১. ‘সাত গম্বুজ’ মসজিদ কোথায় অবস্থিত?
(A) ঢাকার লালবাগ
(B) ঢাকার মোহাম্মদপুর✓
(C) বাগেরহাট
(D) চাঁপাইনবাবগঞ্জ
Note: ‘সাত গম্বুজ’ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। … এর ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ এবং চার কোণের প্রতি কোনায় একটি করে অণু গম্বুজ থাকায় একে সাত গম্বুজ মসজিদ বলা হয়।
২. বাংলাদেশে ‘ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান’ কোথায় অবস্থিত?
(A) জিরানী বাজার ✓
(B) গাজীপুর
(C) ধামরাই
(D) কালিয়াকৈর
নোট; বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (সংক্ষেপে বিকেএসপি) বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাকেন্দ্র। ঢাকার অদূরে সাভারের জিরানিতে এ প্রতিষ্ঠানটি অবস্থিত।
৩. বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি?
(A) চামড়াজাত পণ্য
(B) পাটজাত পণ্য
(C) চা
(D) তৈরি পোশাক ✓
৪. বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি?
(A) থাইল্যান্ড
(B) ভারত
(C) ইন্দোনেশিয়া
(D) ফিলিপাইন ✓
৫. ‘Seven Sisters’ বলতে কী বোঝায়?
(A) রূপকথার সাত বোন
(B) ভারতের সাতটি অঙ্গরাজ্য ✓
(C) সার্কভুক্ত সাতটি দেশ
(D) সাতটি দেশ
নোট; “সেভেন সিস্টার্স” বলতে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যকে বোঝায়। এই রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই রাজ্যগুলো ভৌগোলিকভাবে একে অপরের সাথে সংলগ্ন এবং এদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক বিদ্যমান।
৬. ‘Statue of Unity’ কোন দেশে অবস্থিত?
(A) ভারত ✓
(B) দক্ষিণ কোরিয়া
(C) জাপান
(D) যুক্তরাষ্ট্র
৭. ‘Extradition treaty’ হলো –
(A) পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি
(B) তেল–গ্যাস আহরণ চুক্তি
(C) অপরাধী প্রত্যর্পণ চুক্তি ✓
(D) উত্তর মেরু চুক্তি
নোট; ‘Extradition treaty’ বহিঃসমর্পণ চুক্তি হলো – এক দেশের অপরাধীকে চুক্তির মাধ্যমে তার নিজ দেশে ফেরত পাঠানো।
৮. ‘অক্টোবর বিপ্লব’ কোন দেশে সংঘটিত হয়?
(A) রাশিয়া ✓
(B) ফ্রান্স
(C) জার্মানি
(D) যুক্তরাষ্ট্র
৯. মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’ কততম প্রেসিডেন্ট?
(A) ৪৭ তম ✓
(B) ৪৫ তম
(C) ৪২ তম
(D) ৪১ তম
১০. আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ ঘোষণা করে কোন সংস্থা?
(A) UNDP
(B) NUEP
(C) UNESCO ✓
(D) ILO
১১. হাইতির জাতীয় মুদ্রার নাম কী?
(A) গুর্দে ✓
(B) পিসো
(C) লিরা
(D) মার্কো
১২. ‘সেন্ট হেলেনা’ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
(A) প্রশান্ত মহাসাগর
(B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর ✓
(D) ভূমধ্যসাগর
নোট; ‘সেন্ট হেলেনা’ এটি ১৫০২ সালে পর্তুগিজদের মাধ্যমে আবিষ্কার হয়েছে। এই সময় দ্বীপটিতে কোন বসতি ছিল না। দ্বীপটি পৃথিবীর সব চেয়ে প্রাচীন দ্বীপ ছিল এবং অনেক শতাব্দী ধরে এটি ইউরোপ থেকে এশিয়া এবং দক্ষিণ আফ্রিকার নৌকার জন্য কৌশলগত গুরত্বপূর্ণ।
১৩. লোকসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?
(A) ভুটান
(B) সিঙ্গাপুর
(C) ভ্যাটিকান সিটি ✓
(D) নাউরু
১৪. ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ কোথায় অবস্থিত?
(A) গোপালগঞ্জ
(B) জামালপুর
(C) নেত্রকোণা ✓
(D) কিশোরগঞ্জ
১৫. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগকারী কে?
(A) রাষ্ট্রপতি ✓
(B) প্রধানমন্ত্রী
(C) প্রধান বিচারপতি
(D) স্পিকার
১৬. কতজন বিশিষ্ট নাগরিক ‘একুশে পদক–২০১৯’-এ ভূষিত হয়েছেন?
(A) ২১ জন ✓
(B) ২৩ জন
(C) ২৮ জন
(D) ২৯ জন
১৭. ভবদহ বিল কোন জেলায় অবস্থিত?
(A) যশোর ✓
(B) বাগেরহাট
(C) নড়াইল
(D) সাতক্ষীরা
১৮. ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল’ এর অভিষেক হয় কখন?
(A) ১৯৭২ সালে
(B) ১৯৭৪ সালে
(C) ১৯৯৬ সালে ✓
(D) ১৯৮০ সালে
১৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
(A) দক্ষিণ কোরিয়া
(B) চীন
(C) পর্তুগাল ✓
(D) জাপান
২০. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
(A) আমাজন
(B) নীলনদ ✓
(C) মিসিসিপি
(D) হোয়াংহো
নোট; পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ (Nile River)। এটি আফ্রিকা মহাদেশের একটি প্রধান নদী এবং এর দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিলোমিটার।
২১. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
(A) সাহারা ✓
(B) থর
(C) কালাহারি
(D) গোবি
নোট; পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো অ্যান্টার্কটিকা। এটি একটি শীতল মরুভূমি এবং বরফে ঢাকা একটি বিশাল এলাকা।
পৃথিবীর বৃহত্তম মরুভূমির তালিকা:
অ্যান্টার্কটিকা: আয়তন ১,৪২,০০,০০০ বর্গকিলোমিটার (৫৫,০০,০০০ বর্গমাইল)
আর্কটিক: আয়তন ১,৩৯,৮৫,০০০ বর্গকিলোমিটার (৫৪,০০,০০০ বর্গমাইল)
সাহারা: আয়তন ৯২,০০,০০০ বর্গকিলোমিটার (৩৬,০০,০০০ বর্গমাইল)
অ্যান্টার্কটিকা বিশ্বের বৃহত্তম মরুভূমি এবং এটি একটি শীতল মরুভূমি, যেখানে সারা বছরই বরফ থাকে।
২২. ভারত কখন প্রজাতন্ত্রে পরিণত হয়?
(A) ১৫ আগস্ট, ১৯৪৭
(B) ২৬ জানুয়ারি, ১৯৫০ ✓
(C) ২৫ জানুয়ারি, ১৯৪৯
(D) ২৬ জানুয়ারি, ১৯৫১
২৩. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি ‘পিগমি’-রা কোন দেশের অধিবাসী?
(A) কঙ্গো ✓
(B) নামিবিয়া
(C) ইথিওপিয়া
(D) হাইতি
২৪. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
(A) চন্দ্রিমা কুমারাতুঙ্গা
(B) ইসাবেলা পেরন ✓
(C) অং সান সুচি
(D) কোরাজন এ্যাকুইনো
২৫. ‘League of Nations’ প্রতিষ্ঠিত হয় কখন?
(A) ১৯২০ সালে ✓
(B) ১৯৭১ সালে
(C) ১৯৪৫ সালে
(D) ১৯১১ সালে
নোট; লীগ অফ নেশনস , আন্তর্জাতিক সহযোগিতার একটি সংস্থা যা 10 জানুয়ারী, 1920 সালে বিজয়ীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের শেষে মিত্র শক্তি ।
২৬. জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) – এর সদরদফতর কোথায়?
(A) বান্দুং ✓
(B) জেদ্দা
(C) রিয়াদ
(D) ভিয়েনা
২৭. ‘বিশ্ব মা দিবস’ কোনটি?
(A) মে মাসের তৃতীয় রবিবার ✓
(B) জুন মাসের তৃতীয় রবিবার
(C) ০৯ আগস্ট
(D) অক্টোবর মাসের প্রথম রবিবার
২৮. বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত বছর?
(A) ২৭
(B) ২৫ ✓
(C) ৩৫
(D) ৩২
২৯. সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কততম সংশোধনীতে?
(A) একাদশ
(B) দ্বাদশ
(C) পঞ্চদশ ✓
(D) ত্রয়োদশ
৩০. ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বঙ্গবন্দু কত তারিখ ছিল?
(A) ৮ ফাল্গুন ✓
(B) ১০ ফাল্গুন
(C) ৯ ফাল্গুন
৩১. “ছিয়াত্তরের মন্বন্তর” বাংলা কোন সালে হয়?
(A) ১১৭৬ সাল ✓
(B) ১৩৭৬ সাল
(C) ১২৭৬ সাল
নোট; ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সনে (ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে) সংঘটিত একটি ভয়াবহ দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষ বাংলা ও বিহার অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলেছিল এবং এতে এক কোটি লোক মারা গিয়েছিল বলে ধারণা করা হয়।
৩২. কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে বিবেচ্য নয়?
(A) ময়নামতি
(B) পাহাড়পুর
(C) মহাস্থানগড়
(D) সুন্দরবন ✓
৩৩. একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কী?
(A) ইউ কে চিং ✓
(B) মায়েম চ্যাং
(C) লুইপা
(D) উয়েন মারমা
৩৪. মুক্তিযুদ্ধে সর্বশেষ শহিদ হন কোন বীরশ্রেষ্ঠ?
(A) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ✓
(B) ফ্লাইট লে. মতিউর রহমান
(C) মোহাম্মদ রুহুল আমীন
(D) ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ
৩৫. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
(A) সৈয়দ নজরুল ইসলাম
(B) তাজউদ্দীন আহমদ
(C) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
(D) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ✓
৩৬. ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
(A) জয়দেবপুর ✓
(B) রাজশাহী
(C) সাভার
(D) মেহেরপুর
৩৭. ৪০০ জনের দলে ৩৭৫ জন ইংরেজি ও ২০০ জন বাংলায় কথা বলতে পারে। উভয় ভাষায় কথা বলা ব্যক্তির সংখ্যা কত?
(A) ২৫ জন
(B) ৭৫ জন
(C) ১৭৫ জন ✓
(D) ২০০ জন
৩৮. তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
(A) ১০
(B) ১৫ ✓
(C) ২০
(D) ২৪
৩৯. কোনো সম্পত্তির ০.৮৭৫ অংশের মূল্য ৯২১২ টাকা হলে, ০.৭৫ অংশের মূল্য কত?
(A) ৭৮৯৬ টাকা ✓
(B) ৭৯৯৬ টাকা
(C) ৮৯৬৯ টাকা
(D) ৮৯৯৬ টাকা
৪০. ১৪৪ কোন সংখ্যার ৪০%?
(A) ২৬০
(B) ২৯০
(C) ৩৬০ ✓
(D) ৩৮০
৪১. রহিমের আয় করিমের আয় অপেক্ষা ২৫% বেশি। করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম?
(A) ২০% ✓
(B) ২৫%
(C) ৩০%
(D) ৩৫%
৪২. বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪.১২% হলে এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত?
(A) ১৬০০ টাকা
(B) ১৬০০০ টাকা ✓
(C) ১৬০০০০ টাকা
(D) ১৬০০০০০ টাকা
৪৩. বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৫০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬৬৫৫ টাকা হবে?
(A) ১ বছর
(B) ২ বছর
(C) ২১২ বছর
(D) ৩ বছর ✓
৪৪. ৪ জন পুরুষ ৬ জন বালকের সমান কাজ করতে পারে। কতজন পুরুষ ২৪ জন বালকের সমান কাজ করতে পারবে? (A) ১২ জন
(B) ১৬ জন ✓
(C) ২৪ জন
(D) ৪৮ জন
৪৫. কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
(A) ৯
(B) ১৬
(C) ২৫
(D) ৩৬ ✓
৪৬. x²+7x+a রাশিটি x−5 দ্বারা বিভাজ্য হলে a এর মান কত?
(A) −৬০ ✓
(B) −৩০
(C) ৩০
(D) ৬০
৪৭. নিম্নের তথ্যের ভিত্তিতে কোনটি সঠিক?
(i) দুইটি ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা
(ii) ০ একটি অমূলদ সংখ্যা
(iii) যে সকল পূর্ণসংখ্যা পূর্ণবর্গসংখ্যা নয়, সেগুলোর বর্গমূল অমূলদ
(A) i, ii
(B) i, iii ✓
(C) ii, iii
(D) i, ii, iii
৪৮. 0.1×0.01×0.001 ÷ (0.2×0.02×0.002) এর মান কত?
(A) 180
(B) 1800
(C) 18000
(D) 1/8 ✓
৪৯. কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
(A) 3/4 ✓
(B) 4/5
(C) 6/7
(D) 7/8
৫০. দুইটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে, ল.সা.গু কত?
(A) ১২০ ✓
(B) ১৫০
(C) ১৮০
(D) ২৪০
৫১. ক:খ = ৪:৫ ; খ:গ = ২:৩ । ক এর নিকট ৮০০ টাকা থাকলে, গ এর টাকার পরিমাণ কত?
(A) ১০০০ টাকা
(B) ১২০০ টাকা
(C) ১৫০০ টাকা ✓
(D) ২০০০ টাকা
৫২. 56 এর 67÷137 এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে?
(A) 1/2 ✓
(B) 13
(C) 14
(D) 23
৫৩. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে?
(A) 40
(B) ৫৮ ✓
(C) ৭২
(D) 80
৫৪. কতজন ছাত্রকে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করা যাবে?
(A) ৫ জন ✓
(B) ১০ জন
(C) ১৫ জন
(D) ২৫ জন
৫৫. ২০২১ এর মধ্যে ২০৬৩ কতবার আছে?
(A) ৩ বার ✓
(B) ৫ বার
(C) ৬ বার
(D) ৯ বার
৫৬. একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমাণ কত?
(A) ৫ কাঠা
(B) ৭ কাঠা
(C) ১০ কাঠা ✓
(D) ২০ কাঠা
৫৭. rhombus ABCD তে ∠ABC = 120° এবং OE⊥AB হলে, ∠AOE =?
(A) 30°
(B) 60°
(C) 90° ✓
(D) 120°
৫৮. ABC সমবাহু ত্রিভুজের মধ্যমা AD হলে, ∠BAD =?
(A) 30° ✓
(B) 60°
(C) 90°
(D) 120°
৫৯. একটি সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলির সমষ্টি ……।
(A) 180°
(B) 270°
(C) 360° ✓
(D) 540°
৬০. ১ বর্গমাইল =?
(A) 620 একর
(B) 630 একর
(C) 650 একর
(D) কোনোটিই নয় ✓
৬১. 4a একক ব্যাসবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, 4a একক পরিমাপে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
(A) λa ✓
(B) 2λa
(C) λa²
(D) λ²a
৬২. logₓ181 = −4 হলে x এর মান কত?
(A) −4
(B) −14
(C) 14
(D) ৪ ✓
৬৩. x²−4x+1=0 হলে x/(x²−3x+1) এর মান কত?
(A) ০
(B) 1 ✓
(C) 2
(D) ৪
৬৪. (a³−b³)/(a+b), (a⁴+b⁴+a²b²)/(a³+b³) দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
(A) a−b ✓
(B) a+b
(C) a²−b²
(D) a²+b²
৬৫. 2x+3y=7 , 5x−2y−8=0 হলে (x,y)= কত?
(A) (1,2)
(B) (2,1) ✓
(C) (2,3)
(D) (3,2)
৬৬. A ও B কেন্দ্রবিশিষ্ট দুই বৃত্ত পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে, ∠AOB = ……।
(A) সমকোণ
(B) পূরককোণ
(C) সরলকোণ ✓
(D) প্রবৃদ্ধকোণ
৬৭. একটি বৃত্তের ব্যাসার্ধ r থেকে r+n করলে ক্ষেত্রফল ৪ গুণ হয়। n এর মান কত?
(A) n²
(B) n ✓
(C) 2n
(D) 3n
৬৮. দুই কোণের যোগফল এক সমকোণের সমান হলে, একটি কোণ অপরটির ……।
(A) পূরক✓
(B) সম্পূরক
(C) সন্নিহিত
(D) বিপ্রতীপ
৬৯. প্রথম সাতটি স্বাভাবিক সংখ্যার পরিমিতি ব্যবধান কত?
(A) 0
(B) 1
(C) 2 ✓
(D) 3
৭০. x+y=7, x−y=5 হলে 8ab(a²+b²) এর মান কত?
(A) 24 ✓
(B) ৩৬
(C) 48
(D) ৭২
৭১. x²−2x+1=0 হলে x¹² + 1/x⁶ এর মান কত?
(A) ০
(B) 1
(C) 2
(D) 2
৭২. 4x²−2 হতে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে?
(A) −1/4x² ✓
(B) −12x²
(C) 14x²
(D) 12x²
৭৩. a⁴−5a²+1=0 হলে a−1/a এর মান কত?
(A) ±9
(B) ±7 ✓
(C) ±5
(D) ±3
৭৪. x²+y²+z²=5, x+y−z=3 হলে yz+zx−xy এর মান কত?
(A) −5
(B) −4
(C) −3
(D) −2 ✓
৭৫. 3 + 6 + 9 + 12 + … ধারাটির 12 টি পদের যোগফল ……。
(A) 230
(B) 231
(C) 232
(D) 234 ✓
৭৬. 1−(1−a−1/a)⁻¹ ÷(a−1/a)−1 এর মান কত?
(A) −1a
(B) −1
(C) ০
(D) 1a
৭৭. a,b ∈ R; a≠0, b≠0 হলে a⁰ + b⁰ এর মান কত?
(A) a+b
(B) ০
(C) 1
(D) 2
৭৮. 12−12+12−12+… ধারাটির সাধারণ nতম পদ (n∈N, n>1) কত?
(A) (−1)ⁿ n+1
(B) (−1)ⁿ⁻¹ n+1
(C) (−1)ⁿ⁺¹ n+1
(D) (−1)⁻ⁿ⁻¹ n+1
৭৯. 1,1,2,3,5,8,… ধারাটির ১১তম পদ কত?
(A) ৩৪
(B) 55
(C) ৮৯ ✓
(D) ১৪৪
৮০. 2,4,8,16,32,…,256 ধারাটি ……।
(A) সমান্তর
(B) গুণোত্তর ✓
(C) অসংজ্ঞায়িত
(D) অসীম
৮১. x²−y², x³−y³, x⁴+x²y²+y⁴ রাশিগুলোর গ.সা.গু কত?
(A) x+y
(B) x−y
(C) ০
(D) 1 ✓
৮২. 60 + 15 − 135 এর মান কত?
(A) ০ ✓
(B) 1
(C) 2
(D) 3
৮৩. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৬ সেমি হলে এর ক্ষেত্রফল কত?
(A) 12 বর্গসেমি
(B) ১৮ বর্গসেমি ✓
(C) 24 বর্গসেমি
(D) 36 বর্গসেমি
৮৪. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
(A) 10 cm²
(B) 15 cm²
(C) 20 cm²
(D) 25 cm² ✓
৮৫. ২টি ১৫ মিনিটের সময় — ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
(A) 200
(B) 221020
(C) 230
(D) 23102
৮৬. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের BC চাপে ∠BAC হলো পরিধিস্থ কোণ, ∠BOC = 110° হলে, ∠BAC =?
(A) 30°
(B) 40°
(C) 55° ✓
(D) 110°
৮৭. একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, দুটির কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত?
(A) 1:2
(B) 2:1
(C) ১:৪
(D) 4:1 ✓
৮৮. 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে কেন্দ্র হতে কোনো জ্যার লম্বদূরত্ব 4 একক হলে, জ্যার দৈর্ঘ্য কত?
(A) 2 একক
(B) 3 একক
(C) 6 একক ✓
(D) 8 একক
৮৯. একটি ট্রাপিজিয়ামের এক সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 10 সেমি, বেসের দূরত্ব 5 সেমি। ক্ষেত্রফল 25 cm² হলে, অপর বেসের দৈর্ঘ্য কত?
(A) 2 cm
(B) 4 cm
(C) 6 cm
(D) 8 cm ✓
৯০. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকের রচয়িতা কে?
(A) শামসুর রাহমান
(B) আল মাহমুদ
(C) সৈয়দ শামসুল হক ✓
(D) আব্দুল্লাহ আল মামুন
৯১. কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে?
(A) পারতলা
(B) পাহাড়পুর
(C) পাড়াতলি ✓
(D) চরপাড়া
৯২. মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পরিপ্রেক্ষিত কি?
(A) পলাশীর যুদ্ধ
(B) পানীপথের যুদ্ধ
(C) ভাষা আন্দোলন ✓
(D) মুক্তিযুদ্ধ
৯৩. ‘বিলাপ’ এর বিপরীত শব্দ কোনটি?
(A) অপলাপ
(B) রোদন
(C) প্রলাপ
(D) হাস্য ✓
৯৪. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কত ভাগে ভাগ করা হয়েছে?
(A) ৩ ভাগে
(B) ৪ ভাগে
(C) ৫ ভাগে ✓
(D) ৬ ভাগে
৯৫. ‘পরাগ’ বইটি দিয়ে যাও’ বাক্যে ‘পরাগ’ কোন পদ?
(A) সম্বোধন পদ ✓
(B) সম্বদ্ধ পদ
(C) বিশেষ্যপদ
(D) সর্বনাম পদ
৯৬. ‘তিনি ধনী, কিন্তু কৃপণ’ – কোন জাতীয় বাক্যের উদাহরণ?
(A) জটিল
(B) যৌগিক ✓
(C) সরল
(D) মিশ্র
৯৭. ‘রাই কুড়িয়ে বেল’ বাগধারাটির অর্থ কোনটি?
(A) ক্ষুদ্র থেকে বড় ✓
(B) দরিদ্র থেকে ধনী
(C) চৌর্যবৃত্তি
(D) কৃষিকাজ
৯৮. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি–প্রত্যয় কোনটি?
(A) দুল্+না
(B) দোল্+না ✓
(C) দোল্+ওনা
(D) দোলনা+আ
৯৯. কারক কয় প্রকার?
(A) ৫ প্রকার
(B) ৬ প্রকার ✓
(C) ৩ প্রকার
(D) 7 প্রকার
নোট; আধুনিক বাংলা ব্যাকরণে কারক ৬ প্রকার। এগুলো হলো: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, এবং সম্বন্ধ পদ (যা কারক হিসেবে গণ্য হলেও কারক নয়)।
১০০. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
(A) রামায়ণ
(B) মহাভারত
(C) মনসামঙ্গল
(D) চর্যাপদ ✓