Exam

মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান || STR-02-2001

01. Which is the most important part of a letter?
a) The address of the receiver
b) The address of the writer
c) The body of the letter ✓
d) The signature of the writer

02. Rafique saw — digging in his garden.
a) Mr. Ali was
b) That Mr. Ali
c) Mr. Ali is
d) Mr. Ali ✓

03. I saw the tree — down.
a) to fall
b) felling
c) falling ✓
d) fallen

04. “Diamonds cuts Diamonds”-এর অনুবাদ কোনটি?
a) সঙ্গদোষে নষ্ট
b) সৎ সংঙ্গে স্বর্গবাস
c) সঙ্গ দেখে লোক চেনা যায়
d) মানিকে মানিক চেনে ✓

Note: “Diamonds cuts Diamonds” এই প্রবাদটির বাংলা অনুবাদ হল “মানিকে মানিক চেনে”। এই প্রবাদটির মাধ্যমে বোঝানো হয় যে, একই গুণের অধিকারী ব্যক্তিরাই একে অপরকে চিনতে পারে বা তাদের পারস্পরিক সম্পর্ক ভাল হয়। এছাড়াও, এই প্রবাদটি দ্বারা আরও বোঝানো হয় যে, কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে, একই রকম কঠিন মানসিকতার মানুষই তার সমাধান করতে পারে।

05. Every Bangladeshi has ought to love his country.
a) Every Bangladeshi has ought to love his country
b) Every Bangladeshi ought to love his country
c) Every Bangladeshi ought to loving his country
d) Every Bangladeshi ought to love their country✓

06. He —- very thirsty.
a) feels
b) seemed✓
c) got
d) felt

07. Which one is the correct one?
a) I am happy to see you
b) I am happy to meet you✓
c) I was happy to seeing you
d) I am happy to seeing you

08. “He has gone to dogs”-এর সঠিক অনুবাদ কোনটি?
a) সে কুকুরের কাছে গেছে
b) সে কুকুর খুব ভালোবাসে
c) সে কুকুর পোষে
d) সে গোল্লায় গেছে ✓

09. Concerts never start — time.
a) on ✓
b) in
c) by
d) None

10. My favorite activity is reading is a —
a) Gerund
b) object
c) verbal noun✓
d) Complement

11. Karim needs not think of a job. Here ‘need’ is a — verb.
a) Principal✓
b) Finite
c) Full
d) Modal

12. He found parking is difficult. Here parking used as —
a) Past continuous
b) Progressive Tense
c) participle
d) Gerund ✓

13. I saw a blind man — I was walking along the road.
a) while ✓
b) at the time
c) when
d) before

14. Which one is the right in use?
a) It is no good of to talk to him
b) To talk him is of no good
c) It’s no use talking to him ✓
d) It’s of no use how talking to him

15. We watch football matches —
a) on TV ✓
b) in TV
c) in the TV
d) at TV

16. Which one is the correct translation?
a) Death is preferable to dishonour ✓
b) Death is preferable than dishonour
c) Death is more preferable to dishonour

17. Which one is the correct passive?
a) By whom it is painted?
b) By whom it is painted with?
c) Who was it painted by? ✓
d) With whom was it painted by?

18. ‘A hundred percent marks in English is too high a score to achieve.’ is a ……. sentence.
a) simple ✓
b) complex
c) Incroect
d) compound

19. The opposition failed to …………. the ruling party’s philosophy.
a) fall in with
b) fall down✓
c) fall flat on agree
d) carry down

20. Bad habits should be “nipped in the bud.” The underlined phrase means —
a) to be stopped in the beginning ✓
b) crop up
c) to shun
d) to be cultivated

21. Which one is the correct sentence?
a) What is the time in your watch?
b) What shoe size are you?
c) What time it is by your watch?
d) What is the time by your watch? ✓

22. I am a teacher of English —-?
a) am I?
b) am I not?
c) an’t I?
d) aren’t I? ✓

23. ‘Let’s have a part ………..?’ Which tag is suitable?
a) shall we? ✓
b) will you?
c) won’t you?
d) don’t you?

24. be + verb + ing + — form. Which sentence matches the structure?
a) Rana is having a birthday party ✓
b) I am to go to send a letter
c) Rahima has gone to the city
d) Rana having a party went to the zoo

25. ‘Dangerous’ means —
a) pleasant
b) Risky ✓
c) Tedious
d) boring

26. ‘Written in March’ is a poem composed by —
a) W. Wordsworth ✓
b) W. Wadsworth
c) W. Blake
d) William

27. The phrase “A City within a City” is a match for —-
a) Basimdjara Cotu
b) The Empire State Building
c) World Trade Center✓
d) London City

28. ‘Must have + Past Participle’ is a match for —
a) We have done the sum
b) We must do the work
c) They must have to finish the duty
d) He must have neglected his studies ✓

29. Mishap means —
a) danger
b) disease
c) accident ✓
d) theft

30. Wisdom means —
a) foolishness
b) Trick
c) intelligence ✓
d) prudence

31. A.S. Hornby is famous for —
a) writing✓
b) writing poems
c) writing songs
d) writing text books

32. বিশ্বের সকল ধর্মীয় গ্রন্থের মধ্যে সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি?
a) কুরআন শরীফ ✓
b) বুখারী শরীফ
c) বাইবেল
d) তাওরাত

33. ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ কি?
a) বেহায়া
b) স্বার্থপর ব্যক্তি
c) চালবাজ লোক
d) সুসময়ের বন্ধু✓

34. যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। এক কথায় —
a) অপরিণামদর্শী
b) অবিবেচক
c) অবিমৃষ্যকারী✓
d) অনাচারী

35. ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগধারা কোনটি?
a) অদৃষ্টের পরিহাস
b) অন্ধকার দেখা
c) একাদশে বৃহস্পতি ✓
d) কেউকেটা

36. যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে —
a) নাম বিশেষণ
b) ভাব বিশেষণ✓
c) ক্রিয়া বিশেষণ
d) বিশেষণের বিশেষণ

Note: ভাব বিশেষণ হল সেই পদ যা বিশেষ্য ও সর্বনাম পদ ছাড়া অন্য পদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। এটি ক্রিয়া, বিশেষণ, বা অব্যয় পদের সাথে যুক্ত হয়ে তাদের বৈশিষ্ট্য নির্দেশ করে।

37. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’– কোন ধরনের বাক্য?
a) সরল✓
b) যৌগিক
c) মিশ্র
d) বিবৃতিমূলক

Note: সরল বাক্য হল সেই বাক্য যাতে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে। অন্যভাবে বলা যায়, যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।

38. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম —
a) কারক
b) প্রকৃতি✓
c) বিভক্তি
d) যতি

39. ‘শকনি মামা’ এর অর্থ কি?
a) কুৎসিৎ মামা
b) সৎ মামা
c) কুচক্রী মামা✓
d) পাতানো মামা

40. বাংলা সাহিত্যে চলতি রীতির প্রবর্তক কে?
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) প্যারীচাঁদ মিত্র
d) প্রমথ চৌধুরী ✓

41. ‘ভিষক’ শব্দের সঠিক অর্থ কোনটি?
a) দরবেশ
b) চিকিৎসক✓
c) ওঝা
d) কবিরাজ

42. সাদা মেঘে বৃষ্টি হয় না — ‘মেঘে’ কোন কারক?
a) কর্ম
b) অপাদান ✓
c) সম্প্রদান
d) অধিকারণ

Note: কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। ব্যাকরণে, কারক হল বাক্যের ক্রিয়া পদের সাথে নাম পদের (বিশেষ্য ও সর্বনাম) সম্পর্ক। কারক ৬ প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক।

43. সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কি?
a) মানবপ্রেম
b) দেশপ্রেম
c) অন্যায়ের প্রতিবাদ
d) অনাচার ও বৈষম্যের প্রতিবাদ✓

44. আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোতে তলিয়ে যাচ্ছে —
a) আমাদের প্রধান উপকথাগুলো
b) পল্লী সাহিত্যের বিভিন্ন শাখা-প্রশাখা ✓
c) আমাদের প্রাচীন কাব্য সাহিত্য
d) আমাদের ধর্মীয় কাব্য সাহিত্য

45. কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে তার দোষ কার?
a) আমাদের সকলের
b) আমাদের শিক্ষিত ব্যক্তিদের✓
c) আমাদের কবিদের
d) আমাদের শিক্ষার

46. পল্লী সাহিত্যের কোন বিষয় নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজ মনে করছেন?
a) ইস্তাম্বুল যাত্রী
b) চলে মুসাফির
c) বিলেতে সাড়ে সাতশ দিন✓
d) আমার তুরঙ্ক

47. ‘বাদলের জলে নাহিয়া সে মেয়ে হাসে কুটি কুটি হয়’ — মেয়েটি কে?
a) কদম্ব ফুল✓
b) হিজল ফুল
c) আজিকার বন্ধন
d) দেহের বন্ধন

48. ‘জয়যাত্রা’ কবিতায় কবি আব্দুল কাদের কিসের বন্ধনের কথা বলেছেন?
a) মনের বন্ধন
b) আত্মার বন্ধন
c) হৃদয়ের বন্ধন ✓
d) দেহের বন্ধন

49. ‘কবর’ নাটকটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়?
a) দুটো
b) তিনটি
c) চারটি✓
d) পাঁচটি

50. ‘আমার গানের মালা আমি করবো “কারে” দান’ — নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
a) করণে সপ্তমী
b) কর্ম সপ্তমী✓
c) কर्तায় সপ্তমী
d) অপাদানে সপ্তমী

Note: “কর্ম সপ্তমী” বলতে বাংলা ব্যাকরণে কর্ম কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগকে বোঝায়। এটি সাধারণত একটি বাক্যে ক্রিয়ার কর্ম পদের সাথে সপ্তমী বিভক্তি (এ, তে, এতে) যুক্ত হয়ে সম্পন্ন হয়। এটিকে “ভাবে সপ্তমী” ও বলা হয়, যেখানে একটি ঘটনা ঘটার কারণে আরেকটি ঘটনা ঘটা বোঝায়।

51. আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো — বাক্যটিতে কোন দোষ আছে?
a) বাগধারার দোষ
b) গুরুচন্ডালী দোষ
c) উপমার ভুল প্রয়োগ ✓
d) বাহুল্য দোষ

52. He is out of luckএর সঠিক অনুবাদ কোনটি?
a) ভাগ্যহারা সে
b) সে ভাগ্য মানে
c) তার পোড়া কপাল ✓
d) সে ভাগ্যবান

53. কোনটি বিশেষণের বিশেষণ?
a) “এই” আমি আর নই একা
b) বাতাস “ধীরে” বইছে
c) “অতিশয়” মন্দ কথা✓
d) মেঘনা “বড়” নদী

54. কোনটি মিশ্র শব্দ?
a) চা-চিনি
b) চৌহদ্দী✓
c) নামাজ-রোজা
d) স্কুল-কলেজ

Note: মিশ্র শব্দ হল সেই শব্দ যা দুটি ভিন্ন ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত। সহজ ভাষায়, যখন দুটি ভিন্ন ভাষার শব্দ একত্রিত হয়ে একটি নতুন শব্দ তৈরি করে, তখন সেই শব্দটি মিশ্র শব্দ হিসেবে পরিচিত।

55. ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
a) ক+ষ ✓
b) ক+খ
c) খ+ষ
d) খ+খ

56. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
a) মজুরানী
b) ঠাকুরানী
c) মলিনা
d) সৎমা✓

Note: নিত্য স্ত্রী বাচক শব্দ – সধবা, বিধবা, স্বপত্নী, সতীন, ডাইনি, বাঁইজি, কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসর্ম্পস্যা, অন্তস্বত্তা, সৎমা, এঁয়ো, সুজলা, সুফলা, রূপসী, অঅর্ধাঙ্গিনী।

57. কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
a) মুহাম্মদ আলী জিন্নাহ
b) এ.কে. ফজলুল হক✓
c) খাজা নাজিমুদ্দীন
d) শহীদ সোহরাওয়ার্দী

58. বিচার বিভাগের কাজ কি?
a) আইন প্রণয়ন
b) বাজেট পাস
c) দণ্ড বিধান ✓
d) আইনসভা আহবান

59. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
a) পৃথিবী
b) শনি
c) বুধ ✓
d) নেপচুন

60. ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
a) এগার দফা✓
b) একুশ দফা
c) ছয় দফা
d) আঠার দফা

61. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো-
a) চিকনাগুল
b) তাজিং ডং ✓
c) জয়ন্তিয়া
d) কেওকারাডং

62. সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়–
a) ভোটারগণ
b) ভোটারমণ্ডলী
c) নির্বাচক
d) নির্বাচকমণ্ডলী✓

63. কিসের ভিত্তিতে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন করে?
a) আদর্শের
b) নির্দেশের
c) নীতিমালার ✓
d) ঐক্যের

64. প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
a) জনগণ
b) জাতীয় সংসদ
c) রাষ্ট্রপতি ✓
d) মন্ত্রিসভা

65. রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য উপাদান?
a) সরকার✓
b) একনায়কতন্ত্র
c) গণতন্ত্র
d) কোনোটিই নয়

66. ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণ অভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
a) এগার দফা✓
b) একুশ দফা
c) ছয় দফা
d) আঠার দফা

67. কার নেতৃত্বে সংসদে দেশের আইন তৈরি হয়?
a) আইনমন্ত্রী
b) রাষ্ট্রপতি
c) প্রধানমন্ত্রী ✓
d) স্পিকার

68. অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়?
a) উপযোগ সৃষ্টি✓
b) চাহিদা সৃষ্টি
c) কোনো দ্রব্য সৃষ্টি
d) যোগান সৃষ্টি

Note: অর্থনীতিতে উৎপাদন বলতে সাধারণত কাঁচামাল বা উপকরণ ব্যবহার করে নতুন পণ্য বা সেবা তৈরি করা বা বিদ্যমান পণ্যের উপযোগিতা বৃদ্ধি করা বোঝায়। এটি একটি প্রক্রিয়া, যেখানে শ্রম, ভূমি, মূলধন এবং সংগঠন সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে কোনো চাহিদা বা অভাব পূরণের জন্য চূড়ান্ত পণ্য বা সেবা তৈরি করা হয়, যা মানুষ অর্থের বিনিময়ে গ্রহণ করে।

69. নির্বাচনের উদ্দেশ্য কি?
a) রাজনীতিতে অংশগ্রহণ
b) সংসদের সদস্য হওয়া
c) রাজনৈতিক দল গঠন করা
d) জনগণের প্রতিনিধি বাছাই করা ✓

70. সরকারে কয়টি বিভাগ আছে?
a) ২টি
b) ৩টি ✓
c) ৪টি
d) ৫টি

71. কোন শিলাকে প্রাথমিক শিলা বলে?
a) পাললিক শিলা
b) আগ্নেয় শিলা ✓
c) রুপান্তর শিলা
d) স্তরীভূত শিলা

72. সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?
a) লর্ড ক্যানিং
b) লর্ড রিপন
c) লর্ড কার্জন
d) লর্ড বেন্টিঙ্ক✓

Note: সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস হয়েছিল ১৮২৯ সালের ৪ঠা ডিসেম্বর। তৎকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এই আইন পাস করেন। এই আইনটি “বেঙ্গল সতী রেগুলেশন, ১৮২৯” নামে পরিচিত ছিল।

73. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে কোন শিল্পের ধ্বংস হয়?
a) পাটশিল্প
b) কুটির শিল্প
c) বস্ত্রশিল্প ✓
d) কাগজ শিল্প

74. কেওকারাডং-এর উচ্চতা কত মিটার?
a) ১২৩০ মিটার✓
b) ১২৩৫ মিটার
c) ১২৪০ মিটার
d) ১২৪৫ মিটার

75. বাংলাদেশের কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে?
a) সোনালী ব্যাংক
b) রুপালী ব্যাংক
c) জনতা ব্যাংক
d) বাংলাদেশ ব্যাংক ✓

76. মূল মধ্যরেখা থেকে পূর্ব-পশ্চিমে কোনো স্থানের কোণীয় দূরত্বকে ঐ স্থানের কি বলে?
a) দেশান্তর
b) অক্ষাংশ ✓
c) ডিগ্রি
d) সমকোণ

77. ‘স্পারসো’ কি?
a) মহাকাশ গবেষণাকারী বেসরকারী সংস্থা ✓
b) মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা
c) ভূ-উপগ্রহ
d) একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি

Note: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংক্ষেপে: স্পারসো) বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান।

78. কোনটি অধাতব খনিজ পদার্থ?
a) চুনাপাথর
b) চীনামাটি✓
c) সিলিকন
d) সবগুলো

79. যাদের জমির পরিমাণ ৩ থেকে ৭ একরের মধ্যে তাদের কি বলা হয়?
a) প্রান্তিক কৃষক
b) ধনী কৃষক
c) মধ্যম কৃষক ✓
d) দরিদ্র কৃষক

80. জাতীয় আয় কাকে বলে?
a) দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ ✓
b) উৎপাদিত দ্রব্যের পরিমাণ
c) রপ্তানি দ্রব্যের অর্জিত অর্থ
d) শিল্পজাত দ্রব্য থেকে অর্জিত অর্থ

81. অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে?
a) মাইটোসিস
b) মিয়োসিস ✓
c) অ্যামাইটোসিস
d) অস্বাভাবিক

82. পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রী স্তবকে?
a) বেলী
b) জবা✓
c) ধুতুরা
d) ডালিয়া

83. মানুষের দেহকোষে যে একই ধরনের ২২ জোড়া ক্রোমোজোম আছে তাদের কি বলে?
a) ক্রোমোনেমা
b) অটোসোম ✓
c) সেক্স-ক্রোমোসোম
d) স্যাটেলাইট

84. ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি?
a) পেক্টোজ
b) লিগনিন
c) সুবেরিন
d) কাইটিন ✓

85. সিএফসি কি ক্ষতি করে?
a) বায়ুর তাপমাত্রা বৃদ্ধি করে
b) এসিড বৃষ্টিপাত ঘটায়
c) রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমায়
d) ওজোন স্তর ধ্বংস করে ✓

86. লিপিড, প্রোট্রিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটির?
a) শৈবাল
b) ছত্রাক
c) ব্যাকটেরিয়া ✓
d) সপুষ্পক উদ্ভিদ

87. কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয়?
a) শাল✓
b) গেওয়া
c) কেওড়া
d) সুন্দরী

88. Flora বলা হয় কোনটিকে?
a) উদ্ভিদকুলকে ✓
b) প্রাণীকুলকে
c) পক্ষীকুলকে
d) মৎস্যকুলকে

89. পাতার স্পঞ্জি প্যারেনকাইমা স্তরে উদ্ভিদ কোন বস্তু গ্রহণ করে?
a) খনিজ লবণ
b) পানি ✓
c) নাইট্রোজেন
d) কার্বন ডাই-অক্সাইড

90. খাদ্য-শৃঙ্খলে কোনটি তৃতীয় স্তরের খাদক?
a) গরু
b) কীটপতঙ্গ
c) ব্যাঙ
d) পাখি✓

91. কোন উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে?
a) ধান
b) আম
c) শিম ✓
d) সরিষা

Note: স্ব-পরাগায়ন হল পরাগায়নের একটি রূপ যেখানে পরাগ একটি ফুলের কলঙ্কে ( ফুল গাছে ) বা একই উদ্ভিদের ডিম্বাণুতে ( জিমনস্পার্মে ) আসে। ক্রস-পরাগায়ন শব্দটি বিপরীত ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে একটি উদ্ভিদ থেকে পরাগ অন্য উদ্ভিদে চলে যায়। অর্কিড ওফ্রিস এপিফেরাতে এক ধরনের স্বয়ংক্রিয় স্ব-পরাগায়ন ঘটে।

92. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা উৎপাদন করে?
a) শ্বাসন
b) প্রস্রবণ
c) অভিস্রবণ
d) সালোক সংশ্লেষণ ✓

93. লেন্টিকুলার প্রস্রবণ উদ্ভিদের কোন অংশে হয়?
a) মূল
b) পাতা
c) কাণ্ড✓
d) ফুল

94. হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
a) ৫৫ বছর
b) ৬৫ বছর
c) ৭৬ বছর ✓
d) ৮৫ বছর

95. কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়?
a) নিরক্ষরেখা
b) দ্রাঘিমা রেখা
c) মূল মধ্যরেখা
d) আন্তর্জাতিক তারিখ রেখা ✓

96. সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি প্রজাতন্ত্র গঠন হয়েছে?
a) ১২টি
b) ১৩টি
c) ১৪টি
d) ১৫টি ✓

97. সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
a) টাইটান ✓
b) ফোবস
c) ডিমোস
d) ক্যারন

98. পৃথিবীর বহিরাবরণকে কি বলে?
a) শিলা
b) ভূ-ত্বক ✓
c) কেন্দ্রমন্ডল
d) গুরুমন্ডল

99. চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?
a) নিম
b) ফিলাইট
c) মার্বেল ✓
d) ক্যালসাইট

100. পলি দ্বারা গঠিত কোন শিলা?
a) ভূ-ত্বক
b) পাললিক শিলা ✓
c) আগ্নেয় শিলা
d) রুপান্তরিত শিলা


Sharing Is Caring:          

Leave a Comment