধুমাস বলতে সাধারণত বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসকে বোঝানো হয়। এই সময়ে বিভিন্ন ধরনের মিষ্টি ফল পাওয়া যায়, যেমন – আম, জাম, কাঁঠাল ইত্যাদি, যা এই মাসটিকে “মধুমাস” নামে পরিচিত করে তুলেছে।
19. বাংলাদেশের পাঁচ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে?
A) বাঘা মসজিদ
B) ষাট গম্বুজ মসজিদ
C) ছোট সোনা মসজিদ
D) কুসুম্বা মসজিদ ✅
20. “The gift of the gab” means-
A) an unexpected gain
B) fluency of speech ✅
C) thought-provoking oration
D) a Christmas gift
21. Laparoscopy এর যন্ত্রপাতি নীচের কোন পদ্ধতিতে জীবাণুমুক্ত করা হয়?
A) Savlon
B) Lysol
C) Cidex ✅
D) Boiling
22. বৃক্কের একক কি?
A) নিউরোন
B) নেফ্রন ✅
C) অস্টিওব্লাস্ট
D) ফাইব্রোব্লাস্ট
23. চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
A) 1907 ✅
B) 1910
C) 1916
D) 1920
24. বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে?
A) পদ্মা
B) রূপসা
C) কর্ণফুলী ✅
D) গোমতী
Note: বাংলাদেশের প্রথম টানেল হলো যা কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত। এই টানেলটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারাকে সংযুক্ত করেছে এবং এটি “ওয়ান সিটি টু টাউন” ধারণার একটি অংশ। টানেলটি কর্ণফুলী নদীর প্রায় ১৫০ ফুট গভীরতায় অবস্থিত।
25. গ্রন্থির রাজা কোনটি?
A) Hypothalamus
B) Pituitary gland ✅
C) Thyroid gland
D) Adrenal gland
26. Neonate কাকে বলে?
A) 0-1 month ✅
B) 1 month-5 years
C) 0-1 years
D) 1 year-5 years
27. Respiratory distress এর চিহ্ন ও লক্ষণ কোনটি?
A) সায়ানোসিস ✅
B) জ্বর
C) রক্তক্ষরণ
D) বমি
28. কোন দেশটি G-8 (Group of Eight) সদস্যভুক্ত নয়?
A) ফ্রান্স
B) রাশিয়া
C) জাপান
D) চীন ✅
29. মানুষের শরীরে পটাশিয়ামের পরিমাণ কত?
A) 3.5-5 mmol/L ✅
B) 2-2.5 mmol/L
C) 3.9-8 mmol/L
D) 7-8 mmol/L
30. Emergency Contraceptive Pill কোনটি?
A) OCD
B) IUCD
C) Inj DMPA
D) Implant
31. The word ‘sibling’ means-
A) a brother
B) a sister
C) a brother or sister ✅
D) a brother and sister
32. বৃহদান্ত্রের কোনটি?
A) ডিওডেনাম
B) এপেনডিক্স ✅
C) জেজুনাম
D) ইলিয়াম
Note: বৃহদন্ত্র (Large intestine) পরিপাকতন্ত্রের একটি অংশ, যা ক্ষুদ্রান্ত্রের পরে অবস্থিত। এটি মূলত পানি শোষণ করে এবং মলের গঠন তৈরি করে। এটি খাদ্য পরিপাক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বর্জ্য পদার্থ থেকে পানি এবং কিছু পুষ্টি উপাদান শোষিত হয়।
33. The king left. – heir
A) the
B) a
C) an ✅
D) zero article
34. What is the plural form of human?
A) humans ✅
B) humanes
C) humen
D) humane
35. ডেঙ্গুর বাহক কোন মশা?
A) কিউলেক্স
B) অ্যানোফিলিস
C) এডিস ✅
D) সব ধরণের মশা
36. বাংলা সাহিত্যের উদাসীন পথিক কে?
A) কাজী নজরুল ইসলাম
B) মীর মশাররফ হোসেন ✅
C) জসীমউদ্দীন
D) দীনবন্ধু মিত্র
37. Puerperial period
A) 6 weeks ✅
B) 12 weeks
C) 10 weeks
D) 4 weeks
38. Identify the correct passive form of ‘Who did this’?
A) By whom was this done? ✅
B) By whom has this done?
C) By whom this has been done?
D) By whom this had been done?
39. Select the sentence in which ‘down’ is an adjective:
A) We watched as the sun went down.
B) Tears ran down her face.
C) The system was down all morning. ✅
D) Down with the tyrant!
40. ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের প্রথম সম্পাদক কে?
A) হাসান হাফিজুর রহমান ✅
B) আবদুল গাফফার চৌধুরী
C) মাহবুবুল আলম চৌধুরী
D) আলতাফ মাহমুদ
41. মানুষের শরীরে দৈনিক কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন?
A) 1200 mg
B) 800 mg
C) 2000 mg
D) 1000 mg ✅
42. ‘A blooming flower is beautiful to look at.’ Here ‘blooming’ is a/an
A) infinitive
B) participle ✅
C) gerund
D) verbal noun
43. I tried to persuade him, but he wouldn’t come. In this sentence the verb ‘Come’ is-
A) causative
B) intransitive ✅
C) transitive
D) modal
44. Select the correct sentence:
A) One of my friend’s are getting married today.
B) One of my friend is getting married today.
C) One of my friends are getting married today.
D) One of my friends is getting married today. ✅
45. ‘রেস্টোরী’ শব্দের উৎস ভাষা-
A) তুর্কি
B) ফরাসি ✅
C) ফারসি
D) ইংরেজি
46. নিচের কোন পদ্ধতিতে Bacteria spore ধ্বংস হয়?
A) Boiling
B) Fumigation
C) Cidex Solution
D) Autoclave ✅
47. জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে?
A) ইতালি ও তিউনিসিয়া
B) স্পেন ও মরক্কো ✅
C) গ্রিস ও তুরস্ক
D) ফ্রান্স ও আলজেরিয়া
48. ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
A) ইয়োন ফসে ✅
B) অ্যানি এরনাক্স
C) লুইস গ্লুক
D) উইলিয়াম ডি. হাউস
49. নির্দিষ্ট ডাটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়?
A) সর্টিং
B) ইন্ডেক্সিং
C) সার্চিং
D) কুয়েরী ✅
50. Fill in the blank with the appropriate preposition:
“The secretary was then called ___ to read the minutes.”
A) at
B) on ✅
C) for
D) over
51. বাঙালি জাতির মুক্তি সনদ হল-
A) ছয় দফা ✅
B) এগারো দফা
C) ৭ই মার্চের ভাষণ
D) ২১ দফা
52. একজন মানুষের স্বাভাবিক BMI কত?
A) 18-30 Kg/m²
B) 20-27 Kg/m²
C) 19-25 Kg/m²
D) 18.5-24.9 kg/m² ✅
53. ‘Don’t go out while it rains’ in this sentence ‘While’ is a/an-
A) adverb
B) interjection
C) verb
D) conjunction ✅
54. কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি?
A) জাপান
B) ভুটান ✅
C) চীন
D) কানাডা
55. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন ধরনের রচনা?
A) নাট্যকাব্য
B) কাব্যনাট্য ✅
C) উপন্যাস
D) কাব্য
56. ইন্দ্রিয়কে জয় করেছে যে-
A) ইন্দ্রজিৎ
B) জিতেন্দ্রিয় ✅
C) সংশপ্তক
D) অরিজিৎ
57. SDG target এ maternal mortality rate কত শতাংশ কমবে?
A) 70% ✅
B) 90%
C) 80%
D) 100%
58. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ-
A) অর্নব ✅
B) তটিনী
C) অবনি
D) স্রোতস্বিনী
59. বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ-
A) সুখবর
B) অভিষেক
C) অতিবৃষ্টি
D) আমজনতা ✅
60. রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ-
A) অবরোধবাসিনী ✅
B) জোহরা
C) আনোয়ারা
D) ঘরজনী
61. The opposite word for ‘ally’ is-
A) companion
B) friend
C) partner
D) foe ✅
62. What kind of noun is ‘army’?
A) proper
B) collective ✅
C) common
D) material
63. Severe anemia, যখন HB level
A) <7gm/dl ✅
B) <3gm/dl
C) <9gm/dl
D) <10gm/dl
64. মানবদেহে কোষের Chromosome এর সংখ্যা?
A) 22 জোড়া
B) 23 জোড়া ✅
C) 24 জোড়া
D) 13 জোড়া
65. Oral polio vaccine?
A) Live attenuated ✅
B) Subunit
C) Killed
D) Toxoid
66. ইনসুলিন ইনজেকশনের জন্য উপযুক্ত সূচের আকারটি হল-
A) 18G, 1½” Long ✅
B) 22G, 1″ Long
C) 20G, 1½” Long
D) 24G, ½” Long
67. ‘জজসাহেব’ কোন সমাস?
A) কর্মধারয় ✅
B) তৎপুরুষ
C) বহুব্রীহি
D) দ্বন্দ্ব
68. বাংলাদেশের সংবিধান দিবস কবে?
A) 16 ডিসেম্বর
B) 4 নভেম্বর ✅
C) 7 মার্চ
D) 21 অক্টোবর
69. কনফুসিয়াস কি ছিলেন?
A) দার্শনিক ✅
B) রাষ্ট্রনেতা
C) সম্রাট
D) বিজ্ঞানী
70. WHO schedule অনুযায়ী Antenatal check up শুরু হয় কত সপ্তাহ থেকে?
A) 12
B) 16 ✅
C) 14
D) 8
71. ‘Shakespeare is a playwright’. Here ‘playwright’ is used as
A) object
B) subject
C) adverb
D) complement ✅
72. বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী লিখেছেন?
A) হিন্দি
B) মৈথিলি
C) বাংলা
D) ব্রজবুলি ✅
73. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
A) মিশর ✅
B) সৌদি আরব
C) ইসরায়েল
D) জর্ডান
74. Fill in the blank with the right option:
“I ___ my prayers before I go to bed.”
A) say ✅
B) tell
C) speak
D) pray
75. ডেঙ্গুর ভয়াবহতা নির্ধারিত হয় নিচের কোন উপাদানের মাধ্যমে?
A) Hematocrit কমে যায় ✅
B) Platelet বেড়ে যায়
C) WBC কমে যায়
D) Hemoglobin বেড়ে যায়
76. ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম কি?
A) ইউরো ✅
B) পাউন্ড
C) ডলার
D) ইয়েন
77. কোন Vitamin এর অভাবে রক্ত জমাট বাঁধে না?
A) Vit-K ✅
B) Vit-D
C) Vit-C
D) Vit-B12
78. বর্ণিত বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক?
A) গারো ✅
B) চাকমা
C) সাঁওতাল
D) মারমা
79. কালচারের জন্য থুতুর নমুনা সংগ্রহের উপযুক্ত সময় হল-
A) সকালে ✅
B) রাতে
C) দুপুরে
D) যেকোনো সময়
80. নিচের কোন জীবাণুটি রক্তের মাধ্যমে ছড়ায়?
A) Hepatitis C ✅
B) E. coli
C) Salmonella
D) Streptococcus
81. Tuberculosis রোগের Vaccine কোনটি?
A) BCG ✅
B) DPT
C) MMR
D) Polio
82. ‘কাকভূষণ্ডী’ বাগধারার অর্থ-
A) দীর্ঘজীবী ✅
B) অহংকারী
C) কপট
D) মিথ্যাবাদী
83. Hypovolemic shock এ pulse rate
A) কমে যায়
B) বেড়ে যায় ✅
C) অপরিবর্তিত থাকে
D) অনিয়মিত হয়
84. যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে তাকে এক কথায় বলে-
A) কৃপণ ✅
B) দানশীল
C) উদার
D) বদান্য
85. নিম্নলিখিত রোগীদের মধ্যে কাদের সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে?
A) কলিউকোপেনিয়ায় আক্রান্ত ✅
B) হাইপারটেনশন
C) ডায়াবেটিস
D) অ্যাস্থমা
86. শরীরে অতিরিক্ত মেদ জমা হয়
A) এডিপোস টিস্যু ✅
B) মাসল টিস্যু
C) কানেকটিভ টিস্যু
D) নার্ভ টিস্যু
87. বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত?
A) ইসরায়েল ✅
B) পাকিস্তান
C) ভারত
D) বাংলাদেশ
88. জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ কোন ধরনের রচনা?
A) দিনলিপি ✅
B) উপন্যাস
C) নাটক
D) কবিতা
89. Septic shock এর কারণ?
A) নিউমোনিয়া ✅
B) ভাইরাল ইনফেকশন
C) ফাঙ্গাল ইনফেকশন
D) পরজীবী
90. রক্ত তরল রাখতে সাহায্য করে
A) হেপারিন ✅
B) ট্রানেক্সামিক অ্যাসিড
C) ক্যাপ্রোলাইসিন
D) সেফুরোক্সিম
91. আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত?
A) প্যারিস ✅
B) লন্ডন
C) রোম
D) বার্লিন
92. বিলিরুবিন কোথায় তৈরি হয়?
A) যকৃতে ✅
B) প্লীহায়
C) কিডনিতে
D) হৃদপিণ্ডে
93. মানবদেহে সবচেয়ে বড় হাড় কোনটি?
A) ফিমার ✅
B) টিবিয়া
C) হিউমেরাস
D) রেডিয়াস
94. ‘He enjoyed sleeping in the open air.’ Here ‘sleeping’ is a/an
A) participle
B) gerund ✅
C) infinitive
D) verb
95. মাতৃমৃত্যু হারের প্রধান কারণ?
A) PPH (Postpartum Hemorrhage) ✅
B) Abortion
C) Eclampsia
D) Obstructed labour
96. Which is congenital heart disease?
A) Atrial septal defect ✅
B) Myocardial infarction
C) Pulmonary stenosis
D) Ventricular septal defect ✅
97. Uterine rupture risk factors?
A) Separation of scar ✅
B) Low dose oxytocin
C) Proper external version
D) Proper internal version
98. নিচের কোনটি Long-term reversible contraceptive?
A) Mirena ✅
B) OCP
C) Vasectomy
D) Minipill
99. মানবদেহের রক্তে সোডিয়াম আয়নের নরমাল Value কত?
A) 120-130 mmol/L
B) 135-145 mmol/L ✅
C) 160-174 mmol/L
D) 135-155 mmol/L
100. Choose the correct indirect speech:
She said to me, “Are you happy in your new job?”
A) She asked me whether I am happy in my new job.
B) She asked me if had been happy in my new job.
C) She asked me if I was happy in my new job. ✅
D) She asked me if have been happy in my new job.